|
|
|
|
বাবা জ্ঞান দিয়োনা |
তোর কাছে আসতে হবে কেন
বন্ধু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর সঙ্গে ‘রাজা লিয়র’ নিয়ে
আলোচনা তো হতে পারত অন্য ভাবেও। চিঠিতে হতাশা
ব্যক্ত করলেন নাট্য পরিচালক সুমন মুখোপাধ্যায় |
|
|
|
সম্পাদক সমীপেষু,
আনন্দplus-য়ে গত ২০ মে প্রকাশিত গৌতম ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎকারে ‘রাজা লিয়র’য়ের অভিনয় নিয়ে বন্ধু তথা মন্ত্রী ব্রাত্য বসু যে হিসেব দিয়েছেন সেটা ঠিক নয়। এটাকে মিথ্যে বলতে ঠিক মন চাইছে না, কারণ ওর সঙ্গে দীর্ঘদিনের সখ্য জড়িয়ে আছে। শুধু বন্ধু হিসেবে বললে এই চিঠি লেখার প্রয়োজন ছিল না। কিন্তু যেহেতু ব্রাত্য মন্ত্রী তথা মিনার্ভা রেপার্টরি থিয়েটারের সভাপতি হিসেবে মন্তব্য করেছে, তাই মনে হল সঠিক তথ্য মানুষের কাছে জানানো দরকার।
ব্রাত্য সাক্ষাৎকারে বলেছে, “জানেন কি না জানি না, গত সরকারের সময় লিয়রের যত শো হয়েছে, তার চেয়ে আমাদের আমলে বেশি হয়েছে। সুমন এ বারও কথা বলতে এলে বলতাম।” এই মন্তব্যের অনুষঙ্গেই আমার চিঠি। ‘রাজা লিয়র’-য়ের প্রথম অভিনয় ২০১০ সালের ১২ নভেম্বর। সেই অভিনয় ছিল আমন্ত্রিত অতিথিদের জন্য। ১৪ নভেম্বর প্রথম পাবলিক শো। অবশ্যই তারিখ দেখে বুঝছেন সেটা ছিল বাম সরকারের সময়। ২০১০-র নভেম্বর থেকে ২০১১-র মে পর্যন্ত সাত মাসে লিয়রের ২০টা অভিনয় হয়েছে। ১৪ নভেম্বরের শো-টা ধরলে ২১টা।
তার পর পরিবর্তন হল সরকারে। পরিবর্তনের পর পাঁচ মাস অভিনয় বন্ধ রইল। কী কারণে ঠিক জানা যায়নি। কারণ সরকারে পরিবর্তন হলেও ‘রাজা লিয়র’য়ের কলাকুশলীদের কোনও পরিবর্তন হয়নি। শুধু পরিবর্তন হয়েছিল মিনার্ভা রেপার্টরি থিয়েটারের পরিচালন সমিতিতে। এর পর আবার ২০১১-র নভেম্বর থেকে লিয়রের অভিনয় শুরু হয়। এখন ২০১৩-র মে। এই ২০১১-র মে থেকে ২০১৩-র মে— ২৪ মাসে অভিনয় সংখ্যা ২৪টা। তাহলে রেপার্টরির সভাপতি ব্রাত্য বসু কোন হিসেবে বললেন ২৪ মাসে ২৪টা অভিনয়, ৭ মাসে ২০টা অভিনয়ের থেকে বেশি? শিক্ষামন্ত্রী হিসেবে এতটা অঙ্কে ভুল কি প্রত্যাশা করা যায়? তবে মন্ত্রীদের অঙ্কের ভুল খুব একটা বিস্ময়ের কিছু নয়। ব্রাত্য বন্ধু হলেও ওকে আমি সম্মান করি ওর থিয়েটারের কাজের জন্য। তাই অন্তত থিয়েটারের ক্ষেত্রে কথা বলার সময় একটু বিশেষ সাবধানতা অবলম্বন করতে অনুরোধ জানাই। বন্ধু বলেই কিছু দিন আগে যখন শুনলাম, মিনার্ভা রেপার্টরি পুনর্গঠিত হবে, তাই আবার ‘রাজা লিয়র’ আপাতত বন্ধ— ব্রাত্যকে টেক্সট করেছিলাম, “রাজা লিয়র বন্ধ করছিস কেন?” তার কোনও উত্তর পাইনি। নিশ্চয়ই অসুবিধা ছিল, না হলে এত দিনের বন্ধুর বা এমনকী সমসাময়িক শিল্পীর প্রশ্নের উত্তর দেবে না কেন? |
|
তার পর ব্রাত্য সাক্ষাৎকারে বলল যে, “সুমন এ বারও কথা বলতে এলে বলতাম।” তার উত্তরে আমি বলছি, তুই সভাপতি হয়েছিস বলে, তোর কাছে আসতে হবে কেন? তুই তো বলতে পারতিস ‘রাজা লিয়র’ চালানো নিয়ে কিছু সমস্যা হচ্ছে, আয় আলোচনা করি।” এখনও পর্যন্ত ‘রাজা লিয়র’-য়ের একটা অভিনয় পুরনো প্রেক্ষাগৃহে ছাড়া অভিনীত হয়নি, কয়েক ঘণ্টার মধ্যে টিকিট শেষ হয়ে যায়, মানুষ শেষে স্ট্যান্ডিং ওভেশন দেয়, সৌমিত্র চট্টোপাধ্যায় এখনও অভিনয় করছেন, মানুষ নাটকটা দেখতে চাইছে এ সব কি ব্রাত্যর
জানা নেই? এর পরেও কথা বলতে যেতে হবে?
কিন্তু কথা বলতে যে চাইনি তা নয়। ২৭ জুলাই ২০১২ ব্রাত্যকে একটা ই-মেল পাঠিয়েছিলাম। এই চিঠি লেখা যখন ২০১২-র মে-র পর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই চার মাসে মাত্র দু’টো আমন্ত্রিত অভিনয় (সাধারণের জন্য যেখানে টিকিট বিক্রি হয় না) আর মুম্বইতে একটা শো হয়েছে।
ফলত চার মাসে সাধারণের কাছে ‘রাজা লিয়র’ বন্ধ ছিল। কিন্তু এই চিঠির পরেও কোনও কথোপকথনের অবকাশ হয়নি।
|
সুমন মুখোপাধ্যায় |
|
|
শহরের আনাচে কানাচে |
শ্যুটিংয়ের ফাঁকে অপরাজিতা আঢ্য।
ডাবের জলে আমেজের চুমুক |
অরিন্দম নন্দীর পরিচালনায় ‘ঘুম নেই’ ছবির
শ্যুটিংয়ে শহরে গৌরী কার্নিক |
|
|
|
|
|
|
|
|