পার্কের মধ্যেই শ্রমিক আবাসনের ওপরে কমিউনিটি সেন্টার করার পরিকল্পনা হয়েছিল কয়েক বছর আগে। প্রকল্পে অর্থ বরাদ্দ হয়ে গেলেও শ্রমিক আবাসনের পরিবারগুলির পুনর্বাসনের ব্যবস্থা না থাকায় প্রকল্পটি আটকে ছিল। উত্তর কলকাতার বি কে পাল পার্কের কমিউনিটি হল নির্মাণ নিয়ে এই জট
অবশেষে কাটল।
কলকাতা পুরসভার মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার বলেন, “পার্কে সবুজ ধ্বংস করে নতুন করে কোনও কমিউনিটি হল নির্মাণ করার অনুমতি দেওয়া যাবে না। পার্কের যে অংশে শ্রমিক আবাসন রয়েছে তার ওপরে এই নির্দেশ দেওয়া আছে। পার্ক বাদ দিয়ে অন্য কোথাও শ্রমিকদের পুনর্বাসন দিয়ে এই প্রকল্প নির্মাণ করলে কোনও আপত্তি নেই।”
|
কলকাতা পুরসভার ২ নম্বর বরোর চেয়ারম্যান সাধন সাহা বলেন, “এই প্রকল্প বাস্তবায়িত করার ব্যাপারে যে সমস্যা ছিল তার সমাধান হয়ে গিয়েছে। কর্মচারীদের আপাতত পুনর্বাসিত করা হবে। তার কাজ চলছে।”
স্থানীয় কাউন্সিলর শিখা সাহা বলেন, “আমার ওয়ার্ডে কোনও কমিউনিটি হল নেই বলেই আমি এই কমিউনিটি হল নির্মাণ করতে উদ্যোগী। তবে, এই প্রকল্প করতে গিয়ে যাতে সবুজ ধ্বংস না হয় সে দিকে অবশ্যই খেয়াল রাখব। অন্য দিকে কর্মচারীদের পুনর্বাসন করেই এই কাজ করা হবে।” কলকাতা পুরসভার বস্তি দফতরের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার বলেন, “কমিউনিটি সেন্টার নির্মাণ করার ক্ষেত্রে এখানে সমস্যা ছিল অনেক দিন ধরেই। বর্তমানে এই সমস্যা মিটে গিয়েছে। এই কমিউনিটি সেন্টার নির্মাণের ব্যাপারে বিধায়ক ও সাংসদের অর্থ তহবিল ছাড়াও সংশ্লিষ্ট বরো থেকে অর্থ বরাদ্দ করা হচ্ছে।” |