টুকরো খবর
গ্রামবাসীদের রোষে মৃত্যু প্রধানের স্বামীর
জমি বিবাদের জেরে এক পঞ্চায়েত প্রধানের স্বামীকে তাঁরই ইটভাটায় জীবন্ত পুড়িয়ে মারল গ্রামবাসীরা। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ণিয়ার ধামদাহা থানার ১ নম্বর উপরণ গ্রামে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই সব শেষ হয়ে যায়। পুলিশ সুপার মনোজ কুমার বলেন, “জমি বিবাদের জেরেই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিশ এলাকায় গিয়ে তদন্ত করছে।” কয়েকদিন ধরে ওই এলাকার প্রধানের নিজস্ব একটি জমি নিয়ে গ্রামবাসীদের সঙ্গে বিবাদ চলছিল। তা নিয়ে আদালতে মামলাও হয়। গ্রামপ্রধান চিমো দেবীর স্বামী জয়নেন্দ্র মণ্ডল ছিলেন বিবাদের মূল কারণ। গ্রামবাসীদের রাগ ছিল তাঁর উপরে। গ্রামবাসীদের বেশিরভাগই আদিবাসী মানুষ। বিবাদের জের টেনে গ্রামবাসীরা আজ এক জোট হয়ে ইটভাটায় গিয়ে তাঁকে ধরে কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দেয়। তার আগে জয়নেন্দ্র মণ্ডল নিজের রাইফেল থেকে গুলিও চালিয়েছিল বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে সেই রাইফেলটিও উদ্ধার করেছে।

বিপুল গ্যাসের খোঁজ মিলল কেজি বেসিনে
কৃষ্ণা গোদাবরী অববাহিকা অঞ্চলের কেজি-ডি৬ ব্লকে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস খুঁজে পেল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল) ও ব্রিটেনের তেল সংস্থা বিপির যৌথ উদ্যোগ। অনুমান করা হচ্ছে, ওই ব্লকে এটাই সম্ভবত হতে চলেছে সর্বকালীন বৃহত্তম গ্যাসের ভাণ্ডার। ফলে এই তেল -গ্যাস ক্ষেত্রে উদ্বেগজনক হারে কমতে থাকা উত্‌পাদনের ঘাটতি অনেকটাই দূর হবে বলে মনে করছে দুই সংস্থা। আরআইএল-বিপি তাদের বিবৃতিতে জানিয়েছে, এখানে কেজিডি৬-এমজে১ কূপে খনন চালিয়ে প্রাথমিক ভাবে ১৫৫ মিটারের গ্যাস সমৃদ্ধ অঞ্চল আবিষ্কৃত হয়েছে। পরীক্ষার সময় দেখা গিয়েছে, দিনে ৩.০৬ কোটি ঘনফুট গ্যাস প্রবাহিত হচ্ছে সেখানে। বিষয়টি কেন্দ্রকে জানাতে গিয়ে আরআইএল-বিপি নয়া কূপটিকে ধীরুভাই-৫৫ নামে উল্লেখ করেছে। তবে এখানে বাণিজ্যক উত্‌পাদন কতটা সম্ভব, তা যাচাই করে দেখা বাকি।

খোঁজ মিলল ডাক্তারি ছাত্রীর
চলতি মাসের ১৩ তারিখ ইনদওর বিমানবন্দর থেকে হঠাৎই বেপাত্তা হয়ে যান অরবিন্দ মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রী। অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান না পেয়ে বিমানবন্দর পুলিশের সহায়তায় অপহরণের মামলা দায়ের করেন তাঁর বাবা। প্রায় দশ দিন পর মেয়েটির খোঁজ মিলল পুরনো দিল্লিতে। পুলিশ জানিয়েছে, মেয়েটি সেখানে এক আত্মীয়ের বাড়িতেই রয়েছে।

নিহত কয়লাচোর
কয়লাচোর ও পুলিশের গুলির লড়াইয়ে এক কয়লাচোরের মৃত্যু হল। পুলিশ জানায়, গত কাল তিনসুকিয়ার লিডোতে প্রায় তিরিশজন কয়লাচোর খনি থেকে কয়লা চুরি করছিল। টহলদার পুলিশবাহিনী তাদের কাজে বাধা দিলে চোরেরা দল বেঁধে পুলিশকর্মীদের আক্রমণ করে। পুলিশ গুলি চালালে এক জনের মৃত্যু হয়।

ভূমিকম্পের জেরে বিকল সিসমোগ্রাফ
রাশিয়ার ভূমিকম্পের ধাক্কায় মুছে গেল শিলংয়ের ভূকম্প পরিমাপক কেন্দ্রের সব তথ্য। শুক্রবার বেলা পৌনে ১২টা নাগাদ গুয়াহাটিতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়। কিন্তু, শিলঙের রিজিওনাল সিসমোলজিক্যা ল সেন্টারের তরফে জানানো হয়, সব তথ্য মুছে যাওয়ায় গুয়াহাটিতে হওয়া কম্পনের প্রাবল্য বোঝা সম্ভব হয়নি।

ফলের আশা
এ বছরের সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল ২৭ মে, সোমবার বেরোতে পারে। ওই দিন সকাল বেলা ১০টায় ফল ঘোষণার সম্ভাবনার কথা জানানো হয়েছে সিবিএসই বোর্ডের ওয়েবসাইটে। এ বার পরীক্ষা শুরু হয়েছিল ১ মার্চ।

সুপ্রিম কোর্টে আর্জি
১৪ জন অতিরিক্ত সাক্ষীকে তলব করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানালেন আরুষি হত্যাকাণ্ডে অভিযুক্ত রাজেশ ও নূপুর তলোয়ার। তাঁদের এই আর্জি খারিজ করে দিয়েছে ইলাহাবাদ হাইকোর্ট। ফলে, এ বার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন আরুষির মা-বাবা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.