|
|
|
|
চিকিৎসক হতে চায় অঙ্ক-পাগল পবিত্র |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
অঙ্ক প্রিয় বিষয় হলেও জীবনবিজ্ঞান নিয়েই পড়াশোনা করতে চায়। কারণ চিকিৎসক হওয়াই লক্ষ্য পবিত্র
|
পবিত্র প্রামাণিক।
|
প্রামাণিকের। এ বার মাধ্যমিকে ৬৭৪ নম্বর পেয়ে মেধা তালিকায় সম্ভাব্য সপ্তম সে। তমলুক শহর লাগোয়া নিশ্চিন্তবসান গ্রামের ছেলে পবিত্র নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। তমলুকের একটি বেসরকারি প্রাথমিক স্কুলে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ার পর নরেন্দ্রপুরে ভর্তি হয়েছিল। বাংলায় ৯০, ইংরাজিতে ৯৬, অঙ্কে ১০০, ভৌতবিজ্ঞােনে ১০০, জীবনবিজ্ঞানে ৯৪, ভূগোলে ৯৬ ও ইতিহাসে ৯৮ পেয়েছে সে। অঙ্কে পুরো ১০০ পেয়ে খুশি পবিত্র জানায়, এটাই তার প্রিয় বিষয়। তবে জীবনবিজ্ঞান নিয়ে পড়তে চাই। বড় হয়ে ডাক্তার হতে চাই। অবসর সময়ে গোয়েন্দা গল্প পড়া ও টিভি দেখাটাই একমাত্র শখ। আদতে হাওড়া জেলার শ্যামপুরের কুলটিকরি গ্রামের বাসিন্দা পবিত্রর বাবা তপন প্রামাণিক ও মা শেফালিদেবী প্রাথমিক স্কুলে পড়ান। কর্মসূত্রেই এখন তমলুকের স্থায়ী বাসিন্দা তাঁরা। শেফালীদেবী বলেন, “ভাল ফল করবে আশা করেছিলাম। মেধা তালিকায় স্থান পাওয়ায় খুশি।” |
|
|
|
|
|