|
|
|
|
|
|
|
ইসকুলে মুশকিল |
উত্তর দিচ্ছেন পুষ্পা মিশ্র |
|
আমি স্কুলের প্রার্থনাসভায় ভাল গান করি বলে হিংসে করে সবাই। আমায় স্টেজে বসে প্রার্থনাসভায় গান করতে দেয় না। স্যরকে জানালে আমার নামে মিথ্যে দোষ দেবে বলে ভয় দেখায়। কী করব?
সায়ন বণিক। ষষ্ঠ শ্রেণি, মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম
সায়ন, তুমি এই পুরো ব্যাপারটাই স্যরকে জানাও না কেন? তা হলে তিনি জানবেন যে কেউ তোমার নামে মিথ্যে দোষ লাগাতে পারে এবং তিনি সতর্ক হবেন। তুমি ভাল গান করলে শিক্ষকরাও চাইবেন যে প্রার্থনাসভায় তুমি স্টেজে বসে গান করবে। তবে, অন্যদেরও সুযোগ দিতে হবে, সেটা মনে রেখো।
|
|
আমার বাড়িতে খুব ঝামেলা হয় বাবা-মায়ের মধ্যে খুব ঝগড়া হয়। ফলে, অনেক সময় আমি ধৈর্য হারিয়ে বড়দের গায়ে হাত তুলে ফেলি। দ্বিতীয়ত, আমি খুব টিভি দেখি। তৃতীয়ত, আমার লিখতে ভাল লাগে না। এগুলো কী ভাবে ঠিক করব?
অঙ্কুর চৌধুরী। অষ্টম শ্রেণি, বর্ধমান টাউন স্কুল
|
|
অঙ্কুর, তোমার সমস্যা খুবই জটিল। প্রথমত, তোমার বাবা-মা-ঠাকুমার ঝগড়া তুমি বন্ধ করতে পারবে না। মনে হচ্ছে, তোমাদের যথেষ্ট পারিবারিক সমস্যা আছে। তোমার বাবা-মায়ের উচিত কোনও ফ্যামিলি কাউন্সেলরের সাহায্য নেওয়া। তাঁদের এ কথা বোঝা প্রয়োজন আছে যে তাঁদের ঝগড়াঝাঁটি ও চিৎকার-চেঁচামেচির ফলে যে পরিবেশের সৃষ্টি হচ্ছে, তা কোনও বালকের মানসিক বিকাশের অনুকূল নয়। তবে, আমার সন্দেহ আছে, তোমার পরিবার সত্যি কোনও কাউন্সেলরের সাহায্য নেবেন কি না। ইতিমধ্যে, তোমাকে এটুকু বলতে পারি যে তুমি এগুলোর জন্য দায়ী নও আর তুমি এগুলো নিয়ন্ত্রণও করতে পারবে না। যতটা পার, নিজেকে এই পরিবেশ থেকে দূরে সরিয়ে রাখো। লাইব্রেরিতে বসে পড়াশোনা করো। কোনও ডে স্টুডেন্টস হোম থাকলে সেখানে পড়াশোনা করতে পার।
দ্বিতীয়ত, টিভির নেশাও অন্য সব নেশার মতো। এটা ছাড়তে হলে তোমার প্রবল ইচ্ছাশক্তির প্রয়োজন। প্রথমে একেবারে টিভি দেখা বন্ধ করতে হবে। খুব কষ্ট হবে, খুব খারাপ লাগবে। তবে যদি অন্য ধরনের আনন্দ, যেমন খেলাধূলা, ব্যায়াম ইত্যাদি করতে পার, তা হলে এই নেশা ছাড়াটা সহজ হবে। তোমার বর্তমান পারিবারিক পরিস্থিতির ক্ষেত্রেও এটা তোমার মানসিক স্থৈর্য বজায় রাখতে সাহায্য করবে।
তৃতীয়ত, লিখতে ভাল লাগে না, লিখেছ। তুমি লেখার সঙ্গে অন্য কিছু ভাল লাগার ব্যাপার যোগ করে নাও। যেমন, দু’পাতা লিখলে তুমি কোনও বন্ধুর সঙ্গে ১০-১৫ মিনিট গল্প করবে, অথবা এই জাতীয় কিছু। আশা করি, লেখার এই অভ্যাস করতে করতে তোমার লেখার বাধা কেটে যাবে। পরীক্ষায় পাশ করতে হলে তো লিখতে হবেই।
|
|
খামে ভরো মুশকিল
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের।
চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
ইসকুলে মুশকিল, রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|
|