পদার্থ বিজ্ঞান বিষয়টা বরাবরই ভাল লাগে রুম্পার। বিষয়টিতে একশোয় একশোও পেয়েছে সে। স্বপ্ন বিষয়টি নিয়ে গবেষণার। কিন্তু মাধমিকে ভাল ফল করা সত্ত্বেও দুশ্চিন্তা কাটছে না নদিয়ার চাকদহের মদনপুর তেঘড়ি এলাকার বাসিন্দা রুম্পা গোস্বামীর। মদনপুর কেন্দ্রীয় আদর্শ বালিকা বিদ্যালয়ের এই ছাত্রীর প্রাপ্ত নম্বর ৬৪১ অর্থাত্ ৯১ শতাংশ। বাংলায় ৮৬, ইংরাজিতে ৯০, অঙ্কে ১০০, বাংলায় ৮৬, পদার্থ বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ৯৪ পেয়েছে সে। |
পড়াশোনার ফাঁকেই চলে ঠোঙা তৈরি। ছবি: সুদীপ ভট্টাচার্য। |
ইটের গাঁথনির ছোটো ঘরে থাকে মা-বাবা আর সে। বড় দিদি রিয়ার বিয়ে হয়ে গিয়েছে। বাবা অজয় গোস্বামী একটি কেজি স্কুলের দারোয়ান। মাসে হাজার টাকা রোজগার। মা ছায়া গোস্বামী সেলাই মেশিন চালিয়ে সামান্য আয় করেন। কিন্তু সেই টাকায় সংসার চলে না। তাই ভরসা ঠোঙা তৈরি। পড়ার ফাঁকে বাবাকে সেই কাজে সাহায্য করছেও রুম্পা। কীভাবে পড়াশোনা করত রুম্পা? রুম্পা বলে, “স্কুল থেকে অনেক সাহায্য পেয়েছি। ওঁদের সাহায্য ছাড়া এমন ফল অসম্ভব ছিল।” সে আরও জানায়, পদার্থ বিদ্যা নিয়ে গবেষণার ইচ্ছে রয়েছে। তাই একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাই। সরকারি সাহায্য পেলে পড়াশোনার সুবিধা হয়।”
|
তৃণমূল ও সিপিএমের সংঘর্ষে সোমবার রাতে উত্তেজনা ছড়ায় কৃষ্ণগঞ্জের ভাজনঘাট এলাকায়। গন্ডগোলে দু’পক্ষেরই ১০ জন সমর্থক জখম হন। যদিও কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পর সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে। উভয় দলই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানায়, গ্রামেরই এক যুবককে মারধরের ঘটনা পরে রাজনৈতিক আকার নেয়। সিপিএমের ভাজনঘাট শাখা কমিটির সম্পাদক নাসিরুদ্দিন মণ্ডল বলেন, “রাতে বাড়ির সামনে এক তৃণমূল সমর্থক মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল। তাকে তাড়িয়ে দেওয়া হয়। এতে গোঁসা তৃণমূলের। শাসক দলের পঞ্চায়েত সদস্য ও প্রধান দলবল নিয়ে আমাদের উপর চড়াও হয়। মারধর করে আমাদের।”
|
পঞ্চয়েত নির্বাচনের দিন ঘোষণা হতে না হতেই মুর্শিদাবাদ জেলা পুলিশ বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে নেমে পড়ল। সোমবার অভিযান চালিয়ে ৬টি থানা এলাকা থেকে মাসকেট ও পাইপগান মিলিয়ে মোট ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করে ৮ জনকে। মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “এই নিয়ে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত এ জেলায় ৩৫৪টি বেআইনি আগ্নেয়াস্ত্র, ৪৬৫ রাউন্ড গুলি, ১১০৭টি বোমা ও বোমা তৈরি রাসায়নিক দ্রব্য ৬২ কেজি বাজেয়াপ্ত করা হয়েছে। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে মোট ৫১১ জনকে গ্রেফতার করা হয়েছে।”
|
কর্মস্থল বহরমপুর থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে রানাঘাটে নিজের বাড়িতে যাওয়ার জন্য স্টেশন পৌঁছতে রিকশা ধরেছিলেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসার সুরজিত সাধুখাঁ। মঙ্গলবার ভোরে বহরমপুর শহরের ইন্দ্রপ্রস্থ এলাকার বাসা থেকে বহরমপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাসের কাছে ওই রিকশাটি পৌঁছতেই পিছন থেকে ধাক্কা মারে একটি লরি। ছিটকে পড়েন তিন জনই। বছর দশেকের মেয়ে মেঘা সাধুখাঁ ওরফে ফেরে স্তা ঘটনা স্থলে মারা যায়। বাবা-মা প্রাণে বেঁচেছেন। আই সি মোহাইমেনুল হক বলেন, “লরিটি আটক করা হয়েছে। চালক ধৃত।”
|
মহালন্দি গ্রামের বাসিন্দা জনি ঘোষ (১৭) মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। সোমবার তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান পরীক্ষায় অকৃতকার্য হয়েই আত্মঘাতী হয়েছে সে। অন্য দিকে, শ্রীমন্ত ঘোষ (১৬) নামে কান্দির কুমারসপ্ত এলাকার জামনা গ্রামের এক ছাত্রেরও দেহ মেলে ওই দিন। সে মামারবাড়ি থেকে পড়াশোনা করত। এ ক্ষেত্রেও পুলিশ জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়াতেই মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছে শ্রীমন্ত।
|
বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম হল দুই শিশু। নাম অর্পণ ঘোষ ও সুদাম ঘোষ। বাড়ি ধুবুলিয়ার পোলতা গ্রামে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে বাড়ি ফেরার পথে বোমাকে বল ভেবে হাত দেয় তারা। বোমা ফাটতেই এই বিপত্তি।
|
মঙ্গলবার সকালে ভীমপুরের স্বামীজি বিদ্যাপীঠের মাঠ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। ওই যুবককে উদ্ধার করে পুলিশ শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেছে। |