মারধরের নালিশ
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রামপুরহাট মহকুমা হাসপাতালে ন্যাহ্য মূল্যে ওষুধ দোকানের কর্মচারীদের মারধরের অভিযোগ উঠল হাসপাতালের দালালদের একাংশের বিরুদ্ধে। সোমবার এই ঘটনার জেরে ওষুধ দোকান বন্ধ করে দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতাল সুপারের কাছে কর্মীরা লিখিত ভাবে জানান। অভিযোগ, হাসপাতালের চিকিৎসকদের একাংশের সঙ্গে হাত মিলিয়ে দালালরা তাদের পছন্দের কোম্পানির ওষুধ লিখতে বাধ্য করাচ্ছেন। হাসপাতাল সুপার হিমাদ্রি হালদার বলেন, “দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশি টহল বাড়াতে বলা হয়েছে। এই ঘটনার বিষয়টি মহকুমাশাসকের নজরে আনা হবে।”
|
দুর্ঘটনায় জখম
নিজস্ব সংবাদদাতা • বোলপুর ও মহম্মদবাজার |
বোলপুরে উল্টে যাওয়া বাস।—নিজস্ব চিত্র। |
ঘণ্টাখানেকের ব্যবধানে মঙ্গলবার দু’টি দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতেরা বোলপুর মহকুমা ও সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। সাঁইথিয়া-বোলপুর রাস্তায়, তালতোড়া গ্রামের কাছে ও মহম্মদবাজারের ফুলকড়ি গ্রামের কাছে সাঁইথিয়া-মুরালপুর রাস্তায় এই দু’টি দুর্ঘটনা ঘটে। |