ডাকঘর
শতবর্ষে পদার্পণ
বাংলা সংস্কৃতি জগতের এক কিংবদন্তী পুরুষ ‘দাদাঠাকুর’ শরত্‌চন্দ্র পণ্ডিত-এর সম্পাদনায় প্রকাশিত সচিত্র সাপ্তাহিকী ‘জঙ্গিপুর সংবাদ’, যা নিরবচ্ছিন্ন ভাবে এখনও প্রকাশিত হয়। ওই পত্রিকা এ বছর শতবর্ষে পা রেখেছে। ৬ জ্যৈষ্ঠ ১৪২১ সালে শতবর্ষ পূর্তি। দাদাঠাকুরের প্রতিষ্ঠিত ‘পণ্ডিত প্রেস’ আজও রঘুনাথগঞ্জে আছে। এখান থেকেই প্রথম প্রকাশ পায় জঙ্গিপুর সংবাদ। স্থানীয় সংবাদের পাশাপাশি এতে প্রকাশিত হত সরকারি বিজ্ঞাপন, ইস্তাহার। তাঁর কথায় এই সংবাদপত্র ছিল ‘শতশত নিরক্ষর নরনারীর করুণ ক্রন্দন প্রতিধ্বনিত করার মাধ্যম।’ এই পত্রিকার দীর্ঘ পরিক্রমা নিঃসন্দেহে উল্লেখযোগ্য বিষয়। তবে দাদাঠাকুরের সরস রচনাগুলির জনপ্রিয়তার আড়ালে ক্রমশ হারিয়ে যাচ্ছে এই সংবাদপত্রের জন্য লেখা তত্‌কালীন জাতীয় ও সামাজিক বিষয় নিয়ে তাঁর সেই বলিষ্ঠ প্রতিবেদনগুলি, যা সেই সময়ে প্রশাসনের ঘুম কেড়েছিল। পত্রিকার জন্য দাদাঠাকুরের লেখা সেই সব রচনাগুলির কোনও সংকলন প্রকাশ হলে এক গৌরবময় শতবর্ষ উদযাপন হবে।


বুদ্ধ শাক্ত
বুদ্ধ পূর্ণিমার আগের দিন মানুষ রামদা, খাঁড়ার মত অস্ত্রের প্রদর্শনের পাশাপাশি ওয়ান শটার, পিস্তল, বোমা নিয়ে উন্মত্তের মতো কাটোয়া-আজিমগঞ্জ শাখার ট্রেনে চড়ে বর্ধমানের জামালপুরে যান। সেখানে ‘বাবাস্থান’ -এ ছাগ ও মেশ শাবকের বলিতে রক্ত-বন্যা বইয়ে মস্তকহীন সেই ছাগ ও মেষশাবক কাঁধে ফেরেন। ধর্মের দোহাই দিয়ে ওই উন্মত্ততা দৃষ্টিকটু লাগে। কিন্তু তার চেয়েও বড় প্রশ্নসর্বধর্ম সমন্বয়ের এই দেশে ওই নারকীয়তা প্রদর্শনের জন্য অহিংসার পূজারী বুদ্ধদেবের জন্মতিথিটিকেই বেছে নেওয়া হল কেন? অনুমান, রাজা শশাঙ্কের মৃত্যুর পরে এই এলাকায় যে বৌদ্ধ প্রভাব, তা খর্ব হতে শুরু করে শাক্তদেব উত্থানে। কিন্তু বৌদ্ধদের তরফে প্রতিরোধ নিশ্চয় গড়েছিল। তা চূর্ণ করতে পাশবিকতা প্রদর্শনের জন্য এই দিনটিকেই বেছে নেওয়া?
হর্নের ঝক্কি
রঘুনাথগঞ্জের হরিদাসনগরের মধ্যে দিয়ে ম্যাকেঞ্জি রোড হয়ে সারা দিন অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়িগুলি যায়। ওই গাড়িগুলির হর্ণের আওয়াজ এলাকার বাসিন্দা ও পথচারীদের কাছে বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে। হর্ণের তীব্রতা অসুস্থ মানুষের হৃদকম্পন বাড়িয়ে দেয়। এ ছাড়া একনাগাড়ে হর্ণ বাজিয়ে যাওয়া ওই গুরুত্বপূর্ণ ও অতি আবশ্যক গাড়িগুলির হর্ণের আওয়াজে এলাকায় শব্দদূষণও ছড়াচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.