আজকের শিরোনাম
সরছেন শ্রীনি, নয়া অস্থায়ী সভাপতি ডালমিয়া
অবশেষে বোর্ড সভাপতির পদ থেকে সরতে চলেছেন শ্রীনিবাসন। যদিও তা সাময়িক ভাবে। তাঁর জায়গায় সেপ্টেম্বর পর্যন্ত বিসিসিআই-এর অন্তর্বর্তীকালীন সভাপতি হবেন জগমোহন ডালমিয়া। ডালমিয়ার নাম প্রস্তাব করেন অরুণ জেটলি। চেন্নাইয়ের সভার অধিকাংশ সদস্যই এই প্রস্তাব সমর্থন করেন। ইন্দ্রজিত্ সিংহ বিন্দ্রা ছাড়া সকলেই ডালমিয়ার পক্ষে ছিলেন। আজ চেন্নাইয়ে বিসিসিআই-এর ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠকেই বোর্ড সভাপতি শ্রীনিবাসনের ভাগ্য নির্ধারিত হয়। বৈঠকের আগেই শ্রীনিবাসনের বিরুদ্ধে আজ মুখ খোলেন পঞ্জাব ক্রিকেট সংস্থার প্রতিনিধি ইন্দ্রজিত্ সিংহ বিন্দ্রা। ‘‘এখনই শ্রীনিবাসনের ইস্তফা চাই’’, বলে দাবি করেন তিনি। সশরীরে উপস্থিত থাকতে না-পারলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন অরুণ জেটলি ও অনুরাগ ঠাকুর।
আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়, বোর্ডের কোষাধ্যক্ষের পদে ফিরবেন অজয় শিরকে। এ ছাড়া, বোর্ড সচিব পদে ফিরছেন সঞ্জয় জাগদালেও। যদিও বোর্ডে ফের ফিরতে নারাজ জাগদালে স্বয়ং। বোর্ডের এই সিদ্ধান্তে ক্রিকেট মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, সাময়িক ভাবে সরে দাঁড়ানোয় সেপ্টেম্বরে পরবর্তী বোর্ড সভাপতি নির্বাচনের আগে পর্যন্ত আরও চার মাস সময় পেলেন শ্রীনিবাসন। এই সময়ের মধ্যে নিজের ঘর গুছিয়ে নেবেন শ্রীনি, এমনই আশঙ্কা শ্রীনি-বিরোধী গোষ্ঠীর। এর ফলে বোর্ডে পরিবর্তনে হাওয়া উঠলেও আদতে তা একেবারেই হয়নি বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

সারদা-কাণ্ডে অরিন্দম দাস ওরফে বুম্বা গ্রেফতার
সারদা-কাণ্ডের অপর এক জন অভিযুক্ত অরিন্দম দাস ওরফে বুম্বাকে গ্রেফতার করল পুলিশ। তিনি বারুইপুরে সারদার জোনাল অফিসের ম্যানেজার ছিলেন। সারদা-কেলেঙ্কারি জনসমক্ষে আসার পর প্রায় দেড় মাস তিনি আত্মগোপন করেছিলেন তাঁর দুই সঙ্গী সত্যজিত্ ও বাপির সঙ্গে। আজ দক্ষিণ ২৪ পরগনার ভেড়ি এলাকার গোপন আস্তানা থেকে পালানোর সময় তাঁকে গ্রেফতার করে দক্ষিণ ২৪ পরগনা পুলিশ। আজই তাঁকে বারুইপুর আদালতে পেশ করা হবে। অরিন্দম দাসের বিরুদ্ধে বারুইপুর এলাকা থেকে আমানতকারীদের থেকে বহু কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। কিন্তু সেই টাকা সারদার অ্যাকাউন্টে জমা না-দিয়ে বুম্বা নিজেই আত্মসাত্ করেন বলে অভিযোগ। সারদা-কাণ্ডে মূল অভিযুক্ত সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায় দু’জনেই আদালতে দাঁড়িয়ে অভিযোগ করেন বুম্বা সংস্থার বহু টাকা নয়ছয় করেছেন। অভিযোগ, প্রায় ৫০ কোটি টাকা-সহ বারুইপুরে ভেড়ি এলাকায় কেনা সারদা গোষ্ঠীর বহু জমির দলিল ও নথি নিয়ে পালিয়ে যান অরিন্দম দাস। এ ছাড়া সুদীপ্ত সেনের সই জাল করারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

কড়া নিরাপত্তায় হাওড়া উপনির্বাচনের ভোটগ্রহণ
আজ হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটদান পর্ব শুরু হয়েছে। ভোটগ্রহণ করার সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত করা হয়েছে। সকাল থেকেই ভোটদানে বিশেষ উত্সাহের ছবি চোখে পড়েছে। বিভিন্ন বুথের বাইরে লম্বা লাইন দিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছেন বহু মানুষ।
সন্ধে ৬টা পর্যন্ত
৬৫ শতাংশ
দুপুর ৩টা পর্যন্ত
৫৫ শতাংশ
দুপুর ১টা পর্যন্ত
৪৫.২৪ শতাংশ
বেলা ১২টা পর্যন্ত

৩৫ শতাংশ
সকাল ১১টা পর্যন্ত
৩২.৩৪ শতাংশ

সকাল ১০.৩০টা পর্যন্ত
২৫ শতাংশ
সকাল ১০ পর্যন্ত
২২ শতাংশ
সকাল ৯টা পর্যন্ত

২০ শতাংশ
প্রসঙ্গত, হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর কারণে এই কেন্দ্রে আজ ভোটগ্রহণ হচ্ছে। মোট ১৪ লক্ষ ৪৭ হাজার ১৭৪ জন ভোটদাতাদের মধ্যে ত্রিমুখী লড়াইয়ে নেমেছেন তৃণমূলের তরফে প্রসূন বন্দ্যোপাধ্যায়, বামেদের শ্রীদীপ ভট্টাচার্য ও কংগ্রেসের প্রার্থী সনাতন মুখোপাধ্যায়। এই নির্বাচনকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি বুথে দু’জন পর্যবেক্ষক, এক জন মাইক্রো অবজার্ভার ও বুথের বাইরে ৫৭ জন সেক্টর অফিসার মোতায়েন করা হয়েছে। হাওড়ার ৫৫০টি স্পর্শকাতর বুথের জন্য থ্রি-জি প্রযুক্তির সাহায্যে ডিজিটাল ক্যামেরা দিয়েও নজরদারি চলছে। প্রত্যন্ত এলাকার জন্য রয়েছে ‘জিআই-বেসড পোল মনিটরিং সিস্টেম’। এ ছাড়া নিরাপত্তার জন্য কেন্দ্র-রাজ্য মিলিয়ে ৭৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে।
নির্দিষ্ট সময়সীমার মধ্যে সর্বমোট ভোট পড়েছে ৬৫ শতাংশ। সামগ্রিক ভাবে শান্তিপূর্ণ ভোট হলেও বেশ কিছু গণ্ডগোলের কথা জানা গিয়েছে। সাঁকরাইলের মুন্সিপাড়া স্কুলের ১১৩ নম্বর বুথের বাইরে তৃণমূলের ক্যাম্প সরানো নিয়ে সিপিএমের সঙ্গে বিরোধ বাধে। তৃণমূলের বিরুদ্ধে ঘুসুড়ির কালীতলায় ১ নম্বর বুথ দখলের অভিযোগ আনে সিপিএম। অন্য দিকে, মধ্য হাওড়ার টিকিয়াপাড়ায় ভোট ঘিরে সিপিএম ও তূণমূল সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। ঘটনাস্থলে ‘কুইক রেসপন্স টিম’ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া বিভিন্ন সময়ে ২০টি ইভিএম মেশিনে সমস্যার অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়ে। অভিযোগ খতিয়ে দেখে সে ক্ষেত্রে যথোপযোগী ব্যবস্থা নিয়েছে কমিশন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.