|
|
|
সাত দিন যেমন
অসীম দাস |
|
|
|
শনিবারের রাশি: বৃশ্চিক।
নক্ষত্র: অনুরাধা।
শুভ রং: কালো, ঘন নীল, সোনালি ও হলুদ।
এড়িয়ে চলুন: লাল, গোলাপি ও মেরুন।
শুভ সংখ্যা: ২, ৬ ও ৯।
এড়িয়ে চলুন: ১। |
এ দিন চন্দ্র শনির নক্ষত্রে থাকায় এবং রাশির দ্বাদশে শনির, রাহুর সঙ্গে সহাবস্থানের জন্য কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনের সম্ভাবনা থাকবে। প্রকাশনা বা গণমাধ্যম ব্যবসায়ীদের জন্য নতুন কোনও দিক খুলে যেতে পারে। মায়ের শরীর নিয়ে উদ্বেগ বাড়ার সম্ভাবনা থাকবে। সন্তানের উচ্চশিক্ষার যোগ দেখা যায়। পুরনো কোনও প্রতিবেশী শত্রুকে পরাস্ত করতে পারেন। দাম্পত্যে তীর্থ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। মানসিক অবসাদ বা শিরদাঁড়ার সমস্যার আশঙ্কা থাকতে পারে। |
|
|
|
রবিবারের রাশি: বৃশ্চিক।
নক্ষত্র: জ্যেষ্ঠা।
শুভ রং: নীল, আকাশি, কালো ও লাল।
এড়িয়ে চলুন: সবুজ ও বেগুনি।
শুভ সংখ্যা: ১ ও ৪।
এড়িয়ে চলুন: ৩ ও ৬। |
এ দিন চন্দ্র বুধের নক্ষত্রে থাকায় এবং রাশির সপ্তমে বুধের, রবি, বৃহস্পতি, মঙ্গল ও শুক্রের সঙ্গে সহাবস্থানের জন্য কর্মক্ষেত্রে যোগ্যতার স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। শিল্পী ও কলাকুশলীদের জন্য নতুন কোনও শুভ যোগাযোগের সম্ভাবনা থাকতে পারে। পাড়ার কোনও ঝামেলার রেশ বাড়িতে উত্তেজনা বাড়াতে পারে। সন্তানের কোনও সুখবর মানসিক শান্তি বাড়াতে পারে। পুরনো কোনও সম্পর্ক নতুন করে মনকে নাড়া দিতে পারে। অসতর্ক কোনও কথা থেকে দাম্পত্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে। কান, দাঁত ও মাথা ঘোরা নিয়ে সমস্যা হতে পারে। |
|
|
|
সোমবারের রাশি: ধনু।
নক্ষত্র: মূলা।
শুভ রং: সাদা, লাল, গোলাপি ও লেমন।
এড়িয়ে চলুন: স্টিল গ্রে, ঘন নীল ও আকাশি।
শুভ সংখ্যা: ২, ৩ ও ৬।
এড়িয়ে চলুন: ১ ও ৭। |
এ দিন চন্দ্র কেতুর নক্ষত্রে থাকায় ও রাশির পঞ্চমে কেতুর অবস্থানের জন্য কর্মক্ষেত্রে অকারণে সুনামহানির আশঙ্কা থাকবে। শেয়ার-ব্যবসার সঙ্গে জড়িতরা কোনও রকম ফাটকা উপার্জনের দিকে গেলে বড় ক্ষতির আশঙ্কা থাকবে। সন্তানের গতিবিধি দুশ্চিন্তায় ফেলতে পারে। শরিকি গোলযোগের কারণে বাবার শারীরিক অবস্থার অবনতি হতে পারে। তৃতীয় কোনও ব্যক্তির দুরভিসন্ধির কারণে প্রেমে দূরত্ব বাড়তে পারে। কোনও পুরনো শারীরিক সমস্যাকে কেন্দ্র করে দাম্পত্যে দুশ্চিন্তা বাড়তে পারে। |
|
|
|
মঙ্গলবারের রাশি: ধনু।
নক্ষত্র: পূর্বাষাঢ়া।
শুভ রং: লাল, মেরুন, গেরুয়া ও সোনালি।
এড়িয়ে চলুন: সবুজ, বাদামি ও ধূসর।
শুভ সংখ্যা: ৩, ৪ ও ৮।
এড়িয়ে চলুন: ৫ ও ৬। |
এ দিন চন্দ্র শুক্রের নক্ষত্রে থাকায় এবং রাশির ষষ্ঠে শুক্রের, বৃহস্পতি, রবি ও মঙ্গলের সঙ্গে সহাবস্থানের জন্য চাকরিজীবীরা বিপরীত লিঙ্গের কোনও সহকর্মীকে কেন্দ্র করে বদনামে জড়াতে পারেন। রাসায়নিক, ওষুধ অথবা হোটেল-ব্যবসায় জড়িতদের কোনও রকম লগ্নি করা উচিত হবে না। বাবার সঙ্গে মতবিরোধের আশঙ্কা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে একাধিক সম্পর্কের জেরে মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। দাম্পত্যে আবেগের বশে দামি বিলাস সামগ্রী কিনতে পারেন। মূত্রনালীর সংক্রমণ, কিডনিতে পাথর অথবা চোখ নিয়ে সমস্যায় ভুগতে পারেন। |
|
|
|
বুধবারের রাশি: মকর।
নক্ষত্র: উত্তরাষাঢ়া।
শুভ রং: সাদা, সবুজ, আকাশি ও হালকা লাল।
এড়িয়ে চলুন: লেমন, ঘন নীল ও গেরুয়া।
শুভ সংখ্যা: ৪, ৭ ও ৯।
এড়িয়ে চলুন: ৫ ও ৮। |
এ দিন চন্দ্র রবির নক্ষত্রে থাকায় এবং রাশির পঞ্চমে রবির, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রের সঙ্গে সহাবস্থান করার জন্য কর্মক্ষেত্রে সপ্রতিভ কার্যকলাপের জন্য পুরস্কৃত হতে পারেন। কয়লা অথবা লোহা আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে যুক্তরা অর্থনৈতিক দিকে লাভবান হতে পারেন। বাড়ির কোনও পুরনো সমস্যাকে নিজের কৃতিত্বে সমাধান করতে পারেন। বাক্-নিপুণতায় বিপরীত লিঙ্গকে আকর্ষণ করতে পারেন। সন্তানের কৃতিত্বে দাম্পত্যে শান্তি বাড়তে পারে। মাইগ্রেন, চোখ ও কোলাইটিসের সমস্যা হলে সতর্ক হোন। |
|
|
|
বৃহস্পতিবারের রাশি: মকর।
নক্ষত্র: শ্রবণা।
শুভ রং: হলুদ, লেমন, গেরুয়া ও সোনালি।
এড়িয়ে চলুন: সবুজ, ঘন নীল ও বেগুনি।
শুভ সংখ্যা: ৫, ৬ ও ৯।
এড়িয়ে চলুন: ৪ ও ৮। |
এ দিন চন্দ্র নিজের নক্ষত্রে শনির ক্ষেত্রে থাকায় এবং রাশির দশমে শনির রাহুর সঙ্গে একত্রে অবস্থানের জন্য কর্মক্ষেত্রে শত্রুবৃদ্ধি ও সুনামহানির যোগ দেখা যায়। পরিকাঠামো নির্মাণকারী ব্যবসায়ীদের জন্য নতুন কোনও চুক্তিপত্র স্বাক্ষর করার সম্ভাবনা হতে পারে। শরিকি সমস্যা নিয়ে বাড়িতে অশান্তি বাড়তে পারে। সন্তানের পড়াশোনাকে কেন্দ্র করে মানসিক চাপ বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে ইগো-সমস্যার জন্য দূরত্ব বাড়ার সমস্যা থাকবে। পুরনো ভুল বোঝাবুঝি মিটে গিয়ে দাম্পত্যে নির্ভরতা বাড়তে পারে। টনসিল ও নার্ভের সমস্যা হলে সতর্ক হোন। |
|
|
|
শুক্রবারের রাশি: কুম্ভ।
নক্ষত্র: ধনিষ্ঠা।
শুভ রং: কালো, আকাশি ও সাদা।
এড়িয়ে চলুন: ঘন লাল, লেমন ও গেরুয়া।
শুভ সংখ্যা: ১, ৬ ও ৮।
এড়িয়ে চলুন: ৩ ও ৫। |
এ দিন চন্দ্র রাহুর নক্ষত্রে থাকায় এবং রাশির নবমে রাহুর, শনির সঙ্গে সহাবস্থান করার জন্য প্রশাসনিক কাজে যুক্তরা প্রতিদ্বন্দ্বিতামূলক কোনও কাজের সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের সংস্পর্শে এসে খবরের শিরোনামে আসতে পারেন। সন্তানের জন্য কোনও কর্মপ্রাপ্তির সম্ভাবনা হতে পারে। প্রখর বুদ্ধিমত্তার কারণে একই পেশার কোনও বিপরীত লিঙ্গের প্রেমে আকৃষ্ট হতে পারেন। দাম্পত্যে নতুন কোনও সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন। শ্বাসের সমস্যা বা পায়ে কোনও ঘা হলে সতর্ক হোন। |
|
|
|
|
|
|
|
|
|
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission. |
|
|
|
|