|
|
|
|
টুকরো খবর |
ভুল শোধরাতে পরামর্শ কৃষি প্রতিমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ভুল হলে, তা শুধরে নেওয়ার পরামর্শ দিলেন কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। তাঁর কথায়, “আমরা কেউ কেউকেটা নই। মানুষের চাকর। যদি কিছু ভুল হয়, শুধরে নিতে হবে। মানুষ পরামর্শ দিলে তা শুনতে হবে।” তৃণমূলের কৃষক সংগঠন ‘কিষাণ ও ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস’-এর ডাকে শুক্রবার বিকেলে গড়বেতার রাধানগরে এক সভা হয়। সভায় বেচারাম মান্না ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো, তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, কার্যকরী সভাপতি প্রদ্যোত্ ঘোষ প্রমুখ। কৃষি প্রতিমন্ত্রী বলেন, “সিপিএম ৩৪ বছর ক্ষমতায় ছিল। কী করেছে? কৃষকেরা যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গিয়েছে। আমরাই তাঁদের বন্ধু।” কংগ্রেসকে দুষে তাঁর মন্তব্য, “এখন সিপিএম সকালে যে কথা বলে, কংগ্রেস বিকেলে সেই কথা বলে।” শুক্রবার সন্ধ্যায় চন্দ্রকোনা টাউনে স্থানীয় টাউন হলের পাশের মাঠেও তৃণমূলের এক সভা হয়। রাজ্য সরকারের দু’বছর পূর্তি উপলক্ষ্যে এই সভা আয়োজিত হয়েছিল। এখানেও উপস্থিত ছিলেন কৃষি প্রতিমন্ত্রী।
|
কবিপ্রণাম
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে শুক্রবার জেলা পরিষদের উদ্যোগে পরিষদ ভবনে এক অনুষ্ঠান হল। এই উপলক্ষ্যে কবিতা-গান-গীতি আলেখ্য আয়োজিত হয়। ছিলেন সভাধিপতি অন্তরা ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক পাপিয়া ঘোষ রায়চৌধুরী প্রমুখ। |
|
|
|
|
|