আজ ফল ১০ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীর |
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ, সোমবার প্রকাশিত হচ্ছে। সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশের পরে ১০টায় মার্কশিট ও শংসাপত্র বিতরণ শুরু হবে। মধ্যশিক্ষা পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে তা সংগ্রহ করতে হবে প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের। ওয়েবসাইট এবং এসএমএসে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন বেলা ১১টা থেকে। এ বছরের মাধ্যমিক পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৬ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ৩৬ হাজার। মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, এ বার ওয়েবসাইট এবং এসএমএসে গ্রেডের পাশাপাশি বিষয়-ভিত্তিক নম্বরও দেখানো হবে। প্রকাশিত হবে প্রথম ২০ জনের মেধা-তালিকা। যে-সব ওয়েবসাইটে ফল জানা যাবে, সেগুলি হল: www.wbbse.org
http://wbresults.nic.in
http://results.banglarmukh.gov.in
www.calcuttatelephones.com
www.exametc.com
www.manabadi.com
www.indiaresults.com
www.schools9.com
www.examresults.net
www.bharatstudent.com
www.vidyavision.com
www.myresultplus.com
www.resultout.com
examresults.india.com results.sify.com
এর মধ্যে www.exametc.com-এ রোল ও মোবাইল নম্বর আগাম নথিভুক্ত করানো থাকলে ফল বেরোনোর সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থী তা জানতে পারবে বলে কল্যাণময়বাবু জানান। এসএমএস মারফত ফল জানতে WB10-এর পরে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৪২৪২, ৫৬৭৬৭৯৯৯, ৫৬২৬৩, ৫২০৭০, ৫৮৮৮৮, ৫৬৭৬৭৫০, ৫৬৫০৫ (বিএসএনএল), ৫৬৭৩০ (ভোডাফোন) নম্বরে।
|
এ বারের সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল আজ, সোমবারেই বেরোচ্ছে। ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। বিদ্যালয়গুলি তাদের নিজস্ব কোড নম্বর এবং ই-মেল আইডি আগাম নথিভুক্ত করে www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীদের ফল জানতে পারবে। ফোন করে ‘আইভিআরএস’ প্রযুক্তির মাধ্যমেও ফল জানা যাবে। আইভিআরএস প্রযুক্তিতে ফল জানার জন্য এনআইসি-র ২৪৩০০৬৯৯ (দিল্লি); ০১১-২৪৩০০৬৯৯ (দেশের অন্যান্য জায়গার জন্য); এমটিএনএলের ২৮১২৭০৩০ (দিল্লি); ০১১-২৮১২৭০৩০ (দেশের অন্যান্য ক্ষেত্রের জন্য); এমটিএসের ৫৪৩২১২৮; বিএসএনএলের ১২৫৫৫৩৬ (দিল্লি ছাড়া যে-কোনও জায়গার জন্য); টাটা ডোকোমো ও ইনডিকমের ৫৪৩২১২২৩ এবং এয়ারটেলের ৫২০৭০১১ নম্বরে ফোন করতে হবে। এসএমএস মারফত ফল জানার জন্য সিবিএসই ১২-র পরে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৪৩২১৬ (এমটিএস); ৫৭৭৬৬ (বিএসএনএল); ৫৪৩২১, ৫১২৩৪, ৫৩৩৩৩০০ (টাটা সার্ভিসেস); ৫৮০০০০১ (এয়ারসেল); ৫২০৭০১১ (এয়ারটেল) ৯২১২৩৫৭১২৩ (এনআইসি) এবং ৫০০০০ (ভোডাফোন) নম্বরে। |