টুকরো খবর |
ওয়েবক্যাম চালু রেখে স্ত্রীর আত্মহত্যা, দেখলেন স্বামী
সংবাদসংস্থা • মুম্বই |
ইন্টারনেটে কথা বলতে বলতেই মাঝপথে উঠে গিয়ে আত্মহত্যা করলেন এক তরুণী। আর ওয়েবক্যামের দৌলতে গোটা ঘটনাটা দেখলেন তাঁর স্বামী। পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের বাসিন্দা শোভনা ও তাঁর প্রেমিক স্বপ্নিল কিছু দিন আগে আদালতে গিয়ে বিয়ে করেছিলেন। তরুণীর পরিবারের অভিযোগ, বিয়ের পর পণের জন্য চাপ দিত স্বপ্নিলের পরিবারের তরফে। তাই বাবা-মায়ের কাছেই থাকতেন বছর সাতাশের ওই তরুণী। বুধবার স্বামীর সঙ্গে কথা কাটাকাটির জেরে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশে অভিযোগ করেছেন শোভনার বাবা-মা। ওই তরুণীর মোবাইল ফোন ও ল্যাপটপ পরীক্ষা করে দেখছে পুলিশ।
|
জয়েন্ট এন্ট্রান্সের মূল্যায়ন নিয়ে ফের সংশয়ে
সংবাদসংস্থা • আগরতলা |
এ বারও ত্রিপুরার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বিরুদ্ধে পরীক্ষার্থীদের ক্ষোভ আদালত পর্যন্ত গড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে। এ বছর জয়েন্ট পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র ইন্টারনেটের মাধ্যমে দেখার ব্যবস্থা করা হয়েছে। জয়েন্টের উত্তরের যথাযথ ‘মূল্যায়ন’ নিয়ে ছাত্রছাত্রীদের সংশয় দূর করতে হাইকোর্টের নির্দেশে ওই ব্যবস্থা চালু করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কিন্তু সমস্যা হয়েছে তাতেও। ইতিমধ্যেই অনেক পরীক্ষার্থীই প্রশ্ন এবং উত্তরপত্রের মধ্যে অসঙ্গতি পেয়ে বোর্ডের কাছে অভিযোগ পাঠিয়েছেন। বোর্ডের সচিব ধীরেন্দ্র দেববর্মা এ কথা স্বীকার করে জানান, ‘‘৩১টি প্রশ্ন এবং তার উত্তর সংক্রান্ত অভিযোগ এ পর্যন্ত জমা পড়েছে। সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে এ নিয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। বিষয়-ভিত্তিক বিশেষজ্ঞরা রিপোর্টও জমা দিয়েছেন।” বোর্ডের চেয়ারম্যান এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানানো হয়েছে।
|
বিজ্ঞান থেকে বিতাড়িত ছাত্রী কলায় প্রথম
সংবাদসংস্থা • গুয়াহাটি |
দশম শ্রেণির পরীক্ষায় ভালো নম্বর পাওয়ায় বাড়ির লোকেদের চাপে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিল শিলং-এর এভামাগ্রিসিয়া স্নাইতাং। কিন্তু বিজ্ঞানের পড়াশোনা ভালো লাগছিল না তাঁর। খারাপ ফল হচ্ছিল একের পর এক পরীক্ষায়। শেষে স্কুল কর্তৃপক্ষ তাঁকে বিজ্ঞান শাখা থেকে সরিয়ে দেয়। কলা বিভাগে ভর্তি হয় মেয়েটি। তাতেই বাজিমাৎ! আজ মেঘালয়ের উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত ফলাফলে, কলা বিভাগে প্রথম স্থান পেয়েছে সেই স্নাইতাংই। ৫০০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৪৩২। ইংরাজি, খাসি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষা ও ইতিহাস—সব বিষয়েই ৮৫ শতাংশের বেশি নম্বর। স্নাইতাং-এর কৃতিত্বে প্রথমবার মেধাতালিকার শীর্ষে ঠাঁই পেল শিলং কলেজও। উচ্ছসিত স্নাইতাং বলে, “বিজ্ঞানে ব্যর্থ হওয়ার পরে মনে হয়েছিল সব শেষ। পরিজনদের সমর্থন পেয়ে ঘুরে দাঁড়াই।”
|
ভ্যানে আটকে সংজ্ঞাহীন পড়ুয়ারা
সংবাদসংস্থা • গুয়াহাটি |
বৃষ্টিতে যাতে পড়ুয়ারা ভিজে না-যায় সে জন্য ভ্যানরিকশার সব জানলা বন্ধ করে দিয়েছিলেন চালক। স্কুলে পৌঁছে দরজা খুলে তিনি দেখেন, ভিতরে ১১ জন ছাত্রছাত্রীই সংজ্ঞাহীন হয়ে পড়েছে। মণিপুরের পূর্ব ইম্ফলের ঘটনা। পড়ুয়াদের নিয়ে দ্রুত হাসপাতালে চলে যান চালক। প্রাথমিক চিকিৎসায় সকলের জ্ঞান ফেরে। চিকিৎসকেরা জানিয়েছেন, ভ্যানরিকশার ছোট্ট জায়গায় অক্সিজেন কমে যাওয়ায় বাচ্চারা সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। আরও কিছুক্ষণ ওই পরিস্থিতিতে থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলেও চিকিৎসকেরা আশঙ্কা প্রকাশ করেছেন।
|
যোরহাটে অপহৃত ২ চা-শ্রমিক
সংবাদসংস্থা • গুয়াহাটি |
যোরহাট জেলায় একটি চা বাগানের দুই শ্রমিককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে অসম ও নাগাল্যান্ডের সীমানা এলাকা নাগিনীজানে। চা-বাগানের জমি কার দখলে, তা নিয়ে যোরহাট জেলা প্রশাসন ও নাগাল্যান্ডের মককচং জেলা প্রশাসনের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছে। বৃহস্পতিবার সকালে মককচং জেলার চারিং নাকপা গ্রাম থেকে কিছু সশস্ত্র গ্রামবাসী নাগিনীজান চা বাগানে ঢোকে। অভিযোগ, কর্মরত অতুল কুর্মি ও রঞ্জিৎ কুর্মিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা অপহরণ করেগ। অপহৃতদের খোঁজে প্রশাসন পড়শি রাজ্যের পুলিশি সাহায্য চেয়েছে।
|
সিবিআইয়ের স্বাধীনতা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সিবিআইকে স্বায়ত্তশাসন দিতে পি চিদম্বরমের নেতৃত্বে তৈরি হয়েছে মন্ত্রিগোষ্ঠী। তবে সেই মন্ত্রিগোষ্ঠীর প্রথম বৈঠকে বৃহস্পতিবারই সিবিআই প্রধান রঞ্জিৎ সিন্হা হাজির হলেন না। বিদেশে থাকার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দেও বৈঠকে ছিলেন না। বৈঠক শেষে মন্ত্রিগোষ্ঠীর সদস্য কপিল সিব্বল জানান, যে ‘দিল্লি পুলিশ এস্টাব্লিশমেন্ট’ আইনে সিবিআই গঠন হয়েছিল, এ দিন তার খুঁটিনাটি দিকগুলি নিয়ে আলোচনা হয়েছে। লোকপাল বিলে সিবিআইয়ের জন্য যে ব্যবস্থার সুপারিশ হয়েছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই সূত্রের খবর, পরবর্তী বৈঠকে সিন্হা মন্ত্রিগোষ্ঠীর সামনে হাজির হয়ে আরও বেশি স্বাধীন সিদ্ধান্ত ও আর্থিক ক্ষমতার পক্ষে সওয়াল করবেন।
|
দুষ্কৃতীদের হাতে খুন হলেন মা ও ছেলে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
দুষ্কৃতীদের হাতে খুন হলেন মা ও ছেলে। জখম হলেন পুত্রবধু। ঘটনাটি ঘটেছে গুয়াহাটির পাণ্ডু এলাকায়। পুলিশ জানায়, গতরাতে সশস্ত্র দুষ্কৃতীরা আমেরিকান কলোনির বাসিন্দা গৌতম দে’র বাড়িতে চড়াও হয়। গৌতমবাবুর একটি গয়নায় দোকান ছিল। পুলিশের ধারণা, আজ সকালে ওই বাড়ি থেকে গৌতমবাবু ও তাঁর মা পূর্ণিমাদেবীর মৃতদেহ উদ্ধার করা হয়। গৌতমবাবুর স্ত্রী সুজাতাদেবীকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের ধারণা, কড়া ঘুমের ওষুধ স্প্রে করার পর শ্বাসরোধ করে ওই দু’জনকে খুন করা হয়েছে। চুরির জন্যই দুষ্কৃতীরা সেখানে হানা দিয়েছিল বলে তদন্তকারীরা মনে করছেন।
|
বোমাতঙ্ক আইআইএমে
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
উড়ো ফোনে বোমাতঙ্ক ছড়াল বেঙ্গালুরু আইআইএমে। বেলা বারোটা নাগাদ কর্মীরা একটি ফোন পান। বলা হয়, আইআইএমের ভিতরে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গেই বাইরে বার করে আনা হয় পড়ুয়া ও কর্মীদের। ব্যাপক তল্লাশির পর সন্দেহজনক কিছুই পায়নি বম্ব স্কোয়াড। তবে কে এই কাজ করেছেন, তা এখনও ধরতে পারেনি পুলিশ।
|
রাজি সুপ্রিম কোর্ট
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
নতুন সিএজি হিসেবে বৃহস্পতিবার দায়িত্ব নিলেন শশীকান্ত শর্মা। তাঁর নিয়োগকে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছে, তা শুনতে রাজি সুপ্রিম কোর্ট। বিচারপতি বি এস চৌহান ও দীপক মিশ্রের বেঞ্চ জুলাই মাসে শুনানির দিন ধার্য করেছে। শশীকান্তের নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা করেন আইনজীবী এম এল শর্মা। অভিযোগ, গত দশ বছর ধরে প্রতিরক্ষা দফতরে একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন শশীকান্ত। প্রতিরক্ষা দফতরে বিপুল অর্থের কেনাবেচা হয়েছে তাঁরই অধীনে।
|
ত্রিপুরায় বাজ পড়ে মৃত ১
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
কালবৈশাখীর তাণ্ডবে দক্ষিণ ত্রিপুরার বাইখোরা অঞ্চলে এক জনের মৃত্যু হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, প্রবল ঝড়ে বাইখোরা, মুহুরিপুর, ঋষ্যমুখ, রাজনগর-সহ বেশ কিছু এলাকায় বাড়িঘর, ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা, বিদ্যুতের খুঁটিও উপড়ে গিয়েছে। বজ্রপাতে উত্তম মগ (২৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
|
প্রচার দলে দীপা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সংবাদমাধ্যমে কংগ্রেসের নীতি প্রচারের দায়িত্বপ্রাপ্ত দলে স্থান পেলেন দীপা দাশমুন্সি। পশ্চিমবঙ্গের কথা মাথায় রেখে দীপাকে দলে স্থান দেওয়া হয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর। দলে মোট ৩৬ জন সাংসদ রয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েক জন মন্ত্রীও। তরুণ প্রজন্মকে বার্তা দিতে রাহুল গাঁধীর ঘনিষ্ঠ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সচিন পায়লটদের মতো নেতাকেও দলে রাখা হয়েছে।
|
পুলিশের বিরুদ্ধে তদন্ত শুরু
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দিল্লি-ধর্ষণ কাণ্ডে সাত পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টকে জানাল কেন্দ্র। এর মধ্যে দুই পুলিশ কর্মী আছেন যাঁরা ১৬ ডিসেম্বর রাতে ওই এলাকায় পুলিশ ভ্যান নিয়ে টহল দিচ্ছিলেন। পাশাপাশি, দিল্লি পুলিশের তরফে আদালতকে এ-ও জানানো হয়েছে, মহিলাদের বিরুদ্ধে অপরাধ সামলাতে পুলিশদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এ দিকে অসুস্থতার কারণে এ দিন আদালতে হাজির করানো যায়নি এই ধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত পবন গুপ্তকে। হাসপাতালে ভর্তি সে।
|
ধৃত চিনা গুপ্তচর
সংবাদসংস্থা • ধরমশালা |
ম্যাকলয়েডগঞ্জ থেকে সন্দেহভাজন এক চিনা গুপ্তচরকে গ্রেফতার করল ধরমশালা পুলিশ। পুলিশ জানিয়েছে, বেশ কিছু দিন ধরেই নজর রাখা হচ্ছিল পেমা শেরিং নামে ওই যুবকের উপর। বৃহস্পতিবার গ্রেফতারের পর পেমার কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় ভোটার কার্ড ও আধার কার্ড। পুলিশের দাবি, ২০০৯ সালে নেপাল সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশ করে পেমা। এর আগে চিনের ‘পিপল্স লিবারেশন আর্মি’ ও ‘পিপল্স আর্মড পুলিশ ফোর্স’-এর সদস্য ছিল সে।
|
হত লস্কর নেতা
সংবাদসংস্থা • শ্রীনগর |
পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হল এক শীর্ষ লস্কর-ই-তইবা নেতা। বৃহস্পতিবারের ওই সংঘর্ষে আহত এক অফিসার-সহ তিন পুলিশ। জম্মু ও কাশ্মীর পুলিশ জানায়, নিহত জঙ্গির নাম হিলাল আহমদ রাঠের ওরফে হিলাল মৌলভী। বারামুল্লা জেলার পট্টন এলাকার বাসিন্দা। পুরনো শ্রীনগরের নারপারিস্তান ফতেহকড়াল এলাকার একটি বাড়িতে বুধবার রাত দেড়টা নাগাদ হানা দেয় পুলিশ। ওই জঙ্গি বাড়িটির বারান্দায় আশ্রয় নেওয়ায় রাতে অভিযান থামিয়েছিল বাহিনী। তল্লাশি ফের শুরু হয় বৃহস্পতিবার সকালে। দু’পক্ষের গুলি বিনিময়ে নিহত হয় হিলাল।
|
খুন করে ফেরার |
কুড়ুল দিয়ে কুপিয়ে বাড়ির পাঁচ জনকে হত্যা করে ফেরার হয়ে গেল এক যুবক। বুধবার রাতে বৈশালি জেলার দেশারি থানার বিজাদি গ্রামে ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সুনীল গিরি মানসিক অবসাদে ভুগছিল। |
|