আত্মহত্যা করবেন বলে দশ তলা থেকে ঝাঁপ দিয়েছিলেন ৪০ বছরের জ্যাং। ঠিক তখনই বাবার সঙ্গে বেরিয়েছিল বছর সাতেকের ছোট্ট মেয়েটি। হঠাৎ করে উপর থেকে জ্যাং-এর দেহ এসে পড়ে তার উপরে। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় মেয়েটির। বুধবার সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার বুসান এলাকার ঘটনা। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন জ্যাং। চিকিৎসাও চলছিল।
|
সেরার শিরোপা কিশোর সাত্ত্বিকের
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
শিরোনামে বছর বারোর এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কিশোর। যার কাছে অজানা নয় ভূগোলের কোনও তথ্যই। আর সেই জ্ঞানকে কাজে লাগিয়ে বুধবার সাত্ত্বিক কার্নিক জিতে নিল আমেরিকার ‘ন্যাশনাল জিওগ্রাফিক বী’ প্রতিযোগিতা। সাত্ত্বিকের মা-বাবা সফট্ওয়্যার ইঞ্জিনিয়ার। আগে এই প্রতিযোগিতায় ২০১১-তে পঞ্চম ও ২০১২ সালে ষষ্ঠ স্থান অধিকার করেছিল সাত্ত্বিক। কিন্তু এ বার ভুগোলের পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে প্রথম হয়েছে সে। |