টুকরো খবর
তিন দিন ঘরে বন্দি প্রতিবন্ধী, উদ্ধারে পুলিশ
তিনদিন ধরে ঘরবন্দি হয়ে পড়েছিলেন দুর্গাপুরের সগরভাঙার প্রতিবন্ধী বয়স্ক মানুষটি। তাঁর স্ত্রী গিয়েছেন কলকাতায়, চিকিৎসা করাতে। বাড়ির দরজা, জানালাও সব বন্ধ ছিল। পরে সোমবার খবর পেয়ে ওই প্রতিবন্ধী, রবীন্দ্রনাথ মণ্ডলকে উদ্ধার করে তাঁর চিকিৎসার ব্যবস্থা করে দুর্গাপুরের কোকওভেন পুলিশ। পুলিশ জানায়, সগরভাঙার পি ব্লকের একটি আবাসনে থাকতেন ওই দম্পতি। রবীন্দ্রনাথবাবুর একটি পা নেই। মেয়ের বিয়ে হয়েছে দমদমে। দিন তিনেক আগে তাঁর স্ত্রী কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালে ভর্তি হয়। ফলে বাড়িতে একাই ছিলেন রবীন্দ্রনাথবাবু। সোমবার দুপুরে তাঁর পড়শিদের কাছে পুলিশ খবর পায়, ওই ব্যক্তি তিন দিন ধরে ঘরবন্দি।

পড়ে রয়েছেন বৃদ্ধ। নিজস্ব চিত্র।
তখন পুলিশ গিয়ে মই লাগিয়ে তিন তলায় উঠে জানালা গিয়ে তাঁর ঘরের দরজা খোলেন। স্থানীয় নার্সিংহোমের এক চিকিৎসককেও সঙ্গে নিয়ে গিয়েছিল পুলিশ। তিনি জানান, না খেয়ে দুর্বল হয়ে পড়েছেন রবীন্দ্রনাথবাবু। প্রয়োজনীয় ওষুধ ও পথ্য দেওয়া হয় তাঁকে। খবর পাঠানো হয়েছে তাঁর মেয়েকেও। সোমবার রাতেই মেয়ের আসার কথা বলে জানিয়েছে পুলিশ।

শ্রমিক-মৃত্যুতে তদন্ত কমিটি
চিত্তরঞ্জন রেল কারখানায় কর্মরত পাঁচ ঠিকা শ্রমিকের তড়িদাহত হওয়ার কারণ খুঁজতে একটি তদন্ত কমিটি গড়লেন রেল কর্তৃপক্ষ। কারখানার জনসংযোগ আধিকারিক মন্তার সিংহ জানান, সংস্থার চার আধিকারিককে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। সোমবার থেকে তদন্তের কাজও শুরু হয়েছে। রবিবার সকালে ওই কারখানার ৫ নম্বর মেন শপে ‘ওভারহেড ক্রেন ও গার্ডার’ রঙ করার কাজ করছিলেন ঝাড়খন্ড থেকে আসা ১৩ জন ঠিকাশ্রমিক। উচ্চ ভোল্টের বিদ্যুৎপরিবাহী তারে পাঁচ জন তড়িদাহত হন। মারা যান দু’জন। বাকি তিন জন এখনও চিকিৎসাধীন। কারখানা ও হাসপাতাল চত্বর জুড়ে ব্যাপক শ্রমিক বিক্ষোভ হয়। দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ করেন শ্রমিকেরা।

মাদক রোধে অভিযান
দলীয় অনুগামীদের নিয়ে কুলটির লছিপুর এলাকায় সোমবার মাদকবিরোধী অভিযান চালালেন পুরসভার উপ-পুরপ্রধান বাচ্চু রায়। তাঁর অভিযোগ, স্থানীয় কয়েকটি যৌনপল্লিতে বেশ কিছু বহিরাগত এসে প্রতিদিন মাদকের ব্যবসা করছে। এ দিন তিনি কয়েক জন মাদককারবারীকে হাতে নাতে ধরে ফেলেন বলে জানিয়েছেন। নিয়ামতপুর ফাঁড়ির পুলিশও ঘটনাস্থলে আসে। বেশ কয়েক জন বহিরাগতকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।

আক্রান্ত পুলিশ
জুয়ার ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ দুর্গাপুরে কোকওভেন থানার এসবি’র মোড়ের ঘটনা। অভিযোগ, এক পুলিশকর্মীকে মেরে চোয়াল ভেঙে দেওয়া হয়। ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ও টাকার ব্যাগ। এর পর কোকওভেন থানা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী গিয়ে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করে। জুয়ার ঠেক থেকে বেশ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। আহত বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।

ডাম্পারে আগুন
বিদ্যুতের তার থেকে আগুন লেগে গেল ডাম্পারে। সোমবার তামলা বস্তি ময়দানে ঘটনাটি ঘটে। পরে দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। হতাহতের কোনও খবর নেই। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় ময়দানের কাছে ফাঁকা ডাম্পারে বিদ্যুতের উচ্চ পরিবাহী তার লেগে সর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়। পরে দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আধঘন্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে।

কোথায় কী

দুর্গাপুর

কবি প্রণাম। নিবেদিতা কলামঞ্চ। সন্ধ্যা সাড়ে ৬টা।
উদ্যোগ: দুর্গাপুর বিবেকানন্দ ভাব সমাজ।

জামুড়িয়া

নজরুল মেলা। চুরুলিয়া। উদ্যোগ: চুরুলিয়া নজরুল অ্যাকাডেমি।

নজরুল মেলা। ছত্রিশগন্ডা। উদ্যোগ: ছত্রিশগন্ডা মেলা কমিটি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.