টুকরো খবর
মমতার সায়ে বদলে গেল পুর-সিদ্ধান্ত
মুখ্যমন্ত্রীর কাছে আবেদনপত্র যাওয়ার পরিপ্রেক্ষিতে রদ হল পুর-সিদ্ধান্ত। পুর-বাজারে দোকানঘরের মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে মিউটেশন চার্জ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছিল। তার বদল চেয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাল পশ্চিমবঙ্গের ‘ফোরাম অফ ট্রেডার্স অর্গানাইজেশন’। বাজারে পণ্য মূল্যের উপরে নজরদারি চালানোর জন্য গঠিত টাস্ক ফোর্সের বৈঠক চলাকালীন মহাকরণে ওই আবেদনপত্র পেশ করে তারা। ওই বণিক সংগঠনের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ কোলে জানান, মালিকানা হস্তান্তরের জন্য আগে পুর বাজারের দোকানঘরের প্রতি বর্গ ফুটের মিউটেশন চার্জ ছিল ১৬ টাকা। চলতি অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ৩২ টাকা। আবেদনপত্রে ওই বণিক সংগঠন জানিয়েছে, শহরের যে সব পুর-বাজারে খোলা জায়গা রয়েছে, সেখানে দোকানঘর বানানো যেতে পারে। এতে পুরসভার আয় বাড়বে। পাশাপাশি, পুর-বাজারের চারপাশের এলাকা থেকে জবরদখলকারী ও হকারদের সরানোর আবেদনও জানানো হয়েছে। তাদের আর্জি গ্রহণও করে নেন মুখ্যমন্ত্রী। এ দিন মহাকরণে পুরসভার তরফে উপস্থিত ছিলেন পুর-কমিশনার খলিল আহমেদ। এ প্রসঙ্গে তিনি বলেন, “তা হলে এ নিয়ে কোনও সমস্যা রইল না। পুরনো হারেই নেওয়া হবে মিউটেশন চার্জ।”

ফের ঘেরাও বিশ্ববিদ্যালয়ে
কলকাতা বিশ্ববিদ্যালয়ে আবার ঘেরাও। তবে পড়ুয়ারা তাতে যুক্ত নন। মঙ্গলবার উপাচার্য-সহ সিন্ডিকেট-সদস্যদের ঘেরাও করেন এক দল কর্মী। তাঁদের দাবি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট-পদে উন্নীত হওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের সাম্প্রতিক বিজ্ঞপ্তির বদলে প্রচলিত ব্যবস্থাই মেনে চলতে হবে। রাত ৯টা পর্যন্ত ঘেরাও চালিয়েও এ দিন অবশ্য দাবির কোনও সুরাহা হয়নি। বিষয়টির নিষ্পত্তির জন্য আজ, বুধবার ফের সিন্ডিকেটের বৈঠক বসছে। বিভিন্ন বিভাগে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের শূন্য পদ রয়েছে ২২১টি। এত দিন লিখিত পরীক্ষা এবং অভিজ্ঞতার ভিত্তিতে কর্মরত পিওন-সহ চতুর্থ শ্রেণির কর্মীরা ওই পদে উন্নীত হতেন। যোগ্যতামানে উত্তীর্ণদের নিয়োগের পরে বাকি পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হত। ২০১১-তেও লিখিত পরীক্ষা হয়। মামলার জন্য ফল বেরোয় দেরিতে। পরে আদালতও নিয়োগে সবুজ সঙ্কেত দেয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গত মাসে সরকার বিজ্ঞপ্তি করে জানায়, কর্মরতদের মধ্য থেকে মাত্র ১০% উন্নীত হবেন। বাকি পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিতে হবে। কিন্তু ওই বিজ্ঞপ্তি জারির অনেক আগেই যে-হেতু পরীক্ষা হয়ে গিয়েছে, তাই এখন নিয়োগের নিয়ম বদলানো সম্ভব নয় বলে বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ আধিকারিকদের অনেকেরই অভিমত। কিন্তু এ দিন সিন্ডিকেটে তৃণমূল-সমর্থক বলে পরিচিত এক শিক্ষক জানান, সাবেক ব্যবস্থায় নয়, নিয়োগ করতে হবে সরকারি বিজ্ঞপ্তি অনুসারেই। বেশ কিছু সদস্য তাঁকে সমর্থন করেন।

বেহালায় দু’টি অপমৃত্যু
বেহালার দু’টি পৃথক ঘটনায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রথম ঘটনাটি ঘটেছে দুপুর পৌনে চারটে নাগাদ পর্ণশ্রী এলাকায়। পুলিশ জানায়, অশোক পাসোয়ান নামে বছর পঁয়ত্রিশের এক যুবক এ দিন বিদ্যুস্পৃষ্ট হন। তাঁকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, এ দিন ওই এলাকায় একটি বিদ্যুতের পোলে কাজ করার সময়ে দুর্ঘটনাটি ঘটে। পরের ঘটনাটি ঘটেছে ভূপেন রায় রোডে। পুলিশ জানায়, বিকেল সাড়ে চারটে নাগাদ অপূর্ব সরকার নামে বছর আশির এক বৃদ্ধকে তাঁর বাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। প্রতিবেশীরাই বেহালা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপূর্ববাবুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনাটির তদন্তে নেমেছে।

২ তরুণী উদ্ধার
বাংলাদেশি অনুপ্রবেশকারী দুই তরুণীকে মঙ্গলবার কলকাতার ওয়াটগঞ্জ থানা এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া দুই তরুণী বাংলাদেশের যশোরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাঁদেরকে পাচারের উদ্দেশে ওই থানা এলাকার মুন্সিগঞ্জ রোডের একটি বাড়িতে রাখা হয়েছিল। সেখান থেকে পুলিশ এ দিন তাঁদের উদ্ধার করে। ওই পাচারে যুক্ত সন্দেহে তসলিমা খাতুন নামে এক বাংলাদেশি মহিলাকেও গ্রেফতার করেছে পুলিশ। তসলিমার আর এক সঙ্গী তালিব নামের এক যুবক পালিয়েছে। দুই তরুণীকে কী ভাবে যশোর থেকে নিয়ে আসা হল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

জানলা ভেঙে চুরি
শৌচাগারের জানলা ভেঙে চুরি হল একটি বাড়িতে। সোমবার, ঘটনাটি ঘটে সোদপুরের দেশবন্ধু নগরে। পুলিশ জানিয়েছে, গৃহকর্ত্রী জ্যোৎস্না সরকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। একাই থাকেন তিনি। জ্যোৎস্নাদেবীর অভিযোগ, সোমবার রাতে বাড়ি ফিরে তিনি দেখেন, শৌচাগারের জানলা ভাঙা। আলমারির তালাও ভাঙা। নগদ ৮০ হাজার টাকা ও দু’টি সোনার বালা উধাও। পুলিশের অনুমান, স্থানীয় দুষ্কৃতীরাই এই ঘটনায় জড়িত।

দু’টি ছিনতাই
কলকাতায় দু’টি ছিনতাইয়ের ঘটনায় দু’জন ধরা পড়েছে। একটি বেলেঘাটার ও অন্যটি কসবা এলাকার ঘটনা।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.