কর্মিসভার মঞ্চে উঠে সিপিএমের দিনহাটার জোনাল সম্পাদকের মাথায় লাঠির বাড়ি মারার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। রবিবার রাতে কোচবিহারের ব্রহ্মানির চৌকি এলাকায় তেঁতুলতলা প্রাথমিক বিদ্যালয়ে বামফ্রন্টের ওই কর্মিসভা হচ্ছিল। সিপিএমের অভিযোগ, দিনহাটার জোনাল সম্পাদক তারাপদ বর্মন যখন বক্তব্য রাখছিলেন, তৃণমূল সমর্থকেরা মিছিল করে সেখানে যান। তারাপদবাবুর মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। আরও ৮ জন বামফ্রন্ট সমর্থককেও মারধর করা হয়। তারাপদবাবুকে দিনহাটা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দিনহাটার বিধায়ক ফরওয়ার্ড ব্লকের উদয়ন গুহ বলেন, “পরিকল্পিত ভাবে তৃণমূলের লোকজন ওই সভায় হামলা চালায়। তারাপদবাবুকে মারধর করা হয়। বেশ কয়েকজন ফরওয়ার্ড ব্লক কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না।” তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “ওই ঘটনায় আমাদের কেউ জড়িত নন। বামফ্রন্টের শরিকি কোন্দলে ওই ঘটনা হতে পারে।” কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।”
|
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলিতে এক দিনে তিন দফায় পরীক্ষার বিরোধিতা করে আন্দোলনে ওয়েবকুটা। রবিবার কোচবিহার কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জেলা সম্মেলনে ওয়েবকুটা নেতৃত্বের নালিশ, হোম সেন্টারে এক বেঞ্চে গাদাগাদি বসিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা নিচ্ছেন। ইসলামপুরে ম্যারাপ বেঁধে পরীক্ষা নিতে হয়। মাথাভাঙা কলেজে বিভিন্ন স্কুল থেকে ২০ জন শিক্ষককে নজরদারির জন্য নিয়ে গিয়ে পরীক্ষা চালাতে হচ্ছে। ওয়েবকুটার রাজ্য সম্পাদক শ্রুতিনাথ প্রহরাজ বলেন, “এক দিনে ৩ দফায় পরীক্ষার নামে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রহসন চালাচ্ছেন। এ ব্যবস্থা বাতিল সহ কিছু বিষয়ে ৩১ মে উপাচার্যকে স্মারকলিপি দেওয়া হবে।” কোচবিহার বিটি অ্যান্ড ইভিনিং কলেজে আয়োজিত হয় ওই কনভেনশনে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল সহ বিভিন্ন কমিটিতে শিক্ষক প্রতিনিধিত্ব রাখা, শিক্ষকদের পাঠ্যক্রম প্রস্তুতির জন্য সপ্তাহে এক দিন সময় দেওয়ার মত বিভিন্ন বিষয়েও জোরালো দাবি ওঠে। ওয়েবকুটা রাজ্য কমিটির সদস্য স্বপ্না মুখোপাধ্যায়, জেলা সম্পাদক জয়দীপ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
|
পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেস, সিপিএম-সহ বিরোধী দলগুলি রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গোলমাল পাকাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী দোলা সেন। সোমবার রায়গঞ্জের স্কুলরোড এলাকায় রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের প্রথম জেলা সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, “নির্বিঘ্নে যাতে নির্বাচন শেষ হয় তার জন্য নেতা, কর্মীদের জেলায় সতর্ক থাকার অনুরোধ করেছি।” জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পবিত্র চন্দ বলেন, “আসলে তৃণমূলের নেতৃত্বে রাজ্যের কী অবস্থা তা মানুষ দেখছে। নজর ঘোরাতে ওঁরা এসব বলছেন।” সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অপূর্ব পাল বলেন, “জন সমর্থন হারিয়ে তৃণমূলের নেতা কর্মীরাই পঞ্চায়েত নির্বাচনের আগে গোলমাল পাকাতে পারে।”
|
বিদ্যুতের তার বসানোকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোচবিহারের মরিচবাড়িতে, রবিবার দুপুরে। পুলিশ জানায়, ঘটনায় ২ মহিলা-সহ অন্তত আট জন জখম হন। একই পরিবারের সদস্য, তিন কংগ্রেস সমর্থককে জেলা সদর এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের দুই মহিলা সহ ৩ জনকে আলিপুরদুয়ার হাসপাতালে ও ১ জনকে কোচবিহার হাসপাতালে ভর্তি করানো হয়। মরিচবাড়ি এলাকায় একটি বেসরকারি সংস্থার মোবাইল টাওয়ার বসানোর জন্য নতুন করে ১১ হাজার ভোল্টের লাইন বসানোর কাজ শুরু হয়েছে। এক কংগ্রেস সমর্থকের বাড়ির ওপর দিয়ে তার নেওয়া হচ্ছে অভিযোগ ঘিরেই সমস্যা তৈরি হয়। এ দিন তাঁর পাশে দাঁড়াতে কংগ্রেসের কর্মী সমর্থক জমায়েত হন। তৃণমূলের কর্মী সমর্থকও মিছিল করে আসেন।
|
বিষক্রিয়ায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। রবিবার চোপড়া থানার চতুরাডাঙ্গি এলাকায়। মৃতার নাম পুতুল সিংহ (১৬)। তার বাড়ি ওই এলাকাতে। শনিবার সন্ধ্যায় ওই কিশোরী বাড়িতে অসুস্থ হয়। তাকে ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া পরে রবিবার সে মারা যায়।
|
দুটি পৃথক এলাকা থেকে দুই দুষ্কৃতীকে ধরেছে পুলিশ। শনিবার রাতে গোয়ালপোখর ও কানকিতে। পুলিশ জানায়, ধৃতরা হল মহম্মদ জাকির ও নুর ইসলাম। জাকিরের থেকে গাঁজা এবং নুরের থেকে একটি চোরাই বাইক পুলিশ উদ্ধার করেছে।
|
দক্ষিণ দিনাজপুর ভাটপাড়া পঞ্চায়েতের কংগ্রেসের উপ প্রধান রবিবার তৃণমূলে যোগ দিয়েছেন। এ দিন শহরে বঙ্গী এলাকায় এক অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শঙ্কর চক্রবর্তীর সামনে ১৪ কংগ্রেস কর্মী তৃণমূলে যোগ দেন। |