বন দফতরের অনুমতি ছাড়াই কাঁকসার দেউল পার্কের কয়েকটি পুরনো গাছ কেটে ফেলার অভিযোগ উঠল পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে বন দফতর গাছগুলি বাজেয়াপ্ত করে। বন দফতর সূত্রে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে। জবাব পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে।
স্থানীয় ও বন দফতর সূত্রে খবর, স্থানীয় বনকাটি পঞ্চায়েতের কাছে লিজ নিয়ে গত কয়েক বছর ধরে পার্কটি চালাচ্ছিল একটি বেসরকারি সংস্থা। ইছাই ঘোষের দেউলটি ঘিরে প্রায় ৮৬ একর জমি জুড়ে পার্কটি গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরে উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে পার্কটির আকর্ষণ হারিয়েছিল। ওই বেসরকারি সংস্থা পার্কের দায়িত্ব নেয়। ভোলবদল হয়ে যায় পার্কটির। বর্ধমান তো বটেই, এমন কি বিহার, ঝাড়খণ্ড থেকেও অনেকে এই পার্ক দেখতে আসেন। রাতে থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে এখানে।
তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উন্নয়নমূলক কাজ করার নামে শুক্রবার পার্ক কর্তৃপক্ষ চারটি পুরনো গাছ কেটে ফেলেন। খবর পেয়ে তাঁরা পার্কের সামনে বিক্ষোভ দেখান। বন দফতরের শিবপুর বিট কার্যালয়েও খবর দেওয়া হয়। বিট অফিসার জয়নারায়ণ মণ্ডল ঘটনাস্থলে এসে গাছগুলি বাজেয়াপ্ত করেন। বাসিন্দাদের দাবি, পার্ক কর্তৃপক্ষ লুকিয়ে এই গাছগুলি বিক্রির চেষ্টা করছিল। যদিও সংস্থা সেই অভিযোগ অস্বীকার করেছে।
পার্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়, গত কয়েক বছরে ওই পার্কে তাঁরা বহু গাছ লাগিয়েছেন। তবে ওই চারটি গাছ কাটার জন্য বন দফতরের কাছে কোনও অনুমতি নেওয়া হয়নি। জয়নারায়ণবাবু জানান, গাছগুলি সরকারি গাছ। সেজন্য ওই সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে। বিষয়টি জানানো হয়েছে বন দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও।
|