একবালপুরে একটি খুনের ঘটনার এক বছর পরে এক অভিযুক্তকে বিহারের জামুই থেকে গ্রেফতার করল কলকাতার গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষ সোমবার জানান, এলাকায় হেরোইন বিক্রির প্রতিবাদ করতে গিয়ে শেখ লাল নামে এক যুবক গত বছর খুন হন। ওই ঘটনায় ১২ জনের নামে এফআইআর দায়ের হয়। সম্প্রতি পুলিশ জানতে পারে, ঘটনায় অন্যতম অভিযুক্ত ফিরোজ আলম ওরফে কানা সঞ্জয় জামুইতে আশ্রয় নিয়েছে। জামুই থানার পুলিশের সাহায্যে ২৪ মে তাকে গ্রেফতার করে জামুই জেলা আদালতে পেশ করা হয়েছিল। চার দিনের ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় আনা হয়। সোমবার ফিরোজকে আদালত ৫ জুন পর্যন্ত পুলিশি হেফাজত দেয়।
|
নিউ টাউনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবিত স্কুলের জন্য জমির দাম অর্ধেক করে দিল রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সল্টলেকে সিটি সেন্টারের কাছে একটি স্কুল গড়ার জন্য বামফ্রন্টের আমলে সৌরভকে জমি দেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয়দের আপত্তিতে স্কুল তৈরির কাজ শুরু হয়নি। তার পরে নিউ টাউনে জমি চেয়ে আবেদন করেন সৌরভ। হিডকো-কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী ওই জমির দাম ১০ কোটি ৯৮ লক্ষ টাকা। পালাবদলের পরে নয়া সরকারের কাছে ওই জমির দাম কমানোর আর্জি জানান সৌরভ। সোমবার মন্ত্রিসভার বৈঠকে ওই জমির দাম পাঁচ কোটি ৪৯ লক্ষ টাকা করার সিদ্ধান্ত হয়। তবে প্রতি বছর ২৫% আসন গরিব পড়ুয়াদের জন্য সংরক্ষিত রাখতে হবে। সম্পূর্ণ বিনা খরচে তাদের শিক্ষার ভার নিতে হবে স্কুলকেই।
|
প্যাকিং বাক্সের মতো একটি বাক্স পড়েছিল বিমানবন্দরে নতুন টার্মিনালের ভিতরে। টার্মিনালের একটি অ্যারাইভাল গেটের সামনে সোমবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বেশ কিছুক্ষণ বাক্সটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পরে নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেলেন সেটিকে। বোমা থাকতে পারে এই আশঙ্কায় প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ডেকে এনে পরীক্ষা করা হয়। শেষমেশ বাক্স থেকে মেলে বিস্কুট আর স্যান্ডউইচ। |