জামিন নাকচ বর্ধমান সানমার্গের কর্মীদের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অর্থলগ্নি সংস্থা বর্ধমান সানমার্গের গ্রেফতার হওয়া পাঁচ কর্মীকে ৬ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল বর্ধমান সিজেএম আদালত। মেয়াদ শেষে এক গ্রাহকের আমানতের টাকা না মেটানোর অভিযোগ পেয়ে সোমবার বর্ধমান শহরের ‘টক অফ দ্য টাউন’ ভবনে সংস্থার অফিসে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের ধরেছিল। তবে ওই অফিসে ভাঙচুরের অভিযোগে ধৃত ৪ মহিলা-১৯ জন এজেন্টের জামিন মঞ্জুর হয়েছে।
সোমবারই বর্ধমানের আনন্দপল্লির বাসিন্দা সুজিত দাস থানায় অভিযোগ করেন, গত ৯ এপ্রিল তাঁর আমানতের মেয়াদ উত্তীর্ণ হয়। তিনি ২৭ মে পর্যন্ত বারবার সংস্থার অফিসে গিয়েছেন। শেষে বলা হয়, আপাতত আমানতের টাকা ফেরত না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পুলিশের অনুমান, কয়েক কোটি টাকা আমানত আত্মসাৎ করা হয়ে থাকতে পারে। সংস্থার কর্ণধার সৌম্যরূপ ভৌমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন সুজিতবাবু। বর্ধমান থানার আইসি দিলীপকুমার গঙ্গোপাধ্যায় জানান, সৌম্যরূপবাবুর খোঁজ চলছে। সংস্থার অফিস এ দিনও বন্ধ ছিল। ধৃত এজেন্টদের আইনজীবী বিশ্বজিৎ দাস বলেন, “পুলিশ ধৃত এজেন্টদের হেফাজতে নিতে না চাওয়ায় বিচারক ওঁদের জামিন মঞ্জুর করেছেন।”
|
চার্জ গঠন হল কাটোয়া ধর্ষণে
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
ট্রেনে ডাকাতির সময়ে মহিলাকে ধর্ষণের মামলার চার্জ গঠন হল কাটোয়ার ফাস্ট ট্র্যাক আদালতে। ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাটোয়া-আমোদপুর লাইনে পাঁচুন্দি ও গোমাই স্টেশনের মাঝে ওই ঘটনা ঘটেছিল। তাঁর ১১ বছরের মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে ট্রেন থেকে নামিয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন এক মহিলা। গত বছর ৩০ মে চার্জশিট দেয় পুলিশ। আট অভিযুক্তের মধ্যে এখনও পর্যন্ত সাত জন গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মূল অভিযুক্ত-সহ চার জনকে শনাক্তও করেছেন অভিযোগকারিণী। আগামী ৩১ মে সাক্ষীদের শুনানির দিন জানানো হবে।
|
কোথায় কী
বর্ধমান
চলচ্চিত্র উৎসব। ছবির নাম- স্পার্টাকাস। সংস্কৃতি লোকমঞ্চ। সন্ধ্যা পৌনে সাতটা।
উদ্যোগ: বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্র। চলবে ২৯ মে পর্যন্ত। |