সারদা স্ক্যান্ডালের ধাক্কা সামলাতে না সামলাতে, আইপিএল দুর্নীতি। মানুষের ঈর্ষার অপূর্ব উপশম। যারা তুঙ্গ-ধনী, গপগপে বিলাসে জীবন কাটায়, রাত জেগে (যৌন) ফুর্তি মচায়, তাদের প্রতি গরিব+মধ্যবিত্তের অনন্ত গা-কড়কড়। ‘ইস, আমি পেলাম না!’ দ্রুত অনূদিত ‘ব্যাটারা অমানুষ, নোংরা!’ লব্জে। আজ জোচ্চুরির, বেইমানির অভিযোগে সেই উচ্চকোটি স্ট্রেট হাজত! আম-আদমি পাচ্ছে দৈব ন্যায়বিচারের গন্ধ। সে ম-ম সুঘ্রাণ ল্যাংড়া আমকে বলে-বলে দশ গোল! |