শিশু উদ্ধার আড়াল থেকে দেখছিলেন মা
সংবাদসংস্থা • বেজিং |
চার ইঞ্চির পাইপে আটকে থাকা শিশুটির অবস্থা এখন স্থিতিশীল। মাথায় চোট লেগেছে। হাতে-পায়েও কালশিটের দাগ। দ্রুত সুস্থ হবে বলে আশাবাদী চিকিৎসকেরা। কমোডের নীচে নিকাশি পাইপে সে কী ভাবে আটকে গিয়েছিল, তা স্পষ্ট নয়। কেউ তাকে ফেলে দিয়ে জল ঢেলে দিয়েছিল না কি শৌচাগারেই প্রসব হয়েছিল, তদন্ত করছে পুলিশ। মা’কে চিহ্নিত করা গিয়েছে। উদ্ধারকর্মীরা যখন পাইপ কেটে ওই সদ্যোজাতকে উদ্ধার করছিলেন, দূরে থাকতে পারেননি তার মা-ও। লুকিয়ে দেখেছেন উদ্ধারকাজ। জেরায় বছর বাইশের অবিবাহিত তরুণী জানিয়েছেন, প্রথম বিপদঘণ্টি তিনিই বাজান। পুলিশের কাছে ওই তরুণী কবুল করেছেন, গর্ভপাত করানোর মতো অর্থ না থাকায় লুকিয়ে শৌচাগারে প্রসব করতে বাধ্য হয়েছিলেন তিনি।
|
শীর্ষ তালিবান নেতা হত, দাবি
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
মার্কিন ড্রোন হামলায় তালিবানের অন্যতম শীর্ষ নেতা ওয়ালিউর রেহমানের মৃত্যু হয়েছে বলে দাবি করল সিআইএ। তালিবান জঙ্গি সংগঠনের তরফে অবশ্য ওয়ালিউরের মৃত্যুর কথা অস্বীকার করেছে। উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী এলাকা মিরানশাহে বুধবার সকালে আঘাত হানে মার্কিন ড্রোন। মৃত্যু হয় ছয় জঙ্গির। স্থানীয় সূত্রের খবর, মিরানশাহ এলাকা তালিবান ডেরা।
|
হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে সবে ঢুকেছেন তিনি। ঢুকেই মঞ্চ থেকে সোজা তলব, “জেসিকা স্যানচেজ কোথায়?” মার্কিন প্রেসিডেন্টের হাঁক শুনে সকলে তটস্থ! হঠাৎ এই মার্কিন গায়িকার খোঁজ কেন? ওবামা কিন্তু হেঁকেই চলেছেন, “জেসিকা কোথায়? আমি অবশ্য খুঁজছি জেসিকার আন্টিকে...ওই তো!’’ উদ্বেগের কারণটা খোলসা করে ওবামা নিজেই দেখালেন, তাঁর শার্টের কলারে লিপস্টিকের দাগ! ওবামার দাবি, কীর্তিটি জেসিকার আন্টির! “আমি এই নিয়ে মিশেলের সঙ্গে কোনও ঝামেলায় পড়তে চাই না, তাই আগেভাগেই আপনাদের সকলের সামনে ব্যাপারটা বলে রাখলাম!” মঙ্গলবারের ঘটনা। |