কোনও রকম নিরাপত্তা জমা ছাড়াই মহিলা কৃষকদের ঋণ দেবে জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক। প্রায় ৯ কোটি টাকা কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে বিলি করা হবে বলে স্থির হয়েছে। মহিলা কৃষকদের জন্য পৃথক ভাবে কিষান ক্রেডিট কাডর্ও চালু করতে চলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। শনিবার ব্যাঙ্কের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী তিনি বলেন, “স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলা কৃষকদের কোনও রকম সিকিউরিটি ছাড়াই ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। ইতিমধ্যে এই ব্যাঙ্কের মাধ্যমে কৃষকদের প্রায় ৯০ কোটি টাকা কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রায় ১০ শতাংশ মহিলা কৃষকদের দেওয়া হবে। শুধু কৃষি কাজ নয়, যে কোন ছোট বা মাঝারি ধরণের শিল্পদ্রব্যও তৈরি করতে পারবেন।” ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, আগামী জুলাই মাসে এই ব্যাঙ্কের আলিপুরদুয়ার শাখা চালু হতে চলেছে। পাশাপাশি এদিন ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যাঙ্কের বিধাননগর শাখার এক ম্যানেজারকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এক গ্রাহকের চেক ভাঙিয়ে বেশি টাকা তোলার অভিযোগ রয়েছে।
|
নতুন গাড়ির বাজারে যখন মন্দা, তখন উলটপূরাণ হাতফেরতা পুরনো গাড়ির বাজারে। পিছিয়ে নেই কলকাতা-সহ পূর্বাঞ্চল। মহীন্দ্রা ফার্স্ট চয়েস-এর পূর্বাঞ্চলীয় কর্তা দেবদূত বাগচি জানান, ২০১১-’১২-র চেয়ে ২০১২-’১৩-তে কলকাতায় তাঁদের গাড়ি বিক্রি ৬০%-এরও বেশি বেড়েছে। সম্প্রতি কলকাতায় দশম ডিলার (দি মোটরকেড) নিয়োগ করেছে মহীন্দ্রা ফার্স্ট চয়েস। সংস্থার ভাইস প্রেসিডেন্ট যতীন চাড্ডা জানান, গোটা দেশে দু’ বছরে তাঁদের গাড়ি বিক্রি প্রায় দ্বিগুণ বেড়েছে। বিপণন কেন্দ্রের সংখ্যা ২৫৯। সংস্থার কর্তাদের দাবি, বড় গাড়ি কেনার ক্ষেত্রে হাতফেরতা গাড়ি আগ্রহীদের চোখ টানছে। পাশাপাশি সংগঠিত ব্যবসায় যুক্ত তাদের মতো সংস্থার গাড়ির গুণগত মানের নিশ্চয়তা বেশি বলেও দাবি কর্তৃপক্ষের। যে-সব নতুন গাড়ির দাম ১০-১৩ লক্ষ টাকার মধ্যে, সেগুলির হাতফেরতা গাড়ির বিক্রি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। দাম পড়ে ৫-৭.৫ লক্ষ টাকার মধ্যে।
|
হেমন্ত ভার্গব এলআইসি-র পূর্বাঞ্চলের জোনাল ম্যানেজার হিসেবে কার্যভার গ্রহণ করেছেন। এর আগে তিনি বিপণন ও প্রকল্প উদ্ভাবন বিভাগের এগ্জিকিউটিভ ডিরেক্টর ছিলেন। ভার্গব ’৮১ সালে সংস্থায় যোগ দেন। |