অবশেষে জামিন পেলেন মুন্না |
অবশেষে ৭৭ দিন পর জামিন পেলেন গার্ডেনরিচে তাপস চৌধুরি হত্যা কাণ্ডের মূল অভিযুক্ত মহম্মদ ইকবাল ওরফে মুন্না। আজ আদালতে তাঁর আইনজীবির আবেদনের ভিত্তিতে ব্যক্তিগত ৬ হাজার টাকার বন্ডে তাঁকে শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করা হয়। প্রথমত, এই ঘটনায় ইতিমধ্যে সিআইডি চার্জশিট জমা দিয়েছে। আর এখনও পর্যন্ত ৫ জন ফেরার রয়েছে। ফলে এই মুহূর্তে বিচার শুরু হওয়ারও কোনও সম্ভাবনা নেই। দ্বিতীয় ও মূল কারণ হিসেবে বলা হয়, অভিযুক্তের মা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন। ফলে এই সময়ে মুন্নার তাঁর মায়ের কাছে থাকা সঙ্গত।
এই দু’টি কারণে মুন্নার জামিন মঞ্জু করে আদালত। তবে তাঁকে শর্ত দেওয়া হয়েছে, সপ্তাহে একবার সিআইডির দফতরে এসে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করে যেতে হবে।
|
শ্রীনগরে জঙ্গি-পুলিশ সংঘর্ষ, হত ১ |
ফের একবার অশান্ত হল কাশ্মীর। শ্রীনগরের ফাতা কাদাল এলাকায় এক দল লস্কর জঙ্গি ও নিরাপত্তারক্ষীদের মধ্যে গুলির লড়াইয়ে হিলাল মৌলবি নামে এক লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ নিরাপত্তারক্ষীও। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা চলছে। পুলিশ জানিয়েছে, মৃত হিলাল এর আগেও অনেক জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল। বহু দিন থেকেই তার খোঁজ করা হচ্ছিল।
|
মালহদ মেডিক্যালে ২৪ ঘণ্টায় মৃত ৯ শিশু |
গত ২৪ ঘণ্টার মধ্যে ৯টি শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যেকটি শিশুর বয়স ১ দিন থেকে ১ বছরের মধ্যে। স্বভাবতই এই মৃত্যু ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়। রাজ্য স্বাস্থ্য দফতর ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্তর নির্দেশ দিয়েছে। যদিও মৃত্যু নিয়ে কর্তব্যরত চিকিত্সকদের মত, অপুষ্টিজনিত কারণেই মৃত্যু। |