দাম বাড়ল সাধারণ মানের কয়লার
সংবাদসংস্থা • কলকাতা |
সাধারণ মানের কয়লার দাম গড়ে ১০% বাড়াল কোল ইন্ডিয়া। এর আওতায় পড়ছে ৬-৭ গ্রেডের কয়লা। একই সঙ্গে তুলনায় উঁচু মানের কয়লার দাম কমছে গড়ে ১২%। আন্তর্জাতিক বাজারে দাম কমার সঙ্গে তাল মিলিয়েই উঁচু মানের (২-৪ গ্রেড) কয়লার দাম কমলো। মঙ্গলবার থেকেই চালু হচ্ছে নতুন দাম। বিএসই-কে পাঠানো এক বিবৃতিতে কোল ইন্ডিয়া এ কথা জানিয়েছে।
|
থ্রি-জি নিয়ে জবাব তলব আদালতের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
লাইসেন্স না-থাকায় দিল্লি হাইকোর্ট আইডিয়া সেলুলারকে বেশ কিছু সার্কেলে নতুন করে কাউকে থ্রি-জি সংযোগ দিতে বারণ করলেও, ওই নির্দেশ তারা মানছে না বলে আদালতে আবেদন করেছিল কেন্দ্রীয় টেলিকম দফতর (ডট)। সোমবার আইডিয়া ও তার চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার কাছে সেই অভিযোগেরই জবাব চাইল দিল্লি হাইকোর্ট। তা জমা দিতে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ৫ অগস্ট ফের শুনানি হবে। আইডিয়ার দাবি, গত ১২ এপ্রিল পশ্চিমবঙ্গ, কলকাতা-সহ বিভিন্ন সার্কেলে নয়া সংযোগ না-দিতে আদালতের নির্দেশ মেনে চলছে তারা।
|
আবাসনে অ্যালকেমিস্ট
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
রাজ্যের আবাসন ব্যবসায় পা রাখছে অ্যালকেমিস্ট গোষ্ঠী। সংস্থার দাবি, মধ্যবিত্তের চাহিদার কথা ভেবে বেঙ্গল-দুর্গাপুর এরোট্রোপলিস প্রকল্প এলাকায় ২০ একর জমি কেনা হবে। লক্ষ্য, পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, অসম, ঝাড়খণ্ড, ওড়িশাবাসীরা যাতে সাধ্যের মধ্যে বাড়ি তৈরি করতে পারেন। |