অস্ত্রোপচারের সময় রোগীর মৃত্যুর জেরে শল্যচিকিত্সক বিভূতিভূষণ দেবরায়কে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। শুক্রবার তাঁকে কাঁথি আদালতে হাজির করানো হলে বিচারক তাঁর জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জন্য জেল হাজতের নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অপরটিয়া গ্রামের নিতাই দাস মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। এরপর ভাঙা হাত দেখাতে বিভূতিভূষণবাবুর নার্সিংহোমে আসেন। হাত পরীক্ষা করে বিভূতিভূষণবাবু তাঁর অপারেশন করেন। কিন্তু অপারেশন টেবিলেই নিতাইবাবুর মৃত্যু হয়। তারপরেও বিভূতিভূষণবাবু মৃতের পরিজনদের কিছু না জানিয়েই দোতলায় নিজের বাসস্থানে চলে যান বলে অভিযোগ। পরে নার্সিংহোমের পক্ষ থেকে জানানো হয় নিতাইবাবু হৃদযন্ত্র থেমে গিয়ে মারা গিয়েছেন বলে বলা জানানো হয়। এর পর চিকিত্সায় গাফিলতির অভিযোগে সরব হন মৃতের পরিজন ও স্থানীয় মানুষেরা। সন্ধ্যায় তাঁরা চিকিত্সক বিভূতিভূষণবাবুর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান। সেই সময় ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়েই এসডিপিও ইন্দ্রজিত্ বসু ও কাঁথি থানার সোমনাথ দত্তর নেতৃত্বে পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পেশায় শিক্ষক মৃত নিতাই দাসের বাবা হীরালাল দাসের অভিযোগ, “ওই চিকিত্সক কোনও অভিজ্ঞ অ্যানাস্থেসিস্ট না নিয়ে নিজেই রোগীকে অজ্ঞান করান। তাতেই বিপত্তি ঘটে। অপারেশন টেবিলেই মারা যায় নিতাই।” পুলিশ নার্সিংহোম থেকে নিতাই দাসের দেহ ময়নাতদন্তে পাঠায় ও অভিযুক্ত চিকিত্সককে গ্রেফতার করে।
|
স্বাস্থ্যপরীক্ষা শিবির
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
ইসিএলের সামাজিক উন্নয়ন প্রকল্পে ‘হার্ট চেকআপ ক্যাম্প’ আয়োজিত হল নিঘা স্টাফ ক্লাবে। বৃহস্পতিবার শ্রীপুর এরিয়ার জিএম এসএন সুমন শিবিরের উদ্বোধন করেন। এরিয়ার মেডিক্যাল অফিসার এসএসপি সিংহ জানান, শিবিরে ১১০ জনের হার্ট পরীক্ষা করা হয়েছে।
|
দ্বিতীয় চামড়া পেল ত্বক ব্যাঙ্ক |
অবশেষে মৃতের দেহ থেকে দ্বিতীয় চামড়া পেল এসএসকেএম হাসপাতালের ত্বক ব্যাঙ্ক। চামড়া পাওয়া যাচ্ছিল না বলে ২০১০ সাল থেকে ওই ব্যাঙ্ক চালু করা যাচ্ছিল না। ২২ এপ্রিল দান করা একটি মৃতদেহ থেকে প্রথম চামড়া সংগ্রহ করা হয় ওই ব্যাঙ্কে। সেই চামড়া প্রতিস্থাপন করা হয়েছিল পূর্ব মেদিনীপুরের একটি শিশুর পুড়ে যাওয়া দু’পায়ে। কিন্তু ১৩ মাসের শিশুর দেহ সেই চামড়া নিতে পারেনি। প্রথম চামড়া পাওয়ার ঠিক এক মাসের মাথায় অন্য একটি দেহ থেকে চামড়া মিলল। হাসপাতাল সূত্রের খবর, ওই চামড়া তমলুকের এক প্রাক্তন সিপিএম সাংসদের। চিকিৎসকেরা জানান, জীবাণুমুক্ত করার পরে চামড়াটি ওই শিশু দেহে বসানো হবে। |