প্রয়াত তৃণমূল সাংসদ অম্বিকা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে হলে তৃণমূলকে ভোট না দেওয়ার অনুরোধ জানালেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।
অম্বিকাবাবুর মৃত্যুতেই আগামী ২ জুন হাওড়া সদর লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। সেই নির্বাচন উপলক্ষে বুধবার হাওড়ার উত্তর পাঁচলা মাঠে এক জনসভায় অম্বিকাবাবুর সঙ্গে তাঁর দলের ‘দূরত্ব’ তৈরি হওয়ার ইঙ্গিত দিয়ে সূর্যবাবু বলেন, “অম্বিকাবাবু খুবই সৎ ছিলেন। তিনি যদি আরও কিছু দিন বাঁচতেন, তা হলে তিনি তৃণমূলে থাকতেন না। এই উপনির্বাচনে যদি অম্বিকা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতেই হয়, তবে এই লোকসভা উপনির্বাচনে জোড়াফুলে ভোট দেবেন না।”
|
বক্তব্য রাখছেন সূর্যকান্ত মিশ্র। ছবি: সুব্রত জানা |
পাঁচলার ফাউন্ড্রি পার্ক এবং সাঁকরাইলে ফুড প্লাজা তাঁদের আমলেই তৈরি বলে দাবি করেন সূর্যবাবু। ওই দু’টি প্রকল্পের কথা তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর কটাক্ষ, “মুখ্যমন্ত্রী নিজের হাতজোড় করা একটা করে বোর্ড টাঙিয়ে দিলেই কি মানুষ ভাববে এ সব তৃণমূল তৈরি করেছে? মানুষ কি এতই বোকা?” উপনির্বাচনে বামপ্রার্থী শ্রীদীপ ভট্টাচার্যের সমর্থনেই এ দিনের জনসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ হান্নান মোল্লা, প্রাক্তন মন্ত্রী নরেন দে, প্রাক্তন ফব বিধায়ক ডলি রায় প্রমুখ। |