কাটোয়ায় ব্যবসায়ী খুন
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
দোকানে ঢুকে এক আলু ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ উঠল কাটোয়ায়। শনিবার স্টেশনবাজার চৌরাস্তার কাছে ঘটনাটি ঘটে। দোকানপাট বন্ধ হয়ে যায়। ওই ব্যবসায়ী রাজকুমার মণ্ডলকে (৪৫) বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। নিহত ব্যবসায়ীকে সমর্থক বলে দাবি করেছে তৃণমূল। আজ, ররিবার কাটোয়া শহরে তৃণমূল প্রতিবাদ সভাও করবে। তৃণমূলের বর্ধমান জেলা সভাপতি (গ্রামীণ) স্বপন দেবনাথের দাবি, “আমাদের সমর্থক ওই ব্যবসায়ীকে সিপিএম ও কংগ্রেসের সমাজবিরোধীরা খুন করেছে।” কাটোয়ার কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “ওই ব্যবসায়ীর সঙ্গে আমাদের কোনও রাজনৈতিক দ্বন্দ্ব ছিল না। তিনি অন্য কারণে খুন হতে পারেন।” সিপিএমের কাটোয়া জোনাল কমিটির সম্পাদক অঞ্জন চট্টোপাধ্যায় বলেন, “ভরা বাজারে দোকানে ঢুকে এক জন ব্যবসায়ীকে খুন করা হল। পুলিশ কী করছিল, তার জবাব আগে তৃণমূল দিক।” পুলিশ জানায়, ব্যবসা সংক্রান্ত কারণে ওই ব্যক্তি খুন হয়েছেন। তিন যুবক এসেছিল। তাদের মধ্যে এক জন রাজকুমারবাবুর বুকে গুলি করে। তার পর বোম ফাটিয়ে চলে যায়। দোকানের ভিতর সিসিটিভি-র ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (বর্ধমান গ্রামীণ) তরুণ হালদার জানান, দুষ্কৃতীদের খোঁজা হচ্ছে।
|
গোঘাটের বেঙ্গাই গ্রামের গৃহবধূ তাপসী মালিকের (৩১) ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতার বাবা মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। |