আইপিএল ফাইনালেও বৃষ্টির ভ্রূকুটি। সৌজন্য, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থিত একটি নিম্নচাপ অক্ষরেখা।
আবহাওয়া অফিস সূত্রের খবর, এই নিম্নচাপ অক্ষরেখার জেরেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে ঢুকছে এবং তা সম্পৃক্ত হয়ে মেঘ তৈরি করছে। তা থেকেই হচ্ছে বৃষ্টি। এমন পরিস্থিতি আরও কয়েক দিন চলবে বলে আবহবিদেরা জানান। শনিবার আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ বলেন, “আজ, রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।” শুক্রবার বিকেলেও আকাশ কালো করে মেঘ জমেছিল শহরে। যদিও সেই অনুপাতে বৃষ্টি হয়নি। তবে ইডেনে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ ঘণ্টা খানেক দেরিতে শুরু হয়। রবিবার ফাইনালের দিনও এমন পরিস্থিতি হতে পারে বলে আবহবিদেরা জানিয়েছেন। আবহাওয়া অফিস সূত্রের খবর, গত কয়েক দিন ধরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ঝাড়খণ্ডের উপরে থাকা একটি ঘূর্ণাবর্ত। যার ফলে দক্ষিণবঙ্গের বহু জায়গায় আকাশ মেঘলা থাকছে। ফলে দিনের তাপমাত্রা খুব বেশি বাড়ছে না। এ দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সাধারণত, গরমকালে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে থাকাটাই দস্তুর। আবহবিদেরা বলছেন, তাপমাত্রা কম থাকলেও দক্ষিণবঙ্গবাসীর স্বস্তি কিন্তু মিলছে না। কেন?
আবহাওয়া আধিকারিকদের মতে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ছে। বাড়ছে অস্বস্তিও। মালুম হচ্ছে দরদরে ঘাম-ও। মাঝেমধ্যে হাল্কা বৃষ্টি অবশ্য হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় ৯.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
|
শিল্পমন্ত্রীর সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদন |
পঞ্চায়েত নির্বাচনে দলের প্রার্থীপদ চূড়ান্ত হয়ে গেলে তা নিয়ে কোনও দ্বিমত বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, সেক্ষেত্রে ওই ‘বিদ্রোহী’ কর্মীদের দল থেকে তাড়িয়ে দেওয়া হবে। শনিবার বর্ধমান ও চুঁচুড়ায় দলের শাখা সংগঠন যুবার জেলা সম্মেলনে এসে তিনি এই মন্তব্য করেন। ছিলেন কৃষিমন্ত্রী মলয় ঘটক, যুবার সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সাংসদ ব্যারি ও’ব্রায়েন। পার্থবাবু বলেন, “পঞ্চায়েত আমাদের হাতে না থাকায় গ্রামীন এলাকায় উন্নয়নের কাজে অসুবিধা হচ্ছে। পঞ্চায়েতের ক্ষমতা পেতেই হবে। সবাইকে এক হয়ে লড়তে হবে।” |