আজকের শিরোনাম
রাজ্যে মৃদু ভূমিকম্প
সন্ধ্যা সাতটা নাগাদ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় অনুভূত হয় মৃদু কম্পন। ভূমিকম্পের উত্সস্থল দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন। ভূপৃষ্ঠের ২৮ কিলোমিটার গভীরে এই ভূকম্পনের সৃষ্টি হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৩.৬। এক সেকেন্ড স্থায়ী হয়েছিল এই কম্পন। ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। বাংলাদেশেও অনুভূত হয় এই কম্পন।

ফের ইনফোসিসে নারায়ণমূর্তি
ফের একবার ইনফোসিসের দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন নাগাভারা রামারাও নারায়ণমূর্তি। আজ থেকে আগামী পাঁচ বছরের জন্য সংস্থার এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে থাকবেন তিনি। বর্তমান চেয়ারম্যান কে ভি কামাথের পরিবর্তে তাঁকে এই পদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার কর্তারা। ১৯৮১ সাল থেকে এই সংস্থা শুরু করেন নারায়ণমূর্তি। ১৯৮১-২০০২ পর্যন্ত সংস্থার সিইও পদে থাকেন তিনি। এরপর ২০০২-১১ পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব সামলান। ২০১১ সালে অবসর নেন। দেশের পাঁচটি প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থারগুলির মধ্যে প্রথমে টাটার পরেই দ্বিতীয় স্থান ছিল ইনফোসিসের। এই সাফল্যের পিছনে ‘মহীরুহ’ নারায়ণমূর্তিরই প্রভাব ছিল সবচেয়ে বেশি। কিন্তু বর্তমানে নানা রকম সমস্যার কারণে এই স্থান ছিনিয়ে নেয় কগনিজেন্ট। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে মন্দার প্রভাবও পড়ে এই সংস্থার উপর। তাই কার্যত সংস্থার উন্নতি ও কৌশলগত পরিবর্তনের জন্যেই ফের একবার নারায়ণেই ‘ভরসা’ করার কথা ভাবছে ইনফোসিস।

আবারও বাস ভাড়া বৃদ্ধির দাবি
গতকাল মধ্যরাতে পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গেই ফের বাস ভাড়া বৃদ্ধির দাবিতে সরব হল বাস মালিক সংগঠনগুলি। লিটার প্রতি পেট্রোলের দাম ৭৫ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি ৫০ পয়সা বাড়িয়েছে তেল সংস্থাগুলি। কলকাতায় বিভিন্ন করযুক্ত হয়ে তা দাঁড়িয়েছে যথাক্রমে ৯৪ পয়সা ও ৫৯ পয়সা। এর পরেই বাস ভাড়া বাড়ানোর জন্য চাপ দিতে শুরু করে সংগঠনগুলি। সাধারণ বাসের নুন্যতম ভাড়া ৭টাকা ও জওহরলাল নেহেরু মিশনের অধীনস্থ বাসগুলির নূন্যতম ভাড়া ৮টাকা বৃদ্ধির দাবি জানায় তারা। এই দাবি মানা না হলে ১৫ জুন থেকে ধর্মঘটের হুমকি দেয় বাস মালিকেরা।

পুরুলিয়ায় ল্যান্ডমাইন বিস্ফোরণ

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে জেলায় জেলায় রাজনৈতিক তরজা বৃদ্ধি পাচ্ছে। বিগত কয়েকদিন ধরেই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে পুরুলিয়া-বাঁকুড়ায় সিপিএম-তৃণমূল কাজিয়া চরমে পৌঁছেছে। আজ পুরুলিয়ার বরাবাজারে তৃণমূল জেলা সাধারণ সম্পাদক আদিত্য মল্লর বাড়ির সামনে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বিস্ফোরণে বাড়ির একাংশ ভেঙে পড়েছে। এই ঘটনার পিছনে মাওবাদীদের হাত রয়েছে বলে মনে করছেন অনেকে। ভোটের আগে আদিত্যবাবুকে তৃণমূল ছাড়ার জন্য হুমকি চিঠি দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের লোকজনের। ইন্ডিয়ান পিপলস লিবারেশন আর্মির নামে এই হুমকি চিঠি আসে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার পিছনে সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.