চূড়ান্ত অর্থ সঙ্কটে বিপর্যস্ত হলদিয়া পেট্রোকেমিক্যালসকে সাময়িক স্বস্তি দিল রাজ্য। সংস্থায় ১০০ কোটি টাকা নতুন পুঁজি ঢালার সিদ্ধান্ত আগেই নিয়েছিল তারা। এ দিন তারই খুঁটিনাটি আনুষ্ঠানিক ভাবে জানানো হল। সংশ্লিষ্ট সূত্রে খবর, চটজলদি সমাধানসূত্র হিসেবে এই টাকার কিছু অংশ এখনই সংস্থাকে দেওয়ার কথা ভাবছে রাজ্য।
আশার আলো দেখাচ্ছে ব্যাঙ্ক ও অন্যান্য ঋণদাতা সংস্থাও। সংশ্লিষ্ট সূত্রে খবর, আগামী শনিবার পেট্রোকেমকে ঋণ দেওয়া নিয়ে বৈঠক হবে ব্যাঙ্কগুলির। কর্পোরেট ডেট রিস্ট্রাকচারিং ও এমপাওয়ারড গ্রুপের বৈঠকে নির্ধারিত হবে সংস্থার ভবিষ্যৎ। ১৬ মে ব্যাঙ্কগুলির সঙ্গে বৈঠক করে রাজ্য। এ বার ব্যাঙ্কগুলি দ্রুত নিজেদের বৈঠক ডাকায় আশান্বিত রাজ্য।
বৃহস্পতিবার রাজ্য শিল্পোন্নয়ন নিগম ও হলদিয়া পেট্রোকেম পরিচালন পর্ষদের বৈঠক হয়। দু’টি সংস্থার চেয়ারম্যান হিসেবে বৈঠকে পৌরোহিত্য করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পেট্রোকেমে নিগমের মাধ্যমে ১০০ কোটি টাকা ঢালার যে-সিদ্ধান্ত রাজ্য আগেই নিয়েছিল, এ দিন তার খুঁটিনাটি ঠিক হয় বলে জানান পার্থবাবু। তিনি বলেন, “পেট্রোকেমকে জানানো হয়েছে ব্যাঙ্কগুলি ৪০০ কোটি ঢালার সিদ্ধান্ত নিলেই টাকা দিয়ে দেবে নিগম। এবং শেয়ার নিলাম হলে প্রথমেই এই টাকা ফেরত দিতে হবে।” |
এ দিনের বৈঠকে ছিলেন পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের আত্মীয় শুভসিন্ধু চট্টোপাধ্যায়। পার্থবাবু জানান, রাজ্যের মতোই ১০০ কোটি টাকা পুঁজি ঢালার অনুরোধ তিনি চ্যাটার্জি গোষ্ঠীকেও করেছেন। মন্ত্রীর দাবি, এর আগে সংস্থা পরিচালনার রাশ হাতে নিতে ৫০০ কোটি টাকা লগ্নির আগ্রহ প্রকাশ করেছিল ওই গোষ্ঠী। তিনি বলেন, “অন্তত ১০০ কোটি টাকা ওরা দিলে ব্যাঙ্ক থেকে আরও ৪০০ কোটি টাকা পাওয়া যেতে পারে।” সে ক্ষেত্রে সংস্থার ঘুরে দাঁড়ানোর জন্য ১০০০ কোটি টাকার ব্যবসায়িক পরিকল্পনা কার্যকর করা সম্ভব হবে বলে মনে করেন পার্থবাবু।
এর মধ্যেই অবশ্য আইনি জটিলতায় জড়িয়েছে পেট্রোকেমের শেয়ার নিলাম। নিজেদের শেয়ার বেচতে চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল রাজ্য। বিরোধিতা করে পাল্টা নোটিস দেয় চ্যাটার্জিরা। তাদের দাবি, রাজ্যের শেয়ার কেউ কিনলে তার দায় ও ঝুঁকিও সঙ্গে নিতে হবে। কারণ ওই শেয়ারের মধ্যে আছে বিতর্কিত ১৫ কোটি ৫০ লক্ষ শেয়ার, যার মালিকানা দাবি করে আসছে রাজ্য ও চ্যাটার্জি গোষ্ঠী, দু’পক্ষই। বিতর্ক আদালতে গড়িয়েছে। পার্থবাবুর অবশ্য দাবি, এতে নিলাম প্রক্রিয়া বিঘ্নিত হবে না। কিছু সরকারি ও বেসরকারি সংস্থা শেয়ার কিনতে আগ্রহও দেখিয়েছে।
এ দিকে, হলদিয়া পেট্রোকেনের বর্তমান এমডি সুমন্ত্র চৌধুরীর কাজের মেয়াদ ১৮ জুন পর্যন্ত। সরকার আর তা সম্ভবত নবীকরণ করবে না বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। আগামী ৪ জুন ফের পেট্রোকেম পরিচালন পর্ষদের বৈঠক হওয়ার কথা। |