রোজবার্গের হ্যাটট্রিক
সংবাদসংস্থা • মন্টে কার্লো |
ফুটবলে দুই জার্মান ক্লাবের ইউরোপ সেরা হওয়ার যুদ্ধের দিনে মোনাকো গ্রাঁ প্রি-তেও জার্মানির জয়জয়কার। রবিবারের রেসে পোল দখল করলেন জার্মান দল মার্সিডিজের জার্মান চালক নিকো রোজবার্গ। এই মরসুমে টানা তৃতীয় বার পোল পেয়ে হ্যাটট্রিক করলেন তিনি। গ্রিডে দ্বিতীয় মার্সিডিজেরই লুইস হ্যামিল্টন। তিনে রেড বুলের জার্মান তারকা সেবাস্তিয়ান ভেটেল। তাঁর ঠিক পরেই মার্ক ওয়েবার থাকায় গ্রিডে প্রথম সারিটা মার্সিডিজ আর দ্বিতীয় সারিটা রেড বুল দাঁড়াল। তৃতীয় সারিতে কিমি রাইকোনেন, আর ফের্নান্দো আলোনসো। ফোর্স ইন্ডিয়ার জার্মান তারকা আদ্রিয়ান সুটিল রেসের যোগ্যতা অর্জন করলেন আট নম্বরে। তবে চাকা নির্বাচনে দলের ভুলের মাসুল দিয়ে পল ডি রেস্টা কাল রেসে নামবেন সতেরোতম স্থান থেকে।
|
ফরাসি ওপেনে উদ্বোধনী দিনেই সোমদেব |
রোলা গাঁরোয় প্রথম দিনই রবিবার সিঙ্গলসে প্রথম রাউন্ডে সোমদেব দেববর্মন খেলবেন স্পেনের ড্যানিয়েল নাভার বিরুদ্ধে। দু’জনের এটাই প্রথম সাক্ষাৎ। ফেডেরারেরও এ দিন প্রথম রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে উঠলে সোমদেব ফেডেরারেরই সামনে।
|
অর্থসচিব দেবাশিস দত্ত ব্যথর্তার দায় নিয়ে শনিবার ফুটবল দল দেখভালের দায়িত্ব ছাড়লেন। সম্যস্যায় পড়ে বাগান সচিব অঞ্জন মিত্র সোমবার বিকেলে কর্মসমিতির জরুরি সভা ডাকলেন। নিজের বাড়িতে। সেখানেই ফুটবল দল তৈরির জন্য নতুন কমিটি গড়া হবে। |