টুকরো খবর
মনমোহন জাপান যাবেন, চাপে চিন
প্রধানমন্ত্রী মনমোহন সিংহের আসন্ন জাপান সফর নতুন মাত্রা যোগ করতে চলেছে এশিয়ার কূটনৈতিক ও সামরিক সমীকরণে। সাউথ ব্লকের দাবি, নিরাপত্তা সম্পর্কও নতুন মাত্রা পাবে এই সফরে। সোমবার শুরু হচ্ছে তিন দিনের টোকিও সফর। বিদেশ মন্ত্রকের বক্তব্য, ভারত, জাপান এবং আমেরিকার যৌথ নৌসেনা মহড়ার নতুন পর্ব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ভারতীয় এবং মালাবার উপকূলে এই মহড়া হওয়ার কথা। বিশেষজ্ঞরা মনে করছেন, চিনের প্রধানমন্ত্রীর ভারত সফরের ঠিক পরই মনমোহনের এই জাপান যাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই নৌসেনা মহড়া চাপে ফেলবে বেজিংকে। এ ব্যাপারে চিনের কোনও আপত্তিকে যে গুরুত্ব দেওয়া হবে না, তা-ও আজ স্পষ্ট করে দিয়েছেন বিদেশসচিব রঞ্জন মাথাই। তিনি আজ বলেন, “জাপানের সঙ্গে আমাদের পৃথক দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। অন্য দেশের সঙ্গে তার সম্পর্ক নেই। নৌ মহড়া চলে আমাদের মধ্যে।” অসামরিক পরমাণু সহযোগিতার ক্ষেত্রেও ভারত ও জাপানের মধ্যে যাতে দ্রুত চুক্তি সই করা যায়, সে ব্যাপারেও কথা হবে মনমোহন ও জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবের মধ্যে। তবে চুক্তি সইয়ের দিনক্ষণ বা সময়সীমা জানানি বিদেশসচিব। তিনি শুধু বলেছেন, “খুব শীঘ্রই এ ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত করা হবে।” এই সফরে গুরুত্ব পাবে, ভারতে পরিকাঠামো প্রকল্পে জাপানি বিনিয়োগ বাড়ানোর প্রসঙ্গও। প্রধানমন্ত্রীর সফরকালে দ্রুতগতির রেল, দিল্লি-মুম্বই শিল্প করিডর, চেন্নাই-বেঙ্গালুরু সড়ক, ইত্যাদি ক্ষেত্রে জাপানি বেসরকারি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করবেন ভারতীয় নেতৃত্ব।

ইঞ্জিনে আগুন, হিথরোয় জরুরি অবতরণ বিমানের
ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় ওড়ার কিছু ক্ষণের মধ্যেই জরুরি অবতরণ করতে হল ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানকে। বিমানবন্দর সূত্রে খবর, আজ সকাল ৮টা বেজে ১৬ মিনিটে হিথরো বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল ব্রিটিশ এয়ারওয়েজের উড়ান বিএ-৭৬২। গন্তব্য অসলো। বিমানটিতে ৭৫ জন যাত্রী আর পাঁচ জন বিমান কর্মী ছিলেন। কিন্তু একটু পরেই ওই এয়ারবাস এ-৩১৯ থেকে অস্বাভাবিক আওয়াজ শুনতে পান যাত্রীরা। পরেই দেখা যায় সেটির ডান দিকের ইঞ্জিন থেকে গলগল করে ধোঁয়া বেরোলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মধ্য লন্ডনের আকাশে ধোঁয়াভর্তি বিমানটি চোখে পড়েছে অনেকেরই। আর কাল বিলম্ব না করে হিথরো বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করান পাইলট। তখন সকাল ৮টা ৪৩। হিথরো বিমানবন্দর সূত্রে খবর, তিন জন যাত্রী অল্প আঘাত পেয়েছেন। বাকিরা সুরক্ষিত। তবে এর জন্য এ দিন সকালে হিথরোর দু’টি রানওয়েই প্রথমে বন্ধ করে দেওয়া হয়। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগাযোগ নেই। সম্ভবত পাখির সঙ্গে ধাক্কা লেগেই ঘটে দুর্ঘটনা। সরকারি সূত্রে যদিও জরুরি অবতরণের কারণ বলা হচ্ছে যান্ত্রিক গোলোযোগ। তবুও বিশ্বের তৃতীয় ব্যস্ততম বিমানবন্দরের দু’টি রানওয়ে কেন বন্ধ রাখা হল? কর্তৃপক্ষের তরফে সদুত্তর মেলেনি। বিমানটি সরিয়ে নেওয়ার পরে অবশ্য দু’টি রানওয়েই খুলে দেওয়া হয়। এর জেরে এ দিন হিথরোয় মোট ২০০টি উড়ান বাতিল হয়েছে। পরে অবশ্য পরিষেবা স্বাভাবিক হয়। গোটা ঘটনার তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ড্রোন হানা আইনি: ওবামা
পাকিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে চালকহীন মার্কিন ড্রোন বিমানের হানার পক্ষে সওয়াল করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলায় জঙ্গিদের পাশাপাশি নিহত হয়েছেন সাধারণ মানুষও। তাই বিষয়টি নিয়ে প্রবল ক্ষোভ রয়েছে পাকিস্তানে। সম্প্রতি ওই হামলাকে বেআইনি আখ্যাও দিয়েছে পাক আদালত। ওবামার মতে, এই হানা আইনি। তাতে অনেক লাভও হয়েছে। আত্মরক্ষার জন্য সব দিক বিবেচনা করেই আমেরিকা এই লড়াই চালাচ্ছে। তবে সাধারণ মানুষের মৃত্যু নিয়ে তিনি চিন্তিত।

সহযাত্রী লিওনার্দো ডিক্যাপ্রিও
হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে মহাকাশ ভ্রমণ। টিকিটের দাম ১৫ লক্ষ ডলার। কান চলচ্চিত্র উৎসবের একটি অনুষ্ঠানে নিলামে উঠেছিল টিকিটটি। আর ঝটপট সেটি কিনে ফেললেন এক লিয়োনার্দো-ভক্ত। নিলামে সংগৃহীত অর্থ ব্যবহার হবে দুঃস্থদের সাহাযার্থে। মহাকাশ ভ্রমণের আগে নিউ মেক্সিকোয় লিওনার্দোর সঙ্গে তিন দিনের প্রশিক্ষণের সুযোগও পাবেন ওই ভক্ত। লিওনার্দোদের ঠিক পরের দু’টি আসন বিক্রি হয়েছে ২৩ লক্ষ ডলারে। ওই টিকিটটির ক্রেতা আবার লিওনার্দোর নতুন নাটক ‘উল্ফ অন ওয়াল স্ট্রিট’-এর প্রিমিয়ার আর তার পরের পার্টিতে যাওয়ারও সুযোগ পাচ্ছেন।

ফের কানে চুরি
আবার বড়সড় চুরির ঘটনা কানে। এ বার চুরি গেল ২৬ লক্ষ ডলারের একটি হার। ফ্রেঞ্চ রিভিয়েরার ‘কাপ দ্যন্তিব’ শহরের অত্যন্ত নামী হোটেল থেকে বৃহস্পতিবার সেটি চুরি যায়। প্রায় আশি জন নিরাপত্তারক্ষী সব সময় পাহারা দেন ওই ভিভিআইপি হোটেলটি। কিন্তু তাঁদের চোখে ধুলো দিয়ে কী ভাবে এত বড় চুরি হয়ে গেল, তা নিয়ে ধন্দে পুলিশ। চলচ্চিত্র উৎসবে আসা অতিথিদের নিয়ে বৃহস্পতিবার রাতেই একটি পার্টি হয় ওই হোটেলে। আর তার পর থেকেই বহুমূল্য ওই হারটি খুঁজে পাওয়া যাচ্ছে না। গত সপ্তাহেও কানে প্রায় দশ লক্ষ ডলারের গয়না চুরি গিয়েছিল।
৪৫ মৎস্যজীবী মুক্ত
৪৫ জন ভারতীয় মৎস্যজীবীকে জেল থেকে মুক্তি দিল পাকিস্তান। শুক্রবার করাচির জেল থেকে বের করে লাহৌরে নিয়ে আসার জন্য তাঁদের একটি বাসে তোলা হয়। যদিও ভারতীয় মৎস্যজীবীদের মুক্তি পাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ সূত্রের খবর এই ব্যাপারে পাক কর্তৃপক্ষের তরফে ভারতীয় হাই কমিশনকে কিছুই জানানো হয়নি। শনিবার নানা আইনি আনুষ্ঠানিকতা সারার পরে ওয়াঘা সীমান্ত দিয়ে মৎস্যজীবীদের ভারতে ফেরত পাঠানো হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.