একই রাতে একটি বাড়িতে তিন ভাড়াটিয়ার ঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটল রামপুরহাটের ৩ নম্বর ওয়ার্ডের ভিআইপিগলি সংলগ্ন এলাকায়। সোমবার রাতের এই চুরির ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে। পেশায় নলহাটি হরিপ্রসাদ হাইস্কুলের শিক্ষক রামতনু সাবুদ জানান, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ বাড়িতে ঢুকে দেখেন তাঁর ঘরের সমস্ত দরজা খোলা। আলমারির তালা ভাঙা এবং জিনিসপত্র ছড়ানো। খোঁজ করে দেখেন বাড়িতে রাখা তিনটে দামি ক্যামেরা, একটি হাত ঘড়ি, একটি গয়না নিয়ে পালিয়েছে। একই ভাবে বাড়ির অন্য দু’জন ভাড়াটিয়ার ঘরের তালা ভেঙে বহু মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়েছে দুষ্কৃতীরা মঙ্গলবারের এই চুরির ব্যাপারে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রামতনু সাবুদ। পুলিশ জানায়, চুরির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা যায়নি।
|
মাসিক টিকিটে এক্সপ্রেস কথা উল্লেখ না থাকার জন্য সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। অবিলম্বে তা সংশোধন করার দাবি জানাল রামপুরহাট মহকুমা পাসেঞ্জার অ্যাসোসিয়েশন। বুধবার দুপুরে সংগঠনের তরফে পূর্ব রেলের ডিভিশনাল ম্যানেজের কাছে রামপুরহাট স্টেশন ম্যানেজারের মাধ্যমে স্মারকলিপি জমা দেওয়া হয়। এ ছাডাও স্মারকলিপিতে রামপুরহাট স্টেশনে চার ও পাঁচ নম্বর প্লাটফর্ম তৈরির কাজ দ্রুত শুরু করার জন্য আবেদন জানানো হয়। সংগঠনের সম্পাদক সত্যব্রত ভট্টাচার্য ও সম্পাদক ঝন্টু সেনদের ক্ষোভ, “মাসিক টিকিটে এক্সপ্রেস না লেখা থাকার জন্য এক্সপ্রেস ট্রেনের নিত্য যাত্রীদের হয়রান হতে হচ্ছে।” রামপুরহাট স্টেশন ম্যানেজার অলোক কুমার বলেন, “তাঁদের দাবির বিষয়গুলি কর্তৃপক্ষের নজরে আনা হবে।”
|
কীটনাশক খেয়ে আত্মঘাতী হল দুবরাজপুরের বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পল্লবী মণ্ডল। বাড়ি দুবরাজপুর থানা এলাকার মঙ্গলপুর গ্রামে। মঙ্গলবার ভোরে সিউড়ি সদর হালপাতালে তার মৃত্যু হয়। সোমবার ওই ছাত্রীর মাধ্যমিকের ফল বেরিয়েছে। |