মাসিক বেতন এবং দৈনিক ভাতা বৃদ্ধির দাবিতে পেট্রাপোল বন্দরে বনগাঁর ট্রাকচালক এবং খালাসিদের কর্মবিরতি উঠে গেল শনিবার। গত ২৭ মে থেকে ওই আন্দোলনের জেরে বাংলাদেশের সঙ্গে সীমান্ত-বাণিজ্য ব্যাহত হচ্ছিল। শনিবার বনগাঁ উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস ওই বন্দরে গিয়ে আন্দোলনকারীদের প্রতিশ্রুতি দেন, সাত দিনের মধ্যে মালিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটাতে তিনি উদ্যোগী হবেন। এর পরেই কর্মবিরতি ওঠে। সীমান্ত-বাণিজ্য স্বাভাবিক হয়।বনগাঁর ট্রাকচালক-খালাসিদের কয়েকটি সংগঠনের সদস্যেরা ‘মোটর শ্রমিক বাঁচাও কমিটি’ নামে একটি সংগঠন গড়ে ওই আন্দোলন করছিলেন। ওই সংগঠনের আহ্বায়ক প্রদীপ সাহা বলেন, “বিধায়কের অনুরোধে আমরা কর্মবিরতি তুলে নিয়েছি।” বিধায়ক বলেন, “আমরা কোনও ভাবেই চাই না আন্তর্জাতিক বাণিজ্যের কাজ ব্যাহত হোক। ট্রাকমালিকদের সঙ্গে শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা করব।” বনগাঁর ট্রাকমালিকদের সংগঠনের সম্পাদক দিলীপ দাস অবশ্য জানিয়েছেন, শ্রমিকেরা মাসে ৩৮০০ টাকার পরিবর্তে ৫২০০ টাকা বেতন দাবি করছেন। এটা মানা সম্ভব নয়। পাঁচ দিনের কর্মবিরতিতে কয়েক কোটি টাকা রাজস্বের ক্ষতি হয়েছে বলে বন্দরের শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে।
|
তোলার টাকা না পেয়ে দোকানে ঢুকে এক মিষ্টান্ন ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টা করল দুই দুষ্কৃতী। শুক্রবার সন্ধ্যায় বসিরহাট থানার কাছেই চৌমাথা এলাকার ঘটনা। পুলিশ জানায়, ব্যবসায়ীকে লক্ষ করে দুষ্কৃতীর ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শো-কেসের কাচে লাগে। দ্বিতীয়বার গুলি চালানোর আগেই লোকজন এসে পড়ে। দুষ্কৃতীরা পালায়। ওই ব্যবসায়ী পুলিশের কাছে এ নিয়ে অভিযোগ জানান। শনিবার বিকেল পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
|
আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে ধরল পুলিশ। শনিবার সন্ধ্যায় ভাঙড়ের ঘটকপুকুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আলাউদ্দিন গাজি। বাড়ি উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার আবাদ মালঞ্চে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি ওয়ান শটার এবং দশ রাউণ্ড গুলি।
|
মালিক-কর্মী বিবাদে শনিবার দিনভর অনিয়মিত ছিল নিমতা ও হাওড়ার মধ্যে এস ১৮৫ রুটের বাস পরিষেবা। সন্ধের পরে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ওই রুটে ২৪টি বাস চলে। কর্মীর সংখ্যা দেড়শো। মালিক সংগঠনের সহ-সম্পাদক অভিজিৎ দত্তের অভিযোগ, কর্মীরা নিজেদের খুশিমতো বাস চালাচ্ছেন। এতে এক দিকে যেমন যাত্রীরা বিপাকে পড়ছেন, তেমনই ব্যবসা মার খাচ্ছে। কর্মীরা যত দিন না শোধরাচ্ছেন তত দিন রুটের সব বাস বন্ধ থাকবে। তৃণমূল সমর্থিত বাসকর্মী সংগঠনের সম্পাদক প্রদীপ দাস অবশ্য এ দিন রাতে দাবি করেছেন, “মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আজ, রবিবার থেকেই বাস চলবে।” |