ইউনিয়নের দাবি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গ্র্যাচুইটির হার বৃদ্ধির পাশাপাশি বেতনের সঙ্গে সমস্ত ভাতার উপর পিএফ কাটার দাবি জানাল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। সম্প্রতি দিল্লিতে মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে বৈঠক করে তারা দশ দফা দাবি সনদ পেশ করে। এআইইউটিইউসির সাধারণ সম্পাদক শঙ্কর সাহা বলেন, “স্থায়ী কাজে চুক্তিতে নিয়োগ বন্ধের আর্জি জানিয়েছি।”
|
ইমামির যে সব ব্র্যান্ড একশো কোটি টাকার ব্যবসা করে, এ বার সেই তালিকায় ঢুকে পড়ল তাদের নবরত্ন কুল ট্যাল্ক। সংস্থার দাবি, এটি তাদের নবরত্ন পাওয়ার ব্র্যান্ডের অংশ। সাব-ব্র্যান্ড হিসেবে তালিকায় ঢুকে তা নজির গড়েছে। কর্তৃপক্ষ জানান, গত অর্থবর্ষে ৮০% ব্যবসা বাড়িয়েছে ওই পাউডার ব্র্যান্ড। চলতি বছরে অন্তত ২৫% বৃদ্ধির আশা।
|