টুকরো খবর |
কংগ্রেস-তৃণমূলের সংঘর্ষ |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে বুধবার রাতে উত্তপ্ত হয়ে উঠল কৃষ্ণনগরের উত্তর কালীনগর এলাকা। দু’দলের মারামারিতে জখম হন তিন জন। জখম নিমাই সাহা ও বিশ্বজিৎ সাহা কংগ্রেসের সমর্থক। তৃণমূল সমর্থক কানাই সরকারও আহত হয়েছেন। এই ঘটনার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। এলাকাবাসীদের দাবি, বার বার জানিয়েও পুলিশ এসেছে অনেক দেরিতে। জেলা পুলিশের ডিএসপি (সদর) দিব্যজ্যোতি দাস বলেন, “দু’পক্ষের ঝামেলায় তিন জন আহত হয়েছেন। এই ঘটনায় জড়িতদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর দেবানন্দ শর্মা ও তৃণমূল নেতা নিমাই সাহার দলের মধ্যে এ দিন সংঘর্ষ হয়। দেবানন্দবাবু আগে তৃণমূল করলেও ইদানীং কংগ্রেসের সঙ্গে যুক্ত। হাসপাতালের বেডে শুয়ে নিমাইবাবু বলেন, ‘‘আমি যাতে তৃণমূলের মিছিলে না যাই তার জন্য বেশ কয়েক দিন ধরেই তড়পাচ্ছিল দেবানন্দের দলবল। শুক্রবার এ জন্য মেরেছিল। এ দিন আবার মারধর করা হল আমাকে।” আবার নার্সিংহোমে ভর্তি থাকা কংগ্রেস সমর্থক কানাই সরকারের পরিজনেরা এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলছেন। তাঁর দাদা সুবল সরকার বলেন, “ভাই দেবানন্দের ঘনিষ্ঠ। তাই তাঁকে দা দিয়ে কুপিয়েছে তৃণমূলের লোকজন।” কৃষ্ণনগর শহর তৃণমূলের সভাপতি শিবনাথ চৌধুরী বলেন, “দেবানন্দ শর্মার সাঙ্গপাঙ্গোরা আমাদের দলীয় কর্মীদের পিটিয়েছে। কংগ্রেস সন্ত্রাস তৈরি করছে।” অভিযোগ উড়িয়ে দিয়ে দেবানন্দ শর্মা বলেন, “তৃণমূলের কর্মীরা আমাদের সমর্থককে কুপিয়েছে।”
|
বিজেপির সভায় হামলার নালিশ |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বিজেপির পথসভায় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় জখম হয়েছে দু’জন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাঁসখালির দক্ষিণপাড়া বাজারে বিজেপির পথসভায় বক্তব্য রাখছিলেন বিজেপি নেতারা। অভিযোগ, কয়েকজন তৃণমূল কর্মী সেই সময় সভায় চড়াও হন ও সভা ভন্ডুল করে দেন। বিজেপি সমর্থকদের মারধর করা হয় বলেও অভিযোগ। বিজেপির জেলা কমিটির মুখপাত্র সন্দীপ মজুমদার বলেন, “কোনও প্ররোচনা ছাড়াই আমাদের সমর্থকদের উপর হামলা চালিয়েছে তৃণমূলের লোকেরা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন বক্তারা।” অবশ্য অভিযোগ উড়িয়ে তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “সভায় মুখ্যমন্ত্রীর চরিত্র নিয়ে কু মন্তব্য করছিলেন বিজেপি নেতারা। সেখানেই জনরোষের শিকার হয়েছেন তাঁরা।” পুলিশ সুপার সব্যসাচীরমন মিশ্র বলেন, “মুখ্যমন্ত্রীকে নিয়ে খারাপ কথা বলায় এলাকার কয়েকজন বক্তাদের উপর চড়াও হন।”
|
গ্রেফতার কংগ্রেস প্রধান |
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
মাস দু’য়েক পর গ্রেফতার হলেন চিৎপুর পঞ্চায়েতের প্রধান। নাম কামরুজ্জামান মণ্ডল। বাড়ি ডোমকলের হরিদোবায় । পুলিশ সূত্রের খবর, মাস দুয়েক আগে টিকটিকিপাড়ায় ধৃতের ভাঁটা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। বিহারের দুই বাসিন্দা সহ মোট ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। যদিও ঘটনার পর থেকেই ফেরার ছিল ভাটা মালিক ওই পঞ্চায়েতের প্রধান। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “বৃহস্পতিবার ভোরে ডোমকলের কুঠি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।”
|
গনপিটুনির বলি ভবঘুরে |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল মানসিক ভারসাম্যহীন এক যুবকের। বৃহস্পতিবার নদিয়ার নাকাশিপাড়ার বিলকুমারী এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন দুয়েক ধরে এলাকয় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল মানসিক ভারসাম্যহীন ওই যুবককে। পাড়ায় আপন মনেই ঘুরে বেড়াচ্ছিল সে। বুধবার রাতে হঠাৎই তাকে চোর সন্দেহে ওই যুবককে মারতে শুরু করেন কয়েকজন গ্রামবাসী। বৃহস্পতিবার ভোরে বিলকুমারী উত্তর পাড়া এলাকায় ফাঁকা মাঠে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে আসে পুলিশ। ওই যুবককে ভর্তি করা হয় বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে। সেখানেই মারা যায় সে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও কাউকেই গ্রেফতার করেনি পুলিশ।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু ব্যবসায়ীর |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল তারক ঘোষ (৪৫) নামে এক ব্যক্তির। বাড়ি চাপড়ার জিধা এলাকায়। দুধ বেচে বৃহস্পতিবার কলকাতা থেকে তিন জন একটি ছোট গাড়িতে করে ফিরছিলেন। ভোর নাগাদ জালালখালির কাছে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা। জখম তিন জনকেই শক্তি নগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন তারকবাবু মারা যান। |
বজ্রাঘাতে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বাজ পড়ে মৃত্যু হল জয়দেব হাজরা (৪১) নামে এক ব্যক্তির। মৃতের বাড়ি ডোমকলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে দিন মজুরির কাজে ওই ব্যক্তি ধুবুলিয়ায় বাহাদুরপুরে আসেন। বৃহস্পতিবার দুপুরে পাট ক্ষেতে কাজ করার সময় বজ্রাহত হন তিনি। শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানে চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়।
|
গণপিটুনিতে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
দুষ্কৃতী সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার সকালে উত্তর দিনাজপুরের ডালখোলার ফরসরা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত কার্তিক চক্রবর্তী (৪৫) মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা। অভিযোগ, কার্তিক এলাকার একটি বাড়িতে ঢুকে এক মহিলার সঙ্গে অশালীল আচরণ করেছিল। ওই মহিলার গলার সোনার হার ছিনতাইয়ের অভিযোগও উঠেছে।
|
ঠিকানা ২ বোনের |
দুই বোন আপাতত সরকারি নিরাপত্তায়। কিন্তু চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের বাড়ি ফিরিয়ে নেওয়ার ব্যাপারে পরিজনদের কোনও উদ্যোগ চোখে পড়েনি। রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফ অবশ্য জানান, নাবালিকা দু’টির পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে তাঁরা বিষয়টি পুনর্বিবেচনা করতে পারেন। বুধবার রানাঘাটের বেগোপাড়ার গ্রেসি ও জেসি নামে যমজ দুই বোনকে বন্ধ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। তাদের মা আনু অধিকারী দুই বোনকে ঘরে তালা-বন্দি করে রেখেই চলে গিয়েছিলেন রাঁচি। তিনি ফিরেছেন। তবে দুই বোনকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বৃহস্পতিবারও কোনও আবেদন করেননি তিনি। |
|