বাগানের নালায় পড়ে মারা গেল বাইসন। বুধবার সকালে ডুয়ার্সের নাগরাকাটা লাগোয়া কুর্তি চা বাগানে। বাগানের ১৮নম্বর সেকশনের একটি নালায় বাইসনটি পড়ে যায়। এ দিন ভোর নাগাদ বুনোটি ডায়নার জঙ্গল থেকে বেরিয়ে গাঠিয়া বাগান যায়। সেখানে থেকে ভগতপুর চা বাগানের ভেতর দিয়ে কুর্তি বাগানে ঢুকে পড়ে। জঙ্গলে ফেরার জন্য ছুটতে শুরু করলে নালায় পড়ে মারা যায়।
|
ওড়ার জন্য গতি সঞ্চয় করছিল বিমানটি। কলকাতা বিমানবন্দরের রানওয়ে বরাবর ছুটে যাচ্ছিল হুহু করে। হঠাৎ পাইলট দেখলেন, রানওয়েতে দাঁড়িয়ে একটি কুকুর। বিমান পরিবহণ বিশেষজ্ঞদের মতে, ওই গতিতে বিমানের সঙ্গে কোনও কিছুর ধাক্কা লাগলে বড় দুর্ঘটনার আশঙ্কা। বিপদ বুঝে স্পাইসজেটের ওই পাইলট গতি কমিয়ে আনেন। বেঙ্গালুরু ওড়ার মুখে থেমে যায় বিমান। কুকুরটি পালায়। কিছু পরে বিমানটি ওড়ে। বুধবার দুপুরের ওই ঘটনার জেরে নামার মুখে এয়ার ইন্ডিয়া, ইনডিগো ও স্পাইসজেটের তিনটি বিমানকে কিছু ক্ষণ চক্কর কাটতে হয়। প্রায় ১০ মিনিট বন্ধ রাখতে হয় প্রধান রানওয়ে। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর, কুকুর ধরার অভিযান চলছে। |