টুকরো খবর
তৃণমূল ছাড়ার পরেই প্রহৃত, অভিযোগ
সোমবার বিকালে পুড়শুড়ার বিদ্যাসাগর ভবন-সংলগ্ন মাঠে এক অনুষ্ঠানে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন স্থানীয় দাপুটে নেতা অষ্ট বেরা-সহ তাঁর বেশ কিছু অনুগামী। তাঁদের মধ্যে দুই সক্রিয় রাজনৈতিক কর্মীকে রাতে বাড়ি ফেরার পথে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুড়শুড়ার শ্যামপুর বাজারে। অষ্ট মাইতি এবং নিমাই বেরা নামে আহত দুই যুবককে রাতেই আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ছাড়া হয়। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা শেখ মানোয়ার-সহ ৫ জনের বিরুদ্ধে পুড়শুড়া থানায় অভিযোগ দায়ের করে কংগ্রেস। সদ্য কংগ্রেসে যোগ দেওয়া অষ্ট বেরার অভিযোগ, “আমি কংগ্রেসে চলে আসায় তৃণমূল ভয় পেয়েছে। পুড়শুড়ায় তৃণমূলের অস্তিত্ব নিয়েই সংশয় দেখা দিয়েছে। দিশেহারা হয়ে ওরা হামলা করছে।” তাঁর হুঁশিয়ারি, “ওদের এক সপ্তাহের মধ্যে সংযত হওয়ার সুযোগ দিচ্ছি। না হলে আমি কিন্তু বসে থাকার মানুষ নই। ওদের তা ভুলে যাওয়ার কথা নয়।” কংগ্রেসের জেলা সম্পাদক দিলীপ নাথ বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নিলে আমাদের ছেলেরাও বসে থাকবে না।” অন্য দিকে পুড়শুড়া তৃণমূল ব্লক সভাপতি জয়দেব জানা বলেন, “অষ্টবাবু বাজার গরম করার চেষ্টা করছেন। আমাদের দলের এত দুর্দশা হয়নি যে দু’চার জন দুষ্কৃতীকে নিয়ে কে কোন দলে গেলেন-এলেন, তা নিয়ে মাথাব্যথা থাকবে। মারধরের কোনও ঘটনাই ঘটেনি।”

আর্থিক গরমিল, অধ্যক্ষ ধৃত
সরকারি টাকা গরমিলের অভিযোগে উত্তরপাড়া স্বামী নিঃসম্বলা গার্লস কলেজের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ভগবৎচন্দ্র মাঝি। নমিতা মুখোপাধ্যায় নামে ওই কলেজেরই এক প্রাক্তন শিক্ষিকা গত ২৬ মার্চ ভগবৎচন্দ্রবাবুর বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে পুলিশ। ওই কলেজের ক্যাগ-সহ হিসেব-সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট খতিয়ে দেখেন তদন্তকারীরা। ইতিমধ্যেই ১ এপ্রিল অবসর নেন ভগবৎবাবু। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে নমিতাদেবীর অভিযোগের সারবত্তা প্রমাণিত হয়েছে। সোমবার রাতে সখেরবাজারে বাড়ি থেকে ভগৎবাবুকে ধরা হয়।” মঙ্গলবার শ্রীরামপুর আদালতের বিচারক তাঁকে ১৪ দিন জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অধ্যক্ষ বলেন, “আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে।”

আদালত চত্বরে মারামারিতে জখম দুই ভাই
জখম এক ভাই।—নিজস্ব চিত্র।
পারিবারিক বিবাদের জেরে উলুবেড়িয়া এসিজেএম আদালত চত্বরে ভাইয়ে-ভাইয়ে মারামারি বাধল। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় জখম হয়েছেন দু’জন। পুলিশ জানিয়েছে, উলুবেড়িয়া বাজারপাড়া বাসিন্দা চার ভাই এ দিন আদালত চত্বরে ঢুকে পড়ে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন। এক ভাইকে কাটারির কোপ মারা হয়। কোমরের বেল্ট খুলে বেধড়ক মারা হয় অন্য ভাইকে। বেলা সাড়ে ১২টা নাগাদ এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্বরে। তাদের চিৎকারে অতিষ্ঠ হয়ে বিচার প্রক্রিয়া সাময়িক ভাবে স্থগিত করে দেন বিচারক। তাঁরই নির্দেশে পুলিশ এসে চার ভাইকে আদালত থেকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। জখম দুই ভাইকে পুলিশ উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। এসডিপিও শ্যামলকুমার সামন্ত বলেন, “কারও কাছ থেকে কোনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ভোট প্রচার
—নিজস্ব চিত্র।
উপনির্বাচনের প্রচারে মঙ্গলবার উত্তর পাঁচলা মাঠে সভা করেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। ছিলেন মানস ভুঁইয়া, জেলা কংগ্রেস সভাপতি কাজি আবদুল রেজ্জাক, বিধায়ক অসিত মিত্র। বিজেপির সঙ্গে তৃণমূলের ‘অলিখিত জোট’ আছে বলে কটাক্ষ করেন অধীর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.