পুলিশকে মারের অভিযোগে গ্রেফতার ন’জন
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
জুয়ার ঠেক ভাঙতে গিয়ে এক সিভিক পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ মোট ৯ জনকে গ্রেফতার করল। মঙ্গলবার রাতে এসবি মোড়ে জুয়ার ঠেক চলার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। অভিযোগ, সেই সময় এক সিভিক পুলিশকর্মীকে মেরে চোয়াল ভেঙে দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ বাহিনী গিয়ে রাতেই এলাকায় তল্লাশি চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে। পরে পুলিশ তল্লাশি চালিয়ে আরও ৪ জনকে ধরে। বুধবার ধৃত ৯ জনকে আদালতে তোলা হলে বিচারক ৭ জনকে জেল হাজতে পাঠান। বাকি দু’জনের পুলিশ হেফাজত হয়। ওই দু’জনকে জিজ্ঞাসাবাদ করে আর কেউ জড়িত কিনা, তা জানার চেষ্টা করা হবে। এ দিকে সিভিক পুলিশকর্মীটি আক্রান্ত হওয়ার সময় সেখানে একটি পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। সেখানে এক এএসআই-সহ তিন পুলিশ কর্মী থাকার কথা। কিন্তু তদন্তে পুলিশ জানতে পারে, সেই সময় ওই পুলিশ কর্মীরা সেখানে ছিলেন না। স্টেশন রোডের রাস্তায় বিভাগীয় কাজের বাইরের কোনও কাজে যুক্ত ছিলেন। কোকওভেন থানা সূত্রে জানা গিয়েছে, ওই এএসআইয়ের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কর্তব্যের গাফিলতির অভিযোগ আনা হয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, শাস্তি হিসাবে আপাতত এক মাসের জন্য ওই এএসআইকে থানার ভিতরের কাজে বহাল করা হবে।
|
সিপিএম অফিস ভাঙচুরের নালিশ
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
সিপিএমের অঞ্চল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল অন্ডালের কাজোড়া গ্রামে। দলের দামোদর-অজয় জোনাল কমিটির সম্পাদক তুফান মণ্ডলের দাবি, মঙ্গলবার দুপুরে কাজোড়া গ্রামের ধীবরপাড়ার বাসিন্দা মাগা ধীবর তাঁদের দলীয় কার্যালয়ে ঢিল ছুড়ে জানালার কাঁচ ভেঙে দেয়। দলীয় পতাকাও নামিয়ে দেয়। তবে সমর্থকেরা তাকে ধরে ফেলেন। অন্ডাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাগাবাবুকে আটক করা হয়েছে।
|
ট্রেনের ধাক্কায় মৃত
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। রেলপুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পুরুলিয়া-বর্ধমান লোকাল ট্রেন যাওয়ার সময়ে রানিগঞ্জ ইস্ট কেবিনের কাছে লাইন পেরোনোর চেষ্টা করছিলেন উত্তর ২৪ পরগনার বাসিন্দা অমিত অগ্রবাল (২৫)। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
|
কোথায় কী
জামুড়িয়া
নজরুল মেলা। চুরুলিয়া। চুরুলিয়া নজরুল অ্যাকাডেমি।
নজরুল মেলা। ছত্রিশগন্ডা। ছত্রিশগন্ডা মেলা কমিটি। |