|
|
|
|
স্ট্যাম্প পেপারের আকাল |
কমিশনের নয়া নির্দেশে হাঁফ ছাড়ল সব দলই
নিজস্ব প্রতিবেদন |
নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের আকালের বিষয়টি জেনে অবশেষে নিজেদের আগেকার নির্দেশিকা বাতিল করল রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে জারি করা নতুন নির্দেশিকায় কমিশন জানিয়েছে, স্ট্যাম্প পেপার সঙ্কট থাকায় কমিশনের দেওয়া ঘোষণাপত্র প্রার্থীদের সই করে জমা দিলে চলবে। কমিশন জানিয়েছে, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, পেশা ও বাৎসরিক আয়, স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব, প্রার্থীর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা রয়েছে বা ছিল কি না এ সব তথ্যই নির্ভুল ভাবে দিতে হবে কমিশনের দেওয়া ঘোষণাপত্রে। তবে প্রার্থীকে সই করতে হবে পঞ্চায়েত নির্বাচন আধিকারিক বা অতিরিক্ত পঞ্চায়েত নির্বাচন আধিকারিক -এর সামনে। সেই সঙ্গে দু’জন সাক্ষীও প্রয়োজন, যাঁরা এলাকার ভোটার এবং যাঁরা ওই ঘোষণাপত্রে সই করবেন। নতুন ওই নির্দেশিকায় একই সঙ্গে গত ২২ মার্চ জারি করা তাদের নির্দেশিকাটি বাতিল করেছে কমিশন।
আগের নির্দেশিকায় বলা হয়েছিল, প্রার্থীকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে হলফনামা দিতে হবে। কিন্তু উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায়, শাসক থেকে বিরোধী দলসকলেই এর ফলে সমস্যায় পড়ে যায়। ত্রিস্তর পঞ্চায়েত ভোটে একেই বিপুল সংখ্যক প্রার্থী। তার উপরে সব জায়গাতেই কমবেশি স্ট্যাম্প পেপারের আকাল ছিল। মনোনয়ন-পর্ব শুরু হতেই সঙ্কট আরও বাড়বে আশঙ্কায় অনেক দল স্ট্যাম্প পেপার কিনে রেখেছিল।
দক্ষিণবঙ্গের যে ন’টি জেলায় ২ জুলাই ভোট, বুধবার থেকে তার মনোনয়ন পত্র তোলা শুরু হয়েছে। মঙ্গলবার রাতেই পূর্বের নির্দেশিকা বাতিল করে নতুন নির্দেশিকা পাঠায় কমিশন। তাতে বলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল ও পঞ্চায়েত দফতরের অফিসারেরা কমিশনের ২২শে মার্চের আদেশনামা অনুযায়ী হলফনামার ক্ষেত্রে গ্রামীণ অঞ্চলে নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের অপ্রতুলতার কারণে প্রার্থীদের অসুবিধার বিষয়টি কমিশনের নজরে এনেছেন। তাই পূর্বে প্রকাশিত আদেশনামাটি বাতিল করে নতুন আদেশনামা কমিশন জারি করল।
নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের জন্য আর প্রার্থীদের হন্যে হয়ে ঘুরে বেড়াতে হবে না। পশ্চিম মেদিনীপুরের জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে বলেন, “স্ট্যাম্প পেপারের আকাল দেখা দিতে পারে এই আশঙ্কায় প্রায় ৫০০ স্ট্যাম্প পেপার তুলে নিয়েছিলাম। অনেকেই এফিডেভিট করে নিয়েছে। কমিশন আগে সমস্যার কথা বুঝে এই নির্দেশ দিলে ভাল হত।”
কমিশনের নয়া নির্দেশিকা জারি হওয়ার আগেই শিলিগুড়ি আদালতে কম টাকার স্ট্যাম্প পেপার না মেলায় বিপাকে সাধারণ মানুষ। আইনজীবীদের একাংশের অভিযোগ, জলপাইগুড়ি বা দার্জিলিং আদালতে স্ট্যাম্প পেপারের অভাব নেই, কিন্তু শিলিগুড়িতে স্ট্যাম্প পেপারে কালোবাজারি হওয়া সমস্যার কারণ। শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন দার্জিলিঙের জেলাশাসককে চিঠি দিয়ে তা জানানোও হয়েছে। জেলাশাসক সৌমিত্র মোহন বলেন, “কালোবাজারি হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। স্ট্যাম্প পেপার সরবরাহ ঠিক রাখার জন্য পদক্ষেপও করা হয়েছে।”
|
উচ্চ মাধ্যমিকের ফল বেরোবে সোমবার |
এ বারের উচ্চ মাধ্যমিকের ফল ৩ জুন, সোমবার প্রকাশিত হবে। ওই দিনই সংসদের ৫১টি বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপসচিব (পরীক্ষা) মলয় রায় বুধবার জানান। এ বছর পরীক্ষা শুরু হয়েছিল ১৩ মার্চ, শেষ হয় ২৬ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা সাত লক্ষ ৭১ হাজার ৩৬০। সোমবার বেলা ১১টা থেকে ওয়েবসাইট এবং এসএমএস মারফত ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। সংসদ-সচিব অচিন্ত্য পাল জানান, সংসদের ওয়েবসাইটে এই সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। ফল জানা যাবে এই সব ওয়েবসাইটে:
http://wbchse.nic.in
http://wbresults.nic.in
http://results.banglarmukh.gov.in
www.calcuttatelephones.com
www.exametc.com
www.rediff.com/exams
results.sify.com
http://www.indiatimes.co.in
http://www.indiaresults.com
http://www.examresults.net
http://www.schools9.com
Clickcollegestreet.com
www.educationgetway.co.in
www.manabadi.com
এসএমএস মারফত ফল জানতে হলে WB12-এর পরে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৭৩৩৩, ৫৪২৪২, ৫৪৬৪৬, ৫৬৯৬৯, ৫৫০৭৭ (এয়ারটেল), ৫৫৪৫৬ (আইডিয়া), ৫৬৫০৫ (বিএসএনএল), ৫৬৫০৬ (রিলায়্যান্স), ৫৬৭৩০ (ভোডাফোন), ৫১২৩৪ (টাটা জিএসএম), ৫৩৩৩৩০০ (টাটা ডোকোমো), ৫৮৮৮৮, ৫৬৭৬৭৫০, ৫৬২৬৩, ৫৬৭৬৭৯৯৯ নম্বরে। |
|
|
|
|
|