শেখ সাইনা |
দুই মিনিবাসের রেষারেষিতে প্রাণ গেল এক স্কুলছাত্রীর। শুক্রবার ঘটনাটি ঘটেছে হাওড়ার আন্দুল রোডের হালদারপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ রানিহাটি-রাজাবাজার রুটের দু’টি মিনিবাস আন্দুল রোডের উপরে বকুলতলার কাছে হালদারপাড়ায় রেষারেষি করছিল। তখন বাড়ি থেকে সাইকেলে চেপে হাঁসখালি পোলের দিকে যাচ্ছিল থানামাখুয়া মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্রী শেখ সাইনা (১৫)। সেই সময়েই সামনে থেকে একটা মিনিবাস তাকে ধাক্কা মেরে পিষে দিয়ে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাইনা রাস্তার বাঁ দিক ধরেই সাইকেল চালাচ্ছিল। কিন্তু রানিহাটিমুখী সামনের মিনিবাসটি তীব্র গতিতে রাস্তার ডান দিকে এসে ছাত্রীটিকে চাপা দিয়ে পালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বেশ কিছুক্ষণ মৃতদেহটি রাস্তায় পড়েছিল। পরে পুলিশ এসে দেহটি হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা দেবকুমার রায় বলেন, “আন্দুল রোডে পুলিশ না থাকায় বাসে-বাসে রেষারেষি এখন আর নতুন কোনও ঘটনা নয়। গত বছর এ ভাবেই আর এক ছাত্রীর মৃত্যু হয়েছিল। পুলিশকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাইনা মামার বাড়িতে থেকে পড়াশোনা করছিল। অন্যান্য দিনের মতো এ দিনও হাঁসখালি পোলের কাছে চাঁদমারি রোডে পড়তে যাচ্ছিল। তখনই এই দুর্ঘটনা। পুলিশ জানায়, ঘটনার পরেই ঘাতক বাস ও তার পিছনের বাসটি পালিয়ে যায়। পরে একটি বাসকে আটক করা হলেও ওই বাসের চালককে গ্রেফতার করা যায়নি। ধরা যায়নি অন্য বাসটিকেও। তল্লাশি চালাচ্ছে পুলিশ।
|
রং নির্বাচনে আপত্তি জানিয়ে সিপিএম পরিচালিত আরামবাগ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নওপাড়ায় নবনির্মিত জলাধারের রংয়ের কাজে বাধা দিয়ে তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। কয়েক দিন ধরে ওই জলাধারটি লাল রং করা হচ্ছিল। বৃহস্পতিবার তৃণমূল কর্মী-সমর্থকেরা ওই জলাধারের রং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের নীল-সাদা করতে হবে, এমনই দাবি তোলেন। তার পরেই তাঁরা কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ। পুরসভার চেয়ারম্যান সিপিএমের গোপাল কচ বলেন, “ওই জলাধারের রঙের কাজ ৮০ শতাংশ হয়ে গিয়েছে। এরপরে ফের টাকা খরচ করে নতুন রং করা সম্ভব নয়। পরিষেবাটাই আসল। তাঁর দলীয় কর্মী-সমর্থকেরা যাতে রং নিয়ে রাজনীতি না করেন, সেটা দেখার জন্য ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে অনুরোধ করেছি। সমস্যাটা মিটিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে।” ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতা দে বলেন, “স্থানীয় মানুষের আবেগকে একেবারে উড়িয়ে না দিয়ে রং নিয়ে সমস্যা মেটানোর চেষ্টা চলছে। হয়ে যাওয়া রংয়ের সঙ্গে নীল-সাদা রং ব্যবহার করে জলাধারটিকে সুন্দর করা যায় কি না, স্থানীয় শিল্পীদের সঙ্গে সে ব্যাপারে কথা বলছি।” এ ব্যাপারে পুরসভা সূত্রে জানা গিয়েছে, জলাধারটির জল ধারণ ক্ষমতা ৩ লক্ষ ৫০ হাজার লিটার। তা থেকে পানীয় জলের পরিষেবা পাচ্ছেন ৯ নম্বর, ১০ নম্বর এবং ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দিন কুড়ি আগে সেটি চালু হয়।
|
আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে বালি থেকে এক যুবককে গ্রেফতার করল কালীঘাট থানার পুলিশ। উদ্ধার হয়েছে একটি দামি গাড়িও। পুলিশ জানায়, দিন তিনেক আগে বালি থানার পুলিশের সহযোগিতায় বালির বাদামতলা থেকে ওয়ারিশ নামে এক যুবক গ্রেফতার হয়। জানা যায়, সে উত্তরপ্রদেশের বাসিন্দা। সেখান থেকে দামি গাড়ি চুরি করে সে বালির একটি গ্যারাজে আনত। তার পরে নম্বর প্লেট, ইঞ্জিন, চেসিস নম্বর বদলানো হত। ওই যুবকের কাছ থেকে ২৫টি সিম কার্ড মিলেছে বলেও পুলিশ জানায়। ওয়ারিশকে গ্রেফতার করে বালির বিভিন্ন গ্যারাজে তল্লাশি শুরু হয়। শুক্রবার পাঠকপাড়ার একটি গ্যারাজ থেকে চুরি যাওয়া গাড়িটি মেলে। পুলিশ জানায়, যে নম্বর প্লেটটি গাড়িটিতে ব্যবহার হচ্ছিল তা গার্ডেনরিচের এক জনের গাড়ির নম্বর।
|
হরিপালের দ্বারহাট্টা বিবেকানন্দ পাঠাগারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। প্রশাসন সূত্রের খবর, ৮টি আসনে ভোট হওয়ার কথা ছিল ২ জুন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল গত বুধবার। তৃণমূল বাদে অন্য দল মনোনয়ন জমা দেয়নি। দীর্ঘদিন ধরে ওই পাঠাগারের দখল ছিল সিপিএমের হাতে।
|
রাস্তার ধারে পড়ে আছে ইমারতি সামগ্রী। এখান থেকেই চলে বেচাকেনা। ডোমজুড়-বাউড়িয়া রোডে বুড়িখালি মোড়ে এবং আমতা-উলুবেড়িয়া রাস্তায় কাছিলা মোড়ে দেখা যাবে এই দৃশ্য। সমস্যা হয় যান চলাচলে। যদিও উলুবেড়িয়া ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাধনা বারিক এবং বাণীবন পঞ্চায়েত প্রধান অর্চনা রায়ের বক্তব্য, তাঁরা এ বিষয়ে কিছুই জানেন না। তবে অভিযোগ পেলে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। অন্য দিকে, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এতে আবার অভিযোগ করার কী আছে! প্রতিদিন রাস্তার উপরে এ ভাবেই ইমারতি মালপত্র পড়ে থাকে। দেখেও তা দেখেন না প্রশাসনের কর্তারা।
|
হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্তর কাছে অভিযোগ জানালেন সিপিএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য। শুক্রবার শ্রীদীপবাবু দেখা করেন সুনীলবাবুর সঙ্গে। সিপিএমের অভিযোগ, তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কাউন্সিলরের আলোক প্রকল্প উদ্বোধন, মুখ্যমন্ত্রীর গঙ্গাবক্ষে পর্যটন প্রকল্প ঘোষণা ইত্যাদিতে আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। সিপিএমের আরও অভিযোগ, বালি এবং দক্ষিণ হাওড়ায় সিপিএমের প্রচারে তৃণমূল বাধা দিচ্ছে। এ সব ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি সুনীলবাবুকে জানিয়েছে সিপিএম। |