টুকরো খবর
সব্জি সংরক্ষণে নতুন গবেষণাকেন্দ্র
সব্জি সংরক্ষণে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হতে চলছে আঞ্চলিক ‘নিউক্লিয়ার এগ্রিকালচার রিসার্চ সেন্টার’। শুক্রবার নদিয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনাচক্রে এই কথা জানালেন মুখ্যমন্ত্রীর কৃষি বিষয়ক উপদেষ্টা প্রদীপ মজুমদার। বিশ্ববিদ্যালয় ও ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের (বার্ক) যৌথ উদ্যোগে এই গবেষণাকেন্দ্র তৈরি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিত্তরঞ্জন কোলে বলেন, “নতুন যন্ত্রপাতিআসতে শুরু করেছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে।” প্রদীপবাবু বলেন, “এই ধরণের গবেষণাকেন্দ্র পূর্বাঞ্চলে প্রথম। এতে গবেষণার সুযোগ মিলবে। গবেষক ও পড়ুয়াদের পাশাপাশি উপকৃত হবেন চাষিরাও।” এ দিনের আলোচনাচক্রে যোগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য বিশ্বপতি মণ্ডল, রাজ্য কৃষি দফতরের সচিব সুব্রত বিশ্বাস এবং বার্কের কয়েকজন বিজ্ঞানী।

মহিলা খুনে ধৃত
বছর উনিশের এক মহিলাকে বালিশ চাপা খুনের অভিযোগে তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে হাঁসখালির বাসিন্দা বন্দনা রায়ের সঙ্গে বিয়ে হয় ধানতলার বাসিন্দা গোপাল সাহার। তিনি মোবাইল সারাইয়ের কাজ করেন। অভিযোগ, বিয়ের পর থেকেই এলাকায় বদমেজাজি বলে পরিচিত গোপাল বন্দনাদেবীর উপর অত্যাচার করত। রবিবার দুপুরে গোপাল তাঁর বাবাকে মারধর করছিল। বন্দনাদেবী বাধা দিলে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় বন্দনাদেবীকে। মৃতার বাবা শচীন সাহা স্থানীয় ধানতলা থানায় মেয়ের স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ মৃতার স্বামী গোপাল সাহা, শ্বশুর সন্তোষ সাহা ও শাশুড়ি জ্যোৎস্না সাহাকে গ্রেফতার করেছে।

জখমের মৃত্যু
আর্থিক দুর্নীতির অভিযোগে সুকুমার অগাস্টিন সরকার নামে এক ব্যক্তিকে কৃষ্ণনগর থেকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার পুলিশ। মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল মজুদার বলেন, “আর্থিক দুর্নীতির অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।” কৃষ্ণনগর ক্যাথিড্রাল চ্যারিটেবল সোসাইটি-র আইনজীবী জিশান ইকবাল হোসেন বলেন, “ওই ব্যক্তি অর্থলগ্নি সংস্থা খুলে মানুষের অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। কৃষ্ণনগর ক্যাথিড্রাল চ্যারিটেবল সোসাইটি থেকে তাঁকে ২০১২ সালের ডিসেম্বরে বহিষ্কার করা হয়।”

জলে ডুবে মৃত্যু
সুতি থানার ঔরঙ্গাবাদে জলে ডুবে মৃত্যু হল দুই কিশোরের। জানা গিয়েছে রবিবার দুপুরে অভিজিৎ রায় (১২), সংগ্রামজিৎ চৌধুরী (১৪) গঙ্গায় গঙ্গায় স্নান করতে গিয়েছিল। হঠাৎই সংগ্রামজিৎ দেখে, অভিজিৎ তলিয়ে যাচ্ছে। তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে যায় সংগ্রামজিৎও। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে কয়েক ঘণ্টার মধ্যেই দেহ দুটি উদ্ধার করা হয়।

জাল নোট উদ্ধার
৩ হাজার টাকার জাল নোট-সহ আমিন শেখ নামে এক যুবককে গ্রেফতার করল সামসেরগঞ্জ থানার পুলিশ। ধুলিয়ান বাজার থেকে রবিবার বিকেলে তাকে ধরা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.