টুকরো খবর
লগ্নি সংস্থার কর্তা গ্রেফতার
আমানতকারীদের অভিযোগের ভিত্তিতে এক অর্থলগ্নি সংস্থার কর্তাকে গ্রেফতার করল পাঁশকুড়া থানার পুলিশ। ধৃতের নাম আশিসকুমার রায়। বুধবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাঁকে তমলুক মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ‘পায়াস এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে একটি অর্থলগ্নি সংস্থার ডিরেক্টর হিসেবে এজেন্ট নিয়োগ করে আমানত সংগ্রহ করতেন পাঁশকুড়ার দশাং গ্রামের বাসিন্দা প্রাথমিক স্কুল শিক্ষক আশিসবাবু। গত ফেব্রুয়ারি মাসে ওই সংস্থার পাঁশকুড়া শাখা অফিস বন্ধ হয়ে যায় বলে আমানতকারীদের অভিযোগ। এরপর এজেন্ট ও আমানতকারীরা টাকা ফেরতের জন্য আশিসবাবুর কাছে একাধিকবার দরবার করেন। টাকা ফেরতের আশ্বাস দিয়েও তিনি তা ফেরত দেননি বলে আমানতকারীদের দাবি। এরপর গত মঙ্গলবার একদল এজেন্ট আশিসবাবুর বাড়িতে গিয়ে টাকা ফেরতের জন্য চাপ দেন। এমনকী তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ গিয়ে আশিসবাবুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। কিন্তু বুধবার সকালে ফের এজেন্ট ও আমানতকারীরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। বৃহস্পতিবার পুলিশ তাঁকে তমলুক মহকুমা আদালতে হাজির করলে বিচারক তাঁকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

পিংলায় তৃণমূলের দ্বন্দ্ব: কলকাতায় গিয়ে নালিশ বিক্ষুব্ধদের
আগে রাজ্য নেতৃত্বকে চিঠি দিয়েছিলেন। এ বার পিংলা থেকে কলকাতায় গিয়ে দলের ব্লক সভাপতি গৌতম জানার বিরুদ্ধে একগুচ্ছ নালিশ জানালেন তৃণমূলেরই একদল কর্মী- সমর্থক। বিক্ষুব্ধদের যে দলটি বৃহস্পতিবার তৃণমূল ভবনে গিয়েছিল, তাতে ছিলেন প্রাক্তন ব্লক সভাপতি গৌর ঘোড়ই, সংখ্যালঘু নেতা মহম্মদ মহসিন। গৌরবাবুরা রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সুব্রতবাবুর সঙ্গে দেখা হয়নি। সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের সঙ্গে কথা হয় তাঁদের। ‘বিক্ষুব্ধ’দের অভিযোগ, দুর্দিনে যাঁরা দলের পাশে থেকেছেন, তাঁদের আড়াল করে মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে সংগঠন পরিচালনা করছেন ব্লক সভাপতি। পঞ্চায়েতের বিভিন্ন কাজে তিনি ও তাঁর অনুগামী অঞ্চল সভাপতিদের পছন্দের লোক ছাড়া কেউ দরপত্র দিতে পারছে না। কোনও কারণ ছাড়াই গৌর ঘোড়ইকে ব্লক সভাপতির পদ থেকে অপসারণ করা হয় বলেও অভিযোগ। গৌরবাবু বলেন, “স্বার্থান্বেষী নব্য তৃণমূলীদের আচরণে মানুষ বিরক্ত।” যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই গৌতম জানার বক্তব্য, “শুনেছি দলের কয়েকজন কলকাতায় গিয়ে আমার নামে নালিশ করেছেন। তবে সব অভিযোগই মিথ্যে।”

সংঘর্ষে জখম তৃণমূলের দুই
তৃণমূলের দু’পক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়াল গড়বেতার খড়কুশমায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে স্থানীয় এক তৃণমূল সমর্থকের বাড়িতে চড়াও হয় কয়েকজন। ওই পরিবারের একজন কয়েক বছর আগে খুন হয়েছিলেন। অভিযোগ, সিপিএমের লোকজনই তাঁকে খুন করে। সেই সময় মামলাও রুজু হয়। এ দিন সকালে গিয়ে কয়েকজন সেই মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল বলে অভিযোগ। এই ঘটনা ঘিরেই সামনে আসে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। একপক্ষ পরিবারের পাশে দাঁড়ায়। অন্যপক্ষ ওই পরিবারের উপর যারা চড়াও হয়েছিল, তাদের সমর্থন করে। পরে তৃণমূলের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। দু’জন জখম হন। তাঁদের গড়বেতা হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূল নেতৃত্ব অবশ্য কোন্দলের কথা মানতে নারাজ। স্থানীয় নেতা অসীম সিংহের বক্তব্য, “সিপিএম আশ্রিত নব্য তৃণমূলীরা গোলমাল বাধানোর চেষ্টা করেছিল। তবে স্থানীয় মানুষ প্রতিবাদ করায় এলাকায় অশান্তি ছড়াতে পারেনি।” তবে এ ঘটনায় পুলিশের কাছেও কোনও অভিযোগ জমা পড়েনি। গড়বেতা থানার ওসি শৈলেন বিশ্বাসের বক্তব্য, “সকালে একটা ঘটনা ঘটেছিল। তবে খড়কুশমার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কোনও উত্তেজনা নেই।”

গণধর্ষণ, খুনে যুবক গ্রেফতার
গণধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত শেখ সেলিমকে বৃহস্পতিবার কাঁথি এসিজেএম আদালতে তোলা হয়। ধৃতের বাড়ি আদতে চণ্ডীপুর থানার চৌখালিতে হলেও থাকত ভগবানপুর থানা এলাকার বেঁউদিয়া গ্রামে মামা বাড়িতে। রবিবার সকালে বেঁউদিয়া গ্রামের পরিত্যক্ত পুকুর পাড়ে সাবানা খাতুন নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধার হয়। গণধর্ষণের পরে তাকে খুন করা হয়েছিল বলে পুলিশের অনুমান। মৃতার বাবা পেশায় ভ্যানচালক শেখ দিলাবর বুধবার রাতে সেলিমের বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁর অভিযোগ, মেয়েকে ডেকে নিয়ে গিয়ে সেলিম ও তাঁর সঙ্গীরা গণধর্ষণ করেছে। মৃতার বাবা অভিযোগ দায়ের করতে দেরি করলেও, পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ তুলে বুধবার থানায় বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দেন এলাকার বাসিন্দারা।

লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ
লোডশেডিংয়ের প্রতিবাদে নন্দীগ্রামে বিদ্যুত্‌ দফতরের অফিসে বিক্ষোভ দেখালেন এলাকার গ্রাহকরা। সারা বাংলা বিদ্যুত্‌ গ্রাহক সমিতির তরফে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই বিক্ষোভ চলে। গ্রাহকদের অভিযোগ, নন্দীগ্রামে বিদ্যুত্‌ দফতরের নতুন সাব-স্টেশন তৈরি করা হলেও তা চালু হয়নি। প্রায় প্রতিদিনই কয়েক ঘণ্টা ধরে লোডশেডিং চলে। এর জেরে সাধারণ বাসিন্দাদের দুর্ভোগের সঙ্গে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। প্রবল অসুবিধায় পড়েছেন বিভিন্ন এলাকায় হোসিয়ারি ও দর্জি কারিগররাও। বিদ্যুত্‌ গ্রাহক সমিতির জেলা সম্পাদক অশোকতরু প্রধান, নন্দীগ্রাম শাখার সম্পাদক অসিত জানার দাবি, “লোডশেডিংয়ের সমস্যা মেটাতে দ্রুত সাব-স্টেশন চালু করতে হবে।” নন্দীগ্রাম বিদ্যুত্‌ দফতরের আধিকারিক শ্যামসুন্দর মণ্ডল লোড শেডিংয়ের সমস্যা স্বীকার করে বলেন, “দ্রুত নতুন তৈরি সাব-স্টেশন চালুর চেষ্টা চলছে।”

মোবাইল চুরি, গ্রেফতার তিন
চোরাই মোবাইল সমেত ধরা পড়ল তিন জন। বুধবার রাতে মহিষাদলের সিনেমামোড় থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃত শেখ ইমরান, শেখ আকিবুল ও শেখ বাপির বাড়ি হলদিয়ার ভবানীপুরের তালপুকুরে। বৃহস্পতিবার ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত হয়। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে গেঁওখালি যাওয়ার রাস্তার ধারে একটি মোবাইলের দোকানে খরিদ্দার সেজে ঢোকে তিন জন। দোকানদার প্রচুর মোবাইল বের করলেও পছন্দ না হওয়ায় তারা বেরিয়ে যায়। পরে মোবাইলগুলি ফের বাক্সে রাখতে গেলেই ধরা পড়ে চারটি দামি মোবাইল নেই। দোকানমালিক এরপর থানায় অভিযোগ দায়ের করেন। পরে সিনেমামোড় এলাকায় ওই তিন জন ধরা পড়ে। মহিষাদল থানার পুলিশ তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে উদ্ধার হয় চারটি মোবাইল।

প্রতারণা, ধৃত ২
জোর করে জমি ভোগ করার অভিযোগে গ্রেফতার হলেন দু’ভাই। বুধবার রাতে সুতাহাটা থানার পুলিশ তাঁদের গোড়াদোরো গ্রাম থেকে গ্রেফতার করে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এ দিন সঞ্জয় মণ্ডল তাঁর আত্মীয় সত্যম দোলুই ও শিবনাথ দোলুইয়ের নামে প্রতারণার অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, দোলুই পরিবারের দুই ভাই তাঁদের পৈত্রিক আড়াই ডেসিমেলের একটি পুকুর দীর্ঘ দিন ধরে ব্যবহার করছেন। তা জানিয়ে সুতাহাটা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করলে পুলিশ ওই দুই ভাইকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাঁদের হলদিয়া এসিজেএম আদালতে হাজির করানো হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হয়।

জলে ডুবে মৃত শিশু
মাসির বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু হল সাড়ে তিন বছরের শিশু ডেভিড দাসের। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার মারিশদা থানার দইসাই গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ডেভিডের বাড়ি যাদবপুর থানার চিত্তরঞ্জন কলোনীতে। বিয়ে উপলক্ষে ডেভিড তার মা বাবার সঙ্গে মাসির বাড়ি এসেছিল। বুধবার বিকেলে এক পুকুরের পাশে অন্যান্য ছেলে মেয়েদের সঙ্গে খেলার সময় পা পিছলে পুকুরে পড়ে যায় সে। পরে তার দেহ পুকুরের জলে ভাসতে দেখা যায়। কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে জানানো হয়।

খুনে যাবজ্জীবন
জমি সংক্রান্ত বিবাদের জেরে খুনের অভিযোগে এক স্কুল শিক্ষক-সহ ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড হল। বৃহস্পতিবার কাঁথি আদালতের অতিরিক্ত দায়রা বিচারক মনোজ শর্মা এই নির্দেশ দেন। ২০০৭ সালের ১৫ এপ্রিল সন্ধ্যায় কাঁথি থানার লচ্ছনপুরে শচীন্দ্র শিক্ষাসদনের শিক্ষক সুনীল গিরি-সহ ১৭ জন জমি সংক্রান্ত বিবাদে ওই এলাকারই নিরঞ্জন বারিককে মারধর করলে তিনি মারা যান। বিচারক তিন জনকে বেকসুর খালাস ঘোষণা করে সুনীল গিরি-সহ ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।

ব্লকে পরিদর্শন
নাবার্ডের উদ্যোগে গঠিত মহিলাদের স্বসহায়ক দলগুলি কেমন কাজ করছে তা দেখতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ৩টি ব্লক পরিদর্শন করল জেলার একটি দল। ছিলেন নাবার্ডের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার অমিত দাস, জেলার লিড ডিস্ট্রিক্ট ব্যাঙ্ক ম্যানেজার সমরেন্দ্র সন্নিগ্রাহী। তাঁরা গোপীবল্লভপুর ১, নয়াগ্রামে ও দাঁতন ১ ব্লকে যান। এলডিএম বলেন, “কিছু সমস্যা জেনেছি। পদক্ষেপ করা হবে।”

শেষ প্রশিক্ষণ শিবির
এনসিসির ৪৬নং বেঙ্গল ব্যাটেলিয়ানের আট দিনব্যাপী প্রশিক্ষণ শিবির বুধবার শেষ হল। কাঁথি প্রভাতকুমার কলেজে আয়োজিত ওই শিবিরে কাঁথি ও এগরা মহকুমার ৫টি কলেজ ও ২২টি স্কুলের ৪০০ জন যোগ দেয়।

বিজেপি-র প্রতিবাদ
শহরে বিজেপির মিছিল। —নিজস্ব চিত্র।
কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলোর রমরমার বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে মিছিল করল বিজেপি। নেতৃত্বে ছিলেন দলের রাজ্য নেতা প্রভাকর তেওয়ারি, রাজশ্রী চৌধুরী। মিছিল শুরু হয় দলের জেলা কার্যালয় থেকে। শেষ হয় লোধা স্মৃতি ভবনের সামনে। পরে এখানে সভাও হয়। পঞ্চায়েত নির্বাচনে দলের রণকৌশল কী হবে, সভায় তা নিয়ে আলোচনা হয়। ছিলেন দলের জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়, শহর সভাপতি অরূপ রায়। মিছিল শেষে সভায় জেলা নেতৃত্ব জানান, শীঘ্রই গ্রামে গ্রামে নির্বাচনী প্রচার শুরু করা হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.