টুকরো খবর |
সিবিএসই-তে কৃতী সৌম্যজিৎ, আইভি
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
মাধ্যমিকের সঙ্গে সোমবার সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশেও মান রাখল জেলা। হলদিয়ায় দুই কৃতী সৌম্যজিৎ ভট্টাচার্য ও আইভি মাজি যথাক্রমে ৯৭.২ শতাংশ ও ৯৭ শতাংশ পেয়েছেন। সৌম্যজিৎ ভারতীয় বিদ্যাভবনের ছাত্র। আইভি কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রী। সৌম্যজিতের আদত বাড়ি কলকাতার লেক টাউনে। বাবা সুরজিৎ ভট্টাচার্য পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার। বছর খানেক আগে হলদিয়া পেট্রোকেমিক্যাল ছেড়ে নাইজেরিয়ায় গিয়েছেন। মা মৌসুমীদেবীর সঙ্গে এখনও হলদিয়া উপনগরীতেই থাকেন সৌম্যজিৎ। |
|
|
আইভি মাজি |
সৌম্যজিৎ ভট্টাচার্য |
|
ইঞ্জিনিয়ার হতে চান বলে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের সঙ্গেই কেন্দ্রের ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন সৌম্যজিৎ। আইআইটি-র জয়েন্টের জন্য প্রস্তুতি চলছে। সৌম্যজিতের কথায়, “পড়ার জন্য নির্দিষ্ট সময় ছিল না। যখন ভাল লাগত পড়তাম। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে আছে।” হিন্দুস্তান পেট্রোলিয়াম হাউসিং কমপ্লেক্সের বাসিন্দা আইভি মাজির বাবা অজয়বাবু পেশায় ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ার। মেধাবী ছাত্রী আইভি আগে মুম্বইয়ে থাকলেও সপ্তম শ্রেণি থেকে এই কেন্দ্রীয় বিদ্যালয়েই পড়ছেন। কেমিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন আইভি। আইআইটি-র প্রবেশিকায় বসবেন অবশ্যই। এ ছাড়াও ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন। আইভি বলেন, “খুব ভাল লাগছে। নির্দিষ্ট সময় ধরে না হলেও রাতে পড়তাম।”
|
শ্রমিকদের জুলুম, ব্যবসা বন্ধ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
এআইটিইউসি শ্রমিক সংগঠনের বিরুদ্ধে জুলুমের অভিযোগ তুলে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা বন্ধ করল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পুরাতন বাজারের ব্যবসায়ীরা। এ দিন সকালে দোকান বন্ধ রেখে ৬ নম্বর জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। পাঁশকুড়া পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক শেখ মতলেব অভিযোগ করেন, “সিপিআই-এর শ্রমিক সংগঠন এআইটিইউসি-র নেতৃত্বে শ্রমিকরা পাঁশকুড়া পুরাতন বাজারে ব্যবসায়ীদের মালপত্র ওঠানো-নামানোর সময় নির্ধারিত পারিশ্রমিক ছাড়াও নানা ভাবে অর্থ আদায় করছে। এর ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিছুদিন আগে এর প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকে শ্রমিকরা মারধর করেছিল। এর প্রতিবাদেই এ দিন ব্যবসা বন্ধ পালন করা হয়।” সিপিআই’এর পাঁশকুড়া জোনাল কমিটির সম্পাদক তথা এআইটিইউসি নেতা অমল দে অবশ্য পাল্টা অভিযোগ করে বলেন, “পাঁশকুড়া পুরাতন বাজারের ব্যবসায়ীদের মালপত্র ওঠানো-নামানোর কাজে নিযুক্ত শ্রমিকদের প্রতি তিন বছর অন্তর পারিশ্রমিক বাড়ানোর কথা। কিন্তু ২০০৭ সাল থেকে শ্রমিকদের পারিশ্রমিক বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীরা চুক্তি করতে রাজি হয়নি। ফলে প্রায় ৩০০ শ্রমিকের পারিশ্রমিক বাড়েনি। হামলার অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যেপ্রণোদিত।”
|
মাঠে বধূর দেহ
নিজস্ব সংবাদদাতা • কাশীপুর |
মাঠ থেকে বধূর দেহ উদ্ধার হয়েছে কাশীপুরে। পুলিশ জানিয়েছে, ওই বধূর নাম মনজুড়া মাহাতো(৩২)। বাড়ি কাশীপুর থানার নারায়ণগড় গ্রামে। সোমবার সকালে গ্রামের বাইরের মাঠ থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। মৃত বধূর পরিবার স্বামীর বিরুদ্ধে মনজুরাকে খুনের অভিযোগ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রী একসঙ্গে মাঠে চাষের কাজে গিয়েছিলেন। সেই সময়ে দু’জনের মধ্যে বিবাদ বাধে। অভিযোগ, কোদাল দিয়ে কুপিয়ে মনজুড়াকে খুন করেন স্বামী মধুসূদন মাহাতো। ঘটনার পর থেকেই তিনি পলাতক।
|
স্মারকলিপি |
বিএডের ভর্তি সংক্রান্ত চার দফা দাবিতে সোমবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তীকে স্মারকলিপি দিল বিএড সংগ্রাম কমিটি। কমিটির অভিযোগ, জেলায় বিএড কলেজের সংখ্যা কম থাকায় আসন সংখ্যাও সীমিত। আর তাই বিএড কলেজগুলি প্রতি বছরই ভর্তির সময় ফি বৃদ্ধির দাবি জানায়। সমস্যা মেটাতে হবে। |
|