টুকরো খবর
খুন তৃণমূলকর্মী
বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সোমবার গোকর্ণ বাজারে সাত সকালে দুষ্কৃতীদের ছোঁড়া বোমা ও গুলিতে মৃত্যু হয়েছে আকবর শেখ (৪৫) নামে এক ব্যক্তির। মৃতের বাড়ি কান্দির কুমারসন্ত এলাকায়। পুলিশ জানায়, অভ্যাসবশত এ দিন সকালে গোকর্ণ বাজারে চা খেতে গিয়েছিল আকবর শেখ। হঠাত্‌ জনা চারেকের একটি সশস্ত্র দুষ্কৃতী দল তাঁর উপর চড়াও হয়। পর পর দু’টি বোমা ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে। পরে খুব কাছ থেকে বুক ও পিঠে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। মৃতের স্ত্রী নৌমুন্নেসা বিবি বলেন, “আমার স্বামী তৃণমূল করত। পঞ্চায়েত ভোটে প্রার্থী হওয়ার কথাও ছিল। তাই কংগ্রেস খুন করল।” জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক উজ্জ্বল মণ্ডল বলেন, “গোকর্ণ দক্ষিণ অঞ্চলের সভাপতি ছিলেন আকবর। ওর নেতৃত্বে ওই এলাকায় দল ক্রমশ শক্তিশালী হয়ে উঠছিল। তাই ক্ষমতা হারানোর ভয়ে কংগ্রেসীরা আকবরকে এ ভাবে খুন করল।” অভিযোগ উড়িয়ে দিয়ে কান্দি মহকুমা কংগ্রেসের সভাপতি দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, ‘‘মিথ্যা অভিযোগ। ভোটের আগে এলাকায় অশান্তি ছড়াতে শাসক দল নোংরা খেলা খেলছে।” পুলিশ অবশ্য এই খুনের পিছনে অন্য রহস্য খুঁজছে। পুলিশ সূত্রের খবর, এক বছর আগে গফুর শেখ নামে এক যুবক খুন হন। সেই খুনে মূল অভিযুক্ত ছিল আকবর শেখ। এত দিন পালিয়ে বেড়ানোর পর সে দিন কয়েক আগে বাড়ি ফেরে। বদলা নিতে তাই এ দিন তাকে খুন করা হয়েছে। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “খুনের বদলা নিতেই আকবরকে খুন করা হয়েছে।”

আছড়ে কন্যা-খুন, কারাদণ্ড
নিজের দেড় মাসের শিশুকন্যাকে আছড়ে মারার অভিযোগে বাবা মজিবর শেখকে সোমবার দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন জঙ্গিপুরের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক সোমেশ প্রসাদ সিংহ। গত বছর ৫ ফেব্রুয়ারি রাতে রঘুনাথগঞ্জ থানার মঙ্গলজন গ্রামের মাঠপাড়ায় এই ঘটনা ঘটে। স্ত্রী রেবিনা বিবির আনা অভিযোগে পরদিনই পুলিশ গ্রেফতার করে মজিবরকে। সেই থেকে জেল হেফাজতে রেখে বিচার চলছিল তার। সরকারি আইনজীবী বামনপ্রসাদ বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘ঘটনার দিন রাতে দেড় মাসের ওই শিশুকন্যাকে নিয়ে মা শুয়েছিলেন ঘরে। পাশেই ঘুমিয়েছিলেন বাবাও। অসুস্থ শিশুকন্যাটি কাঁদছিল। ঘুমের ব্যাঘাত ঘটায় মজিবর ঘুমন্ত শিশুকন্যাকে বিছানা থেকে তুলে আছড়ে মেরে ফেলেন।শিশুটিকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। ঘটনার পরপরই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠায় বাড়ি ছেড়ে পালায় মজিবর। স্ত্রী রেবিনা বলেন, ‘‘ হাসপাতালে শিশুর চিকিসার জন্য টাকার প্রয়োজন বলে কৌশলে স্বামীকে ডেকে এনে ধরিয়ে দিই। সোমবার স্বামী সাজা পাওয়ায় আমি খুশি।’’ আদালতে অবশ্য স্বামীর সাজা শুনতে হাজির হননি রেবিনা। তাঁর কথায়,‘‘ ওই রকম স্বামীর মুখ দর্শন করাও পাপ।’’

চিলিং প্ল্যান্টে চুরি
চুরি হয়ে গেল কিষান মিল্ক ইউনিয়নের ফুলিয়ার ‘চিলিং প্ল্যান্টের’ বেশ কিছু যন্ত্রাংশ। বৃহস্পতিবার সংস্থার ম্যানেজিং ডিরেক্টর উত্‌সব চট্টোপাধ্যায় শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রের খবর, বছর খানেক ধরে বন্ধ ছিল প্ল্যান্টটি। কিছু দিন ওই প্ল্যান্টে চুরি হচ্ছিল। বৃহস্পতিবার সংস্থার কর্তারা এসে দেখেন পিছনের দরজা ভেঙে বেশ কিছু যন্ত্রাংশ লুঠ করেছে দুষ্কৃতীরা। পুলিশ তদন্ত শুরু করেছে।

ধাক্কাধাক্কিতে জখম ৪
বিএসএফের চাকরির জন্য লাইনে এসে ঠেলাঠেলিতে জখম হয়েছেন চার যুবক। আহতরা কল্যাণীর জেএনএম ও বড়জাগুলিয়া গ্রামীণ হাসপাতালে চিকিত্‌সাধীন। যদিও তাঁদের আঘাত তেমন গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রের খবর। পুলিশ জানায়, সোমবার ভোরেই হাজার হাজার চাকরিপ্রার্থী যুবক কল্যাণী মোড়ের বিএসএফ ক্যাম্পের গেটে ভিড় জমান। গেট খুলতেই ঠেলাঠেলি শুরু হয়। ভিড়ে জখম হন চার যুবক।

ব্যাঙ্কে চুরি
টাকা চুরির ঘটনা ঘটল রঘুনাথগঞ্জ শহরের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখা থেকে। সোমবার দুপুরে ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারে টাকা পয়সা লেনদেন চলার সময়ই কাউন্টারের ভিতর থেকে কেউ টাকা হাতিয়ে নেয়। ব্যাঙ্ক ম্যানেজার অলেখচন্দ্র দাস বলেন, ‘‘থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে থানায়।’’

দেহ উদ্ধার
বাড়ির অদূরের একটি আমবাগান থেকে এক আদিবাসী মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। নাম কালীদাসী দুর্লভ (৭৯)। বাড়ি কৃষ্ণগঞ্জের মাটিয়ারি এলাকায়। ওই মহিলা বাড়িতে একা থাকতেন। ভিক্ষা করে দিন কাটত তাঁর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.