নিরাপত্তা রক্ষীর সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক প্রাক্তন পুলিশ কর্তা। শনিবার কল্যাণীর এ ব্লকের ওই ঘটনায় মৃতের নাম সরোজমোহন চক্রবর্তী (৬৪)। তিনি চার বছর আগে রাজ্য সশস্ত্র পুলিশের ডিআইজি (দুর্গাপুর) হিসাবে অবসর নিয়েছিলেন। পুলিশ ও পরিবার সূত্রে খবর, সরোজমোহনবাবুর স্ত্রী মন্দিরা চক্রবর্তী চাকদহে তাঁর বাপের বাড়িতে ছিলেন। তাঁর ছেলে অন্যত্র চাকরি করেন। বাড়িতে একাই ছিলেন সরোজমোহনবাবু। তাঁর নিরাপত্তারক্ষী কালীপদ বিশ্বাস ছুটি নিয়েছিলেন। তিনি তাঁর সার্ভিস রিভলভারটি রেখে গিয়েছিলেন সরোজমোহনবাবুর কাছে। এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ কালীপদবাবু ও বাড়ির পরিচারক দেখেন দরজা ভেতর থেকে আটকানো। জানালার পরদা সরিয়ে দেখা যায়, মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সরোজমোহনবাবু। পাশে পড়ে রিভলভারটি। পুলিশ এসে দেহ উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতলে ময়না-তদন্তে পাঠায়। দেহের পাশ থেকে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট। পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন. সরোজমোহনবাবু। কালীপদবাবু বলেন, “স্যার প্রায়ই সার্ভিস রিভলভার ওঁর কাছে রেখে যেতে বলতেন। গতকালও তাই রেখে গিয়েছিলাম। উনি এমন করবেন বুঝতে পারিনি।”
|
এলাকা দখল ঘিরে বোমাবাজি হল কৃষ্ণনগরের আনন্দবাসে এলাকায়। তিন জনকে ধরা হয়েছে। সিপিএম-এর প্রবীর মিশ্রের দাবি, তৃণমূল বোমাবাজি করে। জেলা তৃণমূলের সভাপতি গৌরী শঙ্কর দত্ত সিপিএমকেই দায়ী করেছেন। |