টুকরো খবর
আদালতে হাজিরার নির্দেশ এডিএমকে
মারধরের ঘটনায় এক অতিরিক্ত জেলাশাসককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেন বিচারক। বুধবার ওই অতিরিক্ত জেলাশাসকের নামে সমন জারি করেন মেদিনীপুরের পঞ্চম বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সোমশুভ্র ঘোষাল। গত ৪ এপ্রিল রাতে এক গাড়ির মালিককে মারধরের অভিযোগ ওঠে অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) অরিন্দম দত্তের বিরুদ্ধে। অভিযোগ, বালি বহনকারী একটি ট্রাক্টর আটক করেছিল জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর। ওই গাড়িতে থাকা ক্যারিং অর্ডারটিও (সিও) কেড়ে নেওয়া হয় চালকের কাছ থেকে। পাশাপাশি, জরিমানাও করা হয়। খবর পেয়ে মৃণাল পাত্র নামে ওই গাড়ির মালিক অতিরিক্ত জেলাশাসকের কাছে এসে গাড়ি আটকানোর কারণ জানতে যান ও সিও ফেরত দেওয়ার দাবি জানান। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা হলে ওই ব্যক্তিকে মারধর করা হয় বলে অভিযোগ। ভূমি ও ভূমি সংস্কার দফতরের অবশ্য দাবি, সকালের সিও নিয়ে রাতে বেআইনিভাবে বালি তুলছিল ওই গাড়িটি। তা আটক করে জরিমানা করায় অফিসের মধ্যেই অতিরিক্ত জেলাশাসককে মারতে উদ্যত হন ওই ব্যক্তি। পরে সুবিচার চেয়ে মেদিনীপুর আদালতের দারস্থ হন গাড়ির মালিক। তাঁর আইনজীবী মৃণাল চৌধুরী বলেন, “অতিরিক্ত জেলাশাসক কেন মারধর করবেন? বুধবার এই বিষয়টিই তুলে ধরি। আদালত সমন জারি করেছে।” আগামী ৮ অগষ্ট অতিরিক্ত জেলাশাসককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

ক্রিকেটের উন্নয়নে সাহায্যের আশ্বাস
জেলায় ক্রিকেটের উন্নয়নে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিলেন সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। বুধবার মেদিনীপুরে এসে তিনি বলেন, “এখানে আমরা জায়গা চেয়েছিলাম। পাইনি। জায়গা পেলে ভাল ক্রিকেট স্টেডিয়াম হত। সিএবি-ই সব রকম সাহায্য করত।” তাঁর মতে, “জেলা থেকে ক্রিকেট প্রতিভা তুলে আনতে পরিকাঠামো গড়ে তোলা জরুরি।”
মাঠ দেখছেন বিশ্বরূপ দে। ছবি: রামপ্রসাদ সাউ। ক্রিকেট লিগের পুরস্কার বিতরণ
বুধবার মেদিনীপুরে এসে অরবিন্দ স্টেডিয়াম পরিদর্শন করেন বিশ্বরূপবাবু। স্টেডিয়ামে যে ক্রিকেট পিচ তৈরি হয়েছে, তা-ও ঘুরে দেখেন। আইপিএলের ধাঁচে মেদিনীপুরে বসেছিল আন্তঃজেলা ক্রিকেট লিগ। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই লিগেরই ফাইনাল ছিল বুধবার। তবে সকাল থেকে টানা বৃষ্টিতে স্টেডিয়ামে জল জমে যায়। বাতিল হয় খেলা। রিজার্ভ ডে ছিল না। তাই টসেই ফয়সালা হয়। চ্যাম্পিয়ন হয় বঙ্গশ্রী অ্যাথলেটিক ক্লাব। রানার্স গীতাঞ্জলি ক্লাব। দুপুরে রবীন্দ্র নিলয়ে এক অনুষ্ঠানে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে পুরস্কৃত করা হয়। জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আশিস চক্রবর্তী বলেন, “মেদিনীপুরে এমন ক্রিকেট লিগ এই প্রথম হল। লিগ ঘিরে উৎসাহ ছিল যথেষ্ট। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েই সিএবি-র কোষাধ্যক্ষ এসেছিলেন। ওঁকে কিছু সমস্যা জানিয়েছি। উনি সাহায্যের আশ্বাস দিয়েছেন। আমরা খুশি।”

তৃণমূল অফিসে পুড়ল খড়্গপুরে
সিপিএমের বিরুদ্ধে তৃণমূলের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে খড়্গপুর-২ ব্লকের পপরআড়া পঞ্চায়েতের কদম্বগেড়িয়াতে। তৃণমূল নেতা অজিত মাইতির অভিযোগ, “রাতে সিপিএমের দুষ্কৃতীরা স্থানীয় একটি দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়।” পার্টি অফিস জ্বালানোর অভিযোগে পুলিশ মদন জানা নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে। সিপিএমের মাদপুর জোনাল কমিটির সম্পাদক কামের আলি বলেন, “পার্টি অফিস পোড়ানোর ঘটনায় আমাদের কেউ জড়িত নয়। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে তৃণমূল।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ধর্ষণ, ধৃত কিশোর
এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ১৭ বছরের এক কিশোরকে গ্রেফতার করল পুলিশ। বুধবার খড়্গপুর লোকাল থানার টাঙাশোলে ঘটনাটি ঘটে। মঙ্গলবার রাতে চোদ্দ বছরের ওই কিশোরীকে ভুলিয়ে বাড়ি থেকে কিছুটা দুরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। অসুস্থ অবস্থায় কিশোরীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। কিশোরকে গ্রেফতার করা হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.