টুকরো খবর
সদ্য সমাপ্ত মে মাসেও গাড়ি বিক্রির ক্ষেত্রে মিশ্র প্রভাব লক্ষ করল সংশ্লিষ্ট শিল্প মহল। এই সময়ে দেশে টাটা মোটরস, মারুতি-সুজুকি, টয়োটা কির্লোস্কর, ফোর্ডের যাত্রী গাড়ি বিক্রি কমেছে। বিক্রি বেড়েছে মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা, হোন্ডা কারস, হুন্ডাই, রেনো, জেনারেল মোটরসের। এখনও বাজারে চাহিদা না-ফেরা, বড় অঙ্কের অর্থ খরচে ক্রেতাদের অনীহাই এর মূল কারণ বলে জানিয়েছে শিল্প -মহল। এর সঙ্গে রয়েছে চড়া পেট্রোলের দাম এবং সুদ বেশি থাকাও। তবে এর মধ্যেই আগামী কয়েক মাসে ছবিটা বদলাবে বলে আশা করছেন অনেকে। মে মাসে দেশের বাজারে বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি সুজুকির বিক্রি কমেছে ১৩%। দাঁড়িয়েছে ৭৭,৮২১টিতে। অন্য দিকে টাটা মোটরসের যাত্রী গাড়ি বিক্রিও ৪৫.৬৯% কমে হয়েছে ১১,১৩৪টি। আর টয়োটা এবং ফোর্ডের বিক্রি কমেছে যথাক্রমে ৩৫.৩৩% এবং ৩৩.৬৯%। অন্য দিকে, গাড়ি শিল্পকে স্বস্তি দিয়েছে মহীন্দ্রা, হোন্ডা কারস ইত্যাদি সংস্থা। হুন্ডাইয়ের বিক্রিও খুব সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৩২,১০২টিতে। জেনারেল মোটরস, হোন্ডা এবং মহীন্দ্রার বিক্রি বেড়েছে যথাক্রমে ৩৯.৮২%, ৯.৮% এবং ৫.৪। আর এসইউভি ডাস্টারের হাত ধরে ১৩ গুণ বিক্রি বাড়িয়েছে রেনো-ও। হুন্ডাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাকেশ শ্রীবাস্তব জানান, গাড়ি শিল্পের বৃদ্ধি বর্তমানে তলানিতে। তবে ফের পেট্রোল গাড়ির চাহিদা বাড়ার হাত ধরে আগামী কয়েক মাসে এই শিল্পে কিছুটা হলেও বৃদ্ধি আশা করছেন তিনি। একই মত জানান টয়োটা কির্লোস্করের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং সিওও সন্দীপ সিংহ। তবে চাহিদা বাড়াতে তাঁরা ব্যবস্থা নিচ্ছেন বলে জানান তিনি।

জেনিভায় ৪ জুন শুরু শ্রম সম্মেলন
সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া, কার্বনবর্জিত শিল্প স্থাপন, কর্মসংস্থান বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে আন্তর্জাতিক নীতি নির্ধারণের ব্যাপারে যাতে উন্নত বিশ্বের দেশগুলি নিজেদের স্বার্থে উন্নয়নশীল দুনিয়ার উপর শর্ত চাপিয়ে দিতে না-পারে, সে ব্যাপারে আসন্ন আন্তর্জাতিক শ্রম সম্মেলনে সতর্ক থাকতে ভারতীয় প্রতিনিধিদের পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মল্লিকার্জুন খাড়্গে। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের এক বৈঠকে শ্রমমন্ত্রী এই পরামর্শ দেন। জেনিভায় আগামী ৪ জুন থেকে আন্তর্জাতিক শ্রম সংগঠন আইএলও আয়োজিত এই শ্রম সম্মেলন হতে চলেছে। ওই সম্মেলনে বিভিন্ন বণিকসভা এবং ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা ছাড়া কেন্দ্রীয় শ্রমমন্ত্রীও যোগ দেবেন। পশ্চিমবঙ্গ থেকে ইউ টি ইউ সি-র সম্পাদক অশোক ঘোষ এবং এ আই টি ইউ সি-র সাধারণ সম্পাদক শঙ্কর সাহা যোগ দেবেন বলে জানিয়েছেন।

এমসিএক্সে নতুন শেয়ার সূচক
এমসিএক্স স্টক এক্সচেঞ্জে চালু হল নয়া শেয়ার সূচক এসএক্স-৪০। এতে ৪০টি সংস্থা রয়েছে। কারিগরি, তেল ও গ্যাস, ব্যাঙ্ক বা আর্থিক সংস্থা-সহ ১০ শ্রেণির সংস্থা রয়েছে এর আওতায়। স্টক এক্সচেঞ্জের ভাইস প্রেসিডেন্ট অরিন্দম সাহা বলেন, “সূচকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ভোগ্যপণ্য সংস্থা ও ব্যাঙ্কগুলিকে। যে- সব সংস্থার মোট শেয়ারের কমপক্ষে ১০% বাজারে নিয়মিত কেনাবেচার জন্য ছাড়া, তারাই আছে এর আওতায়।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.