|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
শঙ্কা, উৎকণ্ঠা ও বিষাদময় আর্তি |
মৃণাল ঘোষ |
পেশায় চিকিৎসক প্রদীপ চৌধুরীর ছবি ‘টুইলাইট জোন’ শিরোনামে ২৪টি অ্যাক্রিলিকে আঁকা ছবি ও ড্রয়িং নিয়ে একক প্রদর্শনী করলেন সম্প্রতি কেমোল্ড গ্যালারিতে। |
|
অভিব্যক্তিবাদী আঙ্গিকে পূর্বপরিকল্পনাবিহীন স্বতোৎসারিত স্বয়ংক্রিয় পদ্ধতিতে আঁকা তাঁর বিশ্লিষ্ট মানব-মানবী অবয়বের রূপারোপগুলিতে তিনি মানুষের অন্তর্নিহিত মনস্তাত্ত্বিক শঙ্কা, উৎকণ্ঠা ও বিষাদময় আর্তিকে অনুধাবনের চেষ্টা করেছেন। ‘মুন’ শীর্ষক ছবিতে আলোকবর্তিকা হাতে নারীর রূপারোপটি এদিক থেকে খুবই প্রাসঙ্গিক। ‘রেড শার্ট’, ‘সিটেড লেডি’ ইত্যাদি তাঁর সফল কাজের দৃষ্টান্ত। |
প্রদর্শনী
চলছে
সিমা: ‘সামার শো’ ২১ জুলাই পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: দেবসোমা, তনয়া মালিক প্রমুখ কাল শেষ।
অ্যাকাডেমি: স্বপন ২৯ মে পর্যন্ত।
অজন্তা আর্ট গ্যালারি: শ্রেয়া, সম্পূর্ণা প্রমুখ ৩০ মে। |
|
|
|
|
|